সাজেশন

এইচএসসি আইসিটি এক্সক্লুসিভ সাজেশন (২য় অধ্যায়)

২য় অধ্যায়  কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং

 

কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ । কারন এখানে  তথ্য ও প্রযুক্তি কিছু গুরুত্বপূর্ণ বিষয় রিয়ে আলোচনা করা হয়েছে । এই অধ্যায় থেকে পূর্ণরুপ বা কিভাবে কাজ করে এমন প্রশ্ন আসবে । আর মোট কথা হল হল যেসব জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো ভালভাবে পড়বে । এতে করে তুমি বিষটি সম্পর্কে ধারণা পারে তখন এই বিষয় থেকে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসলেও  তুমি তোমার ধারণা থেকে লিখে আসতে পারবে । আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ের ২য় অধ্যায়  কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর সাজশন টি দেখব ।

যারা প্রথম অধ্যায়ের সাজেশনটি মিস করেছ তারা দেখে নাও । 

আইসিটি এক্সক্লুসিভ সাজেশন (প্রথম অধ্যায়) !!

 

জ্ঞানমূলক প্রশ্ন 

জ্ঞানমূলক প্রশ্নে কোন বিষয়ের পূর্ণরূপ বা সংজ্ঞা লিখতে হয় । এই প্রশ্নের উত্তর এক- দুই লাইনে মূল কথা লিখে শেষ করে দিতে হয় ।

 

বেশি গুরুত্বপূর্ন (***)

ডেটা কমিউনিকেশন  ডেটা ট্রান্সমিশন স্পীড ব্যান্ডউইথ Media
Core Hotspot Bluetooth Wi-fi
WiMax Roaming Mobile Internet Pan
LAN MAN WAN NIC
Modem HUB Switch  মাইক্রোওয়েব
স্যাটেলাইট ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম মোবাইল ফোনের প্রজন্ম

 

মোটামুটি গুরুত্বপূর্ন (**)

সংজ্ঞা লিখ/ কাকে বলে/কী/ বলেতে কি বোঝায় ?
Optical Fiber 1G-2G-3G-4G BRIDGE
সিনক্রোনাস ও এসিনক্রোনাসডেটা ট্রানসমিশন
পূর্ণরুপ লিখ
FDMA CDMA TDMA
GSM SIM GPRS
EDGE HSPA VOIP
IMEL SMS MMS
PDA NIC EMI

 

কম গুরুত্বপূর্ন (*)

ব্যান্ডস্পীড রেডিও ওয়েব ইনফ্রারেড
নোড ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট BNC
UTP/ STP Cladding Jacket
Cell MTSO WAP
MAC Address REPETER

অনুধাবন প্রশ্ন

অনুধাবন প্রশ্নে কোন বিষয়ের বৈশিষ্ঠ্য/ সুবিধা/ অসুবিধা/ ব্যবহার লিখতে হবে ।

বেশি গুরুত্বপূর্ন (***)

                     বৈশিষ্ঠ্য/ সুবিধা/ অসুবিধা/ ব্যবহার লিখ
সিনক্রোনাস ও এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কো-এক্সিয়াল ও অপটিক্যাল ফাইবার কেবল
স্টার, রিং বাস, ট্রি, মেশ ও হাইব্যিড টপোলজি ক্লাউড কম্পিউটিং
ওয়্যারলেস কমিউনিটি সিস্টেম 1G-2G-3G-4G
Wi-Fi/ WiMax MODEM, HUB, SWITCH , ROUTER
PAN, LAN, WAN, MAN GSM/CDMA
পার্থক্য লিখ
সিনক্রোনাস ও এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন 2G ও 3G
Wi-Fi ও WiMax GSM ও CDMA

প্রয়োগমূলক প্রশ্ন

এই অংশে কোন বিষয় ব্যাখ্যা/ বর্ণনা/ কার‌্যপদ্ধতি আলোচনা করতে হয় ।

বেশি গুরুত্বপূর্ন (***)

ডেটা ট্রান্সমিশন মোড এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর ?
কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ বর্ণনা কর?
কো- এক্নিয়াল ও অপটিক্যাল ফাইবার ক্যাবলের গঠন বর্ণনা কর?
মডেমের মাধ্যমে ডেটা আদান প্রদান পদ্ধতি আলোচনা কর?

 

মোটামুটি গুরুত্বপূর্ন (**)

ডেটা কমিউনিকেশনের প্রক্রিঢা/ ইপাদানগুলো আলোচনা কর ?
বিভিন্ন প্রকার ডেটা ট্রান্সমিশন স্পীড সম্পর্কে বর্ণনা দাও ?

উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন

এই প্রশ্নে তোমাকে কোন বিষয়ের উপর ভূমিকা ও উপসংহার সহ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে । যেমন প্রশ্ন আসতে পারে উদ্দীপকের আলোকে এই বিষয়টি বিশ্লেষন কর/ মতামত প্রদান কর অথবা যুক্তি  সহকারে উপস্থাপন কর । ·

বিদ্যালয়/ শিক্ষা প্রতিষ্ঠান/ ICT ল্যাব / অফিস- আদালত / ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে  কোনটি  উপযোগী?

☑ ট্রি , মেশ, হাইব্রিড টপোলজি [বেশি গুরুত্বপূর্ন (***)]

☑ LAN, MAN, WAN [মোটামুটি গুরুত্বপূর্ন (**)]

☑ কো-এক্সিয়াল ও অপটিক্যাল ফাইবার [কম গুরুত্বপূর্ন (*)] 

ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী? 

☑ সিনক্রোনাস ও এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন [মোটামুটি গুরুত্বপূর্ন (**)]

☑ Simplex, Half-Duplex, Full-Duplex [কম গুরুত্বপূর্ন (*)]

☑ Broadcast, Multicast, Uni-cast  [কম গুরুত্বপূর্ন (*)] 

☐ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষন কর? [বেশি গুরুত্বপূর্ন (***)]

 ক্লাউট কম্পিউটিং গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষন কর?                                     [বেশি গুরুত্বপূর্ন (***)]

 কম্পিউটার নেটওয়ার্কে নিচের ডিভাইজগুলোর গুরুত্ব/ ভূমিকা আলোচনা কর?[মোটামুটি গুরুত্বপূর্ন (**)]

☑ MODEM

☑ HUB

☑ SWITCH

☑ ROUTER

☑ BRIDGE

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।

ভালভাবে পড়াশোনা শুরু করে দাও আশা করি এখান থেকেই কমন পড়বে । কিছুদিনের মধ্যেই আইসিটি পরবর্তী অধ্যায়ের সাজেশন প্রকাশ করা হবে । সবার আগে সাজেশন টি পেতে আমাদের পেজের নিচের দিকে গিয়ে আপনার ইমেইল দিয়ে সাবসক্রাইব করুন অধবা আমাদের ফেইজবুকে লাইক দিয়ে একটিভ থাকুন ।

আমাদের অন্যান্য বিষয়ের সাজেশসগেুলো নিচের লিংক থেকে দেখে নিতে পারেন ।

এইচ.এস.সি সাজেশন সকল বিষয়

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!