এইচএসসি ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র শর্টকাট সাজেশন (১ম পর্ব)

তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড় তাদের জন্য তেমন কিছু সাজেশন দেওয়ার মত কিছু নেই । কিন্তু সাজেশন না দিতে পারলেও বিষয়টাকে সহজ করে দেওয়া যেতে পারে । কিছু বিষয় থকে যেগুলো ভাল করে পড়লে ছোট বড় সব প্রশ্নের উত্তরই দেওয়া যায় । আজকে আমরা এইচএসসির “ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্রের শর্টকাট সাজেশন ” দিব । যে বিষয়গুলো দেওয়া হয়েছে এগুলো শেষ করলে আশা করি তোমাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে ।
এটা ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্রের জন্য একটি পূর্নাঙ্গ সাজেশন । কারন এখানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক,প্রয়োগ ও উচ্চতর এই চারটি ক্যাটাগরির প্রশ্নগুলো আলাদাভাবে দেওয়া আছে ।প্রত্যেকটি অধ্যায়ের সম্ভাব্য সকল প্রশ্ন দিয়ে দেওয়া আছে । যদিও একটুু সময় লাগবে সবগুলো শেষ করতে তবে ভাল ফলাফল আশা করলে অবশ্যই সবগুলো প্রশ্ন মন দিয়ে পড়তে হবে । তাহলে দেখে নেওয়া যাক ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র সাজেশনটি।
প্ৰথম অধ্যায়: ব্যাংক ব্যবস্থার প্রাথমিকজ্ঞান
জ্ঞান ও অনুধাবন |
|
১. ব্যাংক কী ? | ১৫. স্বায়ত্তশাসিত ব্যাংক কী ? |
২. ব্যাংকিং কী ? | ১৬. তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে ? |
৩. ব্যাংকার কে ? | ১৭. ইলেক্ট্রনিক ব্যাংকিং / ই-ব্যাংকিং কী ? |
৪. দেউলিয়া কে ? | ১৮. এ টি এম কী ? |
৫. আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসূরী কারা ? | ১৯. ক্রেডিট কার্ড কী ? |
৬. ব্যাংক ব্যবস্থায় তারল্য। কী ? | ২০. ডেবিট কার্ড কী ? |
৭. একক ব্যাংক কী ? | ২১. অনলাইন ব্যাংকিং কী ? |
৮. শাখা ব্যাংক কাকে বলে ? | ২২. ব্যাংকের তারল্য নীতি বলতে কী বুঝ ? |
৯. চেইন ব্যাংক কাকে বলে ? | ২৩. ব্যাংকের সচ্ছলতার নীতি বলতে কী বুঝ ? |
১০. গ্রুপ ব্যাংক কাকে বলে ? | ২৪. ব্যাংকের গোপনিয়তার নীতি বলতে কী বুঝ ? |
১১. সঞ্চয় / আমানত ব্যাংক কী ? | ২৫. ‘Safty first’ ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর |
১২. বিনিয়োগ ব্যাংক কী ? | ২৬. ব্যাংক ধার করা অর্থের ধারক কেন ? |
১৩. মিশ্র ব্যাংক কাকে বলে ? | ২৭. ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ বলতে কী বুঝায় ? |
১৪. মার্চেন্ট ব্যাংক কাকে বলে ? | ২৮. এশিয়ান উন্নয়ন ব্যাংক কোন ধরনের ব্যাংক ? |
২৯. শাখা ব্যাংক কোন ধরনের ব্যাংকিং ব্যাবস্থা |
আইসিটি শর্টকাট সাজেশন (প্রথম অধ্যায়) !!
প্রয়োগ ও উচ্চতর দক্ষতা |
|
ব্যাংকের শ্রেণী বিভাগ, | ব্যাংকের মূলনীতি, |
তালিকাভুক্তকরণ, | গ্রুপ ব্যাংকিং, |
ই-ব্যাংকিং | চেইন ব্যাংকিং। |
দ্বিতীয় অধ্যায় : কেন্দ্রীয় ব্যাংক
জ্ঞান ও অনুধাবন |
|
কেন্দ্রীয় ব্যাংক কি? | বিহিত মুদ্রা কী ? |
কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি? | ব্যাংক হার কী ? |
কোন ব্যাংকে “Mother of Central Bank “ বলে? | ব্যাংক হার নীতি কী ? |
বাংলাদেশ ব্যাংক কী ? | কোন ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় এবং কেন ? |
মূদ্রাবাজারের অভিভাবক বলতে কী বুঝ ? | জমার হার পরিবর্তন নীতি কী ? |
তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে ? | খোলাবাজার নীতি কী ? |
অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলতে কী বুঝায় ? | কোন ব্যাংককে একক ও অনন্য প্রতিষ্ঠান বলা হয় এবং কেন ? |
ঋণের বরাদ্দকরণ নীতি কাকে বলে ? | ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ কী ? |
নিকাশ ঘর কী ? | নগদ জমা অবশ্যকতা কী ? |
বিধিবদ্ধ তারল্য অবশ্যকতা কী ? |
প্রয়োগ ও উচ্চতর দক্ষতা |
|
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি, | নিকাশ ঘর, |
অর্থ সরবরাহ, | কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী |
শর্টকাট আইসিটি সাজেশন (দ্বিতীয় অধ্যায়) !!
তৃতীয় অধ্যায়: বাণিজ্যিক ব্যাংক
জ্ঞান ও অনুধাবন |
|
বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী ? | বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি কী ? |
বাণিজ্যিক ব্যাংকের নিরাপত্তার নীতি কী ? | বাণিজ্যিক ব্যাংকের গোপনীয়তার নীতি বলতে কী বুঝায় ? |
বাণিজ্যিক ব্যাংকের নতুনত্ব প্রবর্তনের নীতি কী ? | বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কোনটি ? |
বাণিজ্যিক ব্যাংকের উদ্ধৃত্তি পত্র কী ? | ব্যাংক ড্রাফট বা ব্যাংকের অজ্ঞাপত্র কী ? |
ক্রেডিট কার্ড কী ? | ঋণ কিভাবে আমানত সৃষ্টি করে ? |
পে-অর্ডার কী ? | কোন ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের ব্যাবসায়ী বলে এবং কেন ? |
ব্যাংক নিশ্চয়তা সনদ কী ? | বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের নাম কী ? |
তালিকাভুক্ত ব্যাংক কী ? | ঋণ আমানত সৃষ্টি বলতে কী বুঝ ? |
ই-ব্যাংকিং কী ? | সুনামের নীতি বলতে কী বুঝ ? |
বিশেষায়িত ব্যাংক বলতে কী বুঝায় ? | বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ দেয় না কেন ? |
প্ৰয়োগ ও উচ্চতর দক্ষতা |
|
বানিজ্যিক ব্যাংকের নীতিমালা, | বানিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি, |
বানিজ্যিক ব্যাংকের কার্যাবলী |
চতুর্থ অধ্যায়ঃ ব্যাংক হিসাব
জ্ঞান ও অনুধাবন |
|
ব্যাংক কী ? | চলতি হিসাব কী ? |
ব্যাংক হিসাব কী ? | স্থায়ী হিসাব কী ? |
ব্যাংক পাস বই কী ? | ব্যাংক হিসাব বিবরণী কী ? |
সঞ্চয়ী হিসাবে পাস বইয়ের অপরিহার্যতা হ্রাস পাচ্ছে কেন ? | বিশেষ চলতি হিসাব কী ? |
নমুনা স্বাক্ষর কার্ড কী ? | বাংলাদেশ ব্যাংক কোন ধরনের ব্যাংক ? |
জমা রসিদ কী ? | সাধারন সঞ্চয়ী হিসাব কী ? |
সঞ্চয়ী হিসাব কী ? | পেনশন বা বিশেষ সঞ্চয়ী হিসাব কী ? |
পৌনঃপুনিক হিসাব কী ? | চেক বই কী ? |
স্থায়ী আমানত রসিদ কী ? | বৈদেশিক মুদ্রা অনাবাসিক হিসাব / (F.C. Account) কী ? |
হিসাব খুলতে পরিচয়করনের প্রয়োজন পড়ে কেন ? |
প্রয়োগ ও উচ্চতর দক্ষতা |
ব্যাংক হিসাবের প্রকারভেদ |
পঞ্চম অধ্যায় চেক
জ্ঞান ও অনুধাবন |
|
চেক বলতে কী বুঝায় ? | বাসি চেক বলতে কী বুঝায় ? |
হুকুম চেক বলতে কী বুঝায় ? | চেকের অনুমোদন বলতে কী বুঝায় ? |
বিশেষভাবে দাগকাটা চেক বলতে কী বুঝায় ? | দাগকাটা চেক বলতে কী বুঝায় ? |
চেকের অমর্যাদা বলতে কী বুঝায় ? | বাহক চেক বলতে কী বুঝায় ? |
চেকের আদেষ্টা কে ? | ফাঁকা চেক বলতে কী বুঝায় ? |
সাধারণভাবে দাগকাটা চেক বলতে কী বুঝায় ? | চেকের প্রাপক কে ? |
মার্কেট চেক বলতে কী বুঝায় ? | ভ্রমনকারীর চেক বলতে কী বুঝায় ? |
চেকের আদিষ্ট কে ? | চেককে প্রামাণ্য দলিল হিসাবে গ্রহণ করা হয় কেন? |
অগ্রিম চেক বলতে কী বুঝায় ? | চেকের পক্ষ কয়টি ? |
চেকের প্রতারণা বা জালিয়াতি বলতে কী বুঝায় ? | কীভাবে দাগকাটা চেক দাগবিহীন চেক হতে আলাদা ? ব্যাখ্যা কর । |
কত সময় একটি চেক বৈধ থাকে ? ব্যাখ্যা কর । | চেক ও বিনিময় বিলের মধ্যে পার্থক্য উল্লেখ কর । |
ব্যাংক ও চেকের উৎপত্তি কোন সমসাময়িক ? ব্যাখ্যা কর । | উত্তোলন চিঠিা বলতে কী বুঝ ? |
কত সালের আইন দ্বারা চেকের ব্যবহার হয়ে থাকে? | প্রকৃত ধারক বলতে কী বুঝায় ? |
চেকে দাগকাটার পদ্ধতি ব্যাখ্যা কর । | কীভাবে ব্যবসায়ে চেকের উদ্ভব হয় ? |
চেকের প্রস্তুতকারককে কী বলে ? | দাগকাটা চেক কীভাবে অধিক নিরাপত্তা প্ৰদান করে ? |
নিয়ন্ত্রণ মূলক দাগকাটা চেক কী ? | চেকে একবার দাগকাটার পর কে আবার তা প্রত্যাহার করতে পারে ? |
নট নেগোশিয়েবল কথাটি ব্যাখ্যা কর । ডেবিট কার্ড কী ? | শর্তসাপেক্ষে অনুমোদন বলতে কী বুঝায় ? |
প্ৰয়োগ ও উচ্চতর দক্ষতা |
|
ব্যাংক ঋণের শ্রেণীবিভাগ | জামানতের প্রকারভেদ |
জামানতের বিবেচ্য বিষয় | প্রত্যয়পত্রের শ্রেণীবিভাগ |
এইচএসসি আইসিটি পূর্ণাঙ্গ এক্সক্লুসিভ সাজেশন !!
আগামী কোন পর্বে আমরা বাকি অধ্যায়গুলোর সাজেশন দেওয়ার চেষ্টা করব । আমাদের পরবর্তী এইচএসসি সাজেশন পেতে আমাদের ফেইজবুক পেইজে লাইক দিন অথবা এই পেজের নিচে গিয়ে আপনার ইমেইল দিয়ে সাবসক্রাইব করুন ।
তোমাদের কথা চিন্তা করে আমরা তৈরী করেছি অতি সংক্ষিপ্ত কিছু সাজেশন যা কিনা তোমার জন্য সহায়ক হবে । আমাদের সাজেশনগুলো দেখে নাও।
[button color=”red” size=”medium” link=”https://www.admissionwar.com/category/hsc-preparetion/” ]এইচএসসি শর্টকাট সাজেশন[/button]