বিশ্ববিদ্যালয় ভর্তিবিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার ২০২৫-২০২৬। জবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিষয়ক ওয়েব সাইট https://admission.jnu.ac.bd/ তে প্রকাশ করা হবে । আজকে আমরা জবি ভর্তি যোগ্যতা , সার্কুলার, নম্বর বন্টন , প্রবেশ পত্র ও জাবি ভর্তি ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

জবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য থেকে জানা গেছে। এবার লিখিত প্রশ্নপদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে বহুনির্বাচনী প্রশ্ন। যেহেতু এবার জবি গুচ্ছে থাকছে না তাই বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে নতুন করে ভাবা উচিত। আশা করা যায় অল্প কয়েকদিনের মধ্যে নোটিশ প্রকাশ পাবে ফলে আবেদন প্রক্রিয়া সহ সকল তথ্যাদি এ পোস্টের মাধ্যমে জানা যাবে। এবার আর আগের মতো সেকেন্ড টাইম থাকছে না।
০৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত যােগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন আহ্বান করছে।

জবি ভর্তি বিজ্ঞপ্তি
প্রাথমিক আবেদন শুরু :

আবেদন শেষ :

প্রাথমিক আবেদন ফি : ১০০

চুড়ান্ত আবেদর ফি: ৭০০

ওয়েবসাইটঃ www.jnu.ac.bd

জবি ভর্তি পরীক্ষার সময়সূচী

এ পোস্টের এ অংশে আমরা ইউনিট পরিচিতি সহ ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নিয়ে আলোচনা করব। এবারের ভর্তি পরীক্ষায় জবি নতুন করে ‘ই’ ইউনিট যুক্ত করেছে ফলে ইউনিট সংখ্যা হয়েছে পাঁচটি। নিচে ইউনিট ভিত্তিক অনুষদের আলোচনা করা হয়েছে তবে এর মধ্যে ডি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সকল বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ইউনিট পরীক্ষার তারিখ সময়
এ ইউনিট (বিজ্ঞান) ১ম শিফট (সকাল ১০.০০ টা থেকে ১১.০০টা)

২য় শিফট (দুপুর ০১.০০ টা থেকে ০২.০০টা)

৩য় শিফট (বিকাল ০৪.০০ টা থেকে ০৫.০০টা)

বি ইউনিট (মানবিক/ কলা) ১ম শিফট (সকাল ১০.০০ টা থেকে ১১.০০টা)

২য় শিফট (দুপুর ০১.০০ টা থেকে ০২.০০টা)

৩য় শিফট (বিকাল ০৪.০০ টা থেকে ০৫.০০টা)

সি ইউনিট (বাণিজ্য) ১ম শিফট (সকাল ০৯.৩০ টা থেকে ১০.৩০টা)

২য় শিফট (দুপুর ১২.০০ টা থেকে ০১.০০টা)

৩য় শিফট (বিকাল ০৩.৩০ টা থেকে ০৪.৩০টা)

ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান) ১ম শিফট (সকাল ০৯.৩০ টা থেকে ১০.৩০টা)

২য় শিফট (দুপুর ১২.০০ টা থেকে ০১.০০টা)

৩য় শিফট (বিকাল ০৩.৩০ টা থেকে ০৪.৩০টা)

ই ইউনিট (চারুকলা) ১ম শিফট (সকাল ১০.০০ টা থেকে ১১.৩০টা)

২য় শিফট (দুপুর ০২.৩০ টা থেকে ০৪.০০টা)

৩য় শিফট (বিকাল ০৫.০০ টা থেকে ০৬.৩০টা)

আবেদনের নূন্যতম যোগ্যতা

যে সকল শিক্ষার্থী ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে। |

ইউনিট/বিভাগ। ন্যূনতম যােগ্যতা যে সকল শাখার শিক্ষা শিক্ষার্থী আবেদন করতে পারবেন
ইউনিট-এ (বিজ্ঞান শাখা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৮.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত  জিপিএ ৩.৫ এর নিচে নয় বিজ্ঞান, মাদ্রসা ( বিজ্ঞান) এইচএসসি ভোকেশনাল
ইউনিট-বি (মানবিক শাখা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত। এবং জিপিএ ৩.০০ এর নিচে নয়। সকল শাখা
 ইউনিট-সি (বাণিজ্য শাখা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত এবং গাণিতিক বুদ্ধিমত্তা, জিপিএ ৩.৬০ এর নিচে নয়। সকল শাখা
ইউনিট- ডি (সামাজিক বিজ্ঞান)  এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত। এবং জিপিএ ৩.০০ এর নিচে নয়। সকল শাখা
 ইউনিট- ই (চারুকলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৬.৫ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত এবং গাণিতিক বুদ্ধিমত্তা, জিপিএ ৩.০০ এর নিচে নয়। সকল শাখার শিক্ষা শিক্ষার্থী আবেদন করতে পারবেন

জবি ভর্তি নোটিশ ২০২৬

যেসকল শিক্ষার্থী জিএসটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা সকলেই আবেদনের সুযোগ পাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশকৃত বিজ্ঞপ্তির ছবি এবং পিডিএফ ফাইল নিচে প্রদান করা হয়েছে। আপনারা সুবিধা অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন।
image
image
image


image
image
image
image

image
image
image

পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন

যারা A,B,C,D ইউনিটে আবেদন করবে তাদের জন্য ভর্তি পরীক্ষার সময় হল ১ ঘন্টা আর E ইউনিটের জন্য ১.৩০ ঘন্টা।  ভর্তি পরীক্ষা হবে  ১০০ নম্বরের উপর।

পরীক্ষার নম্বর বন্টন

  • বহুনির্বাচনি- ২৪ নম্বর
  • লিখিত পরীক্ষা- ৪৮ নম্বর
  • SSC  থেকে -১২ নম্বর
  • HSC থেকে -১৬ নম্বর

 সকল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে

জবি আবেদন প্রদ্ধতি

জবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর হাজার হাজার ছাত্র ছাত্রী তাদের প্রাণের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে ইচ্ছুক। কিন্তু সমস্যা হল আবেদন প্রক্রিয়া জানা নাই এ সমস্যা সমাধানে আমরা নিচে আবেদন পদ্ধতি তুলে ধরেছি।

  • প্রথমে জবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আর ওয়েবসাইটি হল-admission.jnu.ac.bd.
  • এবার সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আদেন ফরম ফিলাপ করতে হবে।
  • এখন Submit বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করুন।

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

bKash অথবা Rocket মােবাইল ব্যাংকিং অথবা Teletalk এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি’র টাকা জমা দেয়া যাবে।

জবি প্রবেশ পত্র ২০২৬

যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তারা নিচের লিংক থেকে জবি প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশ পত্র যে কোন পরীক্ষার জন্য জরুরী কেননা প্রবেশ পত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না। শিক্ষার্থীরা একটি নির্ধারিত সময়ে ডাউনলোড করতে পারবে। বিজ্ঞপ্তি অনুসারে এবার প্রবেশ পত্র ডাউনলোড করার তারিখ হল ….. থেকে পরীক্ষার কিছুক্ষণ আগ মুহুর্ত পর্যন্ত।

জবি ভর্তি রেজাল্ট  ২০২৬

ভর্তি পরীক্ষা দেয়ার পর এবার ফলাফল পাওয়ার পালা নিমোক্ত উপায়ে ফলাফল দেখতে পারবে ভর্তি ইচ্ছুরা। রেজাল্ট পেতে সরাসরি প্রবেশ করুন  admission.jnu.ac.bd. প্রবেশ করার পর ফলাফল বাটনে ক্লিক করে মেধা তালিকা সহ অপেক্ষমান তালিকা সহ পিডিএফ পাবেন। এবার পিডিএফ বাটনে চাপ দিয়ে ডাউনলোড করে নিন জবি ক,খ,গ,ঘ ও ই ইউনিটের ফলাফল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এ,বি,সি,ডি ও ই ইউনিটের রেজাল্ট।

ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.jnu.ac.bd অথবা admissionjnu.info)-এ পাওয়া যাবে। ভর্তিচ্ছ। ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ও নিখুঁতভাবে সম্পাদনের জন্য ভর্তি বিজ্ঞপ্তিটি অত্যন্ত মনােযােগ সহকারে পড়া অত্যাবশ্যক।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের (admin@admissionwar.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!