চাকরির নিয়োগ

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ বিমান বাহিনী সিভিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে । বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ ২০২১ তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করছে।তাই আর দেরি না করে নিচের Bangladesh Air Force civilian job circular 2021 দেখে নিন ও সময় থাকতে আবেদন করে ফেলুন।

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বেকার ও চাকুরী আশাবাদীদের জন্য এটি খুবই খুশির খবর যে এখন প্রতিদিনেই প্রায় বিভিন্ন রকমের সরকারী, বেসরকারী ও ব্যাংক চাকুরী সহ ভালো বেতনের বিভিন্ন পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে।এরই ধারাবাহিক ভাবে বাংলাদেশ বিমান বাহিনী তাদের ওয়েবসাইটের মাধ্যমে চাকুরী বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ৪৭ টি ক্যাটাগরিতে মোট ৩৫০ জনকে চাকুরী দেবে। বিস্তারিত জানার জন্য Air Force civilian job civil circular 2021 দেখুন।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি
• প্রতিষ্ঠানঃ বিমান বাহিনী সদর দপ্তর
• পদ সংখ্যাঃ ৩৫০টি
• আবেদন ফীঃ ১০০/- ও ৫০/- টাকা
• আবেদন পদ্ধতিঃ অফলাইনে – নির্ধারিত দরখাস্ত পূরণের মাধ্যমে
• আবেদনের শেষ তারিখঃ ৩১ জানুয়ারি ২০২১

চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

বয়সসীমা:  প্রার্থীর বয়সসীমা ০৮ জানুয়ারি ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার সন্তানদের বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোনাে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

পদের নাম ও পদ সংখ্যা

• কম্পিউটার অপারেটর-৫
• নকশীকার গ্রেড-২)-৪
• সাঁটলিপিকার-কাম-কম্পিউটার -২
• নকশাকার গ্রেড-৩)-৪
• মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার -৩০
• মিস্ত্রী ক্লাস-১ (মেকানিক্যাল ট্রান্সপোের্ট ফিটার) -২
• মিস্ত্রী ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার)-২
• মিস্ত্রী ক্লাস-১ (এয়ারফ্রেম ফিটার)-২
• অফিস করণিক-১২
• স্টোরম্যান-৭
• মিডওয়াইফ-৩
• ডাটা এন্ট্রি অপারেটর-৪
• স্পাের্টস মার্কার-২
• ফায়ার ফাইটার-৪
• মিস্ত্রী ক্লাস-২(মেকানিক্যাল ট্রান্সপাের্ট মেকানিক)-২
• মিস্ত্রী ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক)-২
• ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপাের্ট মেকানিক)-৭
• ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক)-৫
• ট্রেডসম্যান (কার্পেন্টার)-৪
• ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার) -৩
• ট্রেডসম্যান (পেইন্টার)-৫
• ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক) -৬
• ট্রেডসম্যান (জেনারেল মেকানিক) -৪
• ট্রডসম্যান (মেটাল ওয়ার্কার)-৩
• ট্রেডসম্যান (আর্মামেন্ট মেকানিক)-২
• ট্রেডসম্যান (ওয়েল্ডার)-৪
• ট্রেডসম্যান (ওয়্যারলেস মেকানিক)-২
• ট্রেডসম্যান (ফেব্রিক ওয়ার্কার)-২
• ট্রেডসম্যান (ইঞ্জিন মেকানিক) -৪
• মুয়াজ্জিন-১
• দাই-২
• অফিস সহায়ক-২২
• লস্কর-৫৮
• বাবুর্চি-২৬
• লস্কর এন্টি-ম্যালেরিয়া -৩
• লস্কর এয়ারক্রাফট -১১
• মেকানিক্যাল ট্রান্সপাের্ট গ্রীজার -১০
• লস্কর স্পােটস মকির -২
• লস্কর বার্ডশুটার-৪
• ওয়াচম্যান-১০
• লস্কর ওয়ার্ড বয়-১
• ওয়াশার আপ-২২
• মালী -১৪
• ওয়াটার ক্যারিয়ার -১
• আয়া-১
• পরিচ্ছন্নতা কর্মী-১৮
• লস্কর ফায়ার ফাইটার-৬

Bangladesh Air Force civilian job civil circular 2021


বিমানবাহিনী বেসামরিক আবেদন ফরম / Air Force Civilian Application Form


বি.দ্র: ফরমটি যথাযথভাবে পূরণ করে স্বাক্ষর পূর্বক  ০৪ (চার) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র আগামী ৩১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬” ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের নিয়ম

  • বিমান বাহিনী সদর দপ্তর কর্তৃক নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। এই আবেদন ফরমটি পাওয়া যাবে www.baf.mil.bd ওয়েবসাইটে।
  • প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী), ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
  •  প্রার্থীদেরকে আবেদন পত্রের সাথে CENTRAL NON PUBLIC FUND.BAF অথবা “কেন্দ্রীয় বেসরকারি তহবিল” বিএএফ এর অনুকূলে ১০০ ও ৫০টাকা মূল্যের অফেরতযােগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পেঅর্ডার অবশ্যই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সোনালী/জনতা/অগ্রণী/রূপালী/ট্রাস্ট ব্যাংকে পরিশোধযোগ্য হতে হবে।

বাংলাদেশ বিমান বাহিনী অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

যদিও এ নিয়োগটি একটি বেসামরিক নিয়োগ কিন্তু আপনি যদি আবেদন করেন তাহলে আপনিও বাংলাদেশ বিমান বাহিনীর একজন বেসামরিক সদস্য হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কাজ করে যেতে পারবেন।আবেদনের আগে চলুন বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জেনে নেয়া যাক। বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে। আপনি যদি আমাদের এ পোস্টটি পড়েন তাহলে আবেদনের নিয়মাবলী ও বাংলাদেশ বিমান বাহিনী আবেদন ফরম সহ সবকিছু পাবেন।

আপনি যদি আরোও সরকারি, বেসরকারি ও ব্যংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খবরাখবর জানতে চান আমাদের ফেইসবুক পেজে লাইক দিন।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!