বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । army.mil.bd
বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক জব সার্কুলার ২০২১
বাংলাদেশ সেনাবাহিনী সিভিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে । বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০২১ তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করছে।তাই আর দেরি না করে নিচের Bangladesh army civilian job circular 2021 দেখে নিন ও সময় থাকতে আবেদন করে ফেলুন।
বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বেকার ও চাকুরী আশাবাদীদের জন্য এটি খুবই খুশির খবর যে এখন প্রতিদিনেই প্রায় বিভিন্ন রকমের সরকারী, বেসরকারী ও ব্যাংক চাকুরী সহ ভালো বেতনের বিভিন্ন পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে।এরই ধারাবাহিক ভাবে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ওয়েবসাইটের মাধ্যমে চাকুরী বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ৩২৯টি ক্যাটাগরিতে মোট ৮৪০ জনকে চাকুরী দেবে। বিস্তারিত জানার জন্য www.army.mil.bd jobs civilian circular 2021টি দেখুন।
গুরুত্বপূর্ণ তথ্য |
---|
|
চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশের সেনাবাহিনী একটি বেসামরিক জব সার্কুলার প্রকাশ করেছে যদিও এটি অসামরিক নিয়োগ তবুও এ সুযোগটি হাতছাড়া করা ঠিক হবে না। বাংলাদেশের সেনাবাহিনী পদ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা ও সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় শাখা।এ বাহিনীটির প্রধান কর্তব্য হলো বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সেনাবাহিনীর সকল রকমের কাজ কর্ম সশস্ত্র বাহিনী বিভাগের সেনা শাখা দিয়ে নিয়ন্ত্রিত। প্রধান কর্ত্-ব্যের সাথে সব ধরনের জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহযোগীতায় এগিয়ে আসার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী সিভিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ একটি বিশাল নিয়োগ আর এর দ্বারা বহু সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তাই আর সময় নষ্ট না করে নিম্নের Bangladesh army civil job circular 2021 টি বিস্তারিত দেখে নিন।
পদের নাম ও পদ সংখ্যা
- ষ্টোর কিপার-০১
- ফার্মাসিষ্ট-০১
- ল্যাবরেটরি এ্যাসিসট্যান্ট-০৩
- ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট-০১
- সিকিউরিটি ইন্সপেক্টর-০৭
- উচ্চমান করণিক-১০
- হেড মেকানিক-০৩
- ড্রাফটসম্যান-০৩
- হিসাব রক্ষক-০১
- মিল্ক রেকর্ডার-০১
- বয়লার অপারেটর-০২
- সহকারী সুপারভাইজার-০১
- কেমিষ্ট-০১
- ড্রাইভার রিকোভারী-০১
- সহিষ-০২
- কার্পেন্টার-১৬
- ফিটার-০৩
- ষ্টোরম্যান-৩৪
- নিরাপত্তা প্রহরী-৬৫
- বুক বাইন্ডার-০১
- গ্রাউন্ডসম্যান-০১
- ভিউয়ার-০১
- ইনসেমিনেটর-০১
- ফায়ার কু-০২
- পেইন্টার-০৯
- ওয়ার্ডবয়-৩৩
- আয়া-১৫
- টিনস্মীথ-০৯
- জিসি’স অর্ডারলী-২০
- মিল্ক রুম কুলি-০১
- ইলেকট্রিশিয়ান-০৯
- হসপিটাল অর্ডারলী-০১
- বারবার-০৫
- প্যাকার-১২
- মিল্ক ডেলিভারীম্যান-০১
- আপহোলস্টার-০১
- ফায়ারম্যান-২৯
- ইউএসএম-১৪০
- গোয়ালা-০২
- ইলেক্ট এমভী (এসএস-২)-০১
- সার্চার-০২
- মালী-১৯
- টানার-০১
- বাবুর্চি/এনসি (ইউ) বাবুর্চি-৪৬
- পাম্প ড্রাইভার-০২
- প্লান্ট অপারেটর-০১
- ওয়াসারম্যান/ধোপা-১০
- টেইলার (ইউ)/টেইলার-১২
- ফটোকপি অপারেটর-০১
- ব্রিক লেয়ার-০১
- ব্লাকশ্মীথ-০২
- অফিস সহায়ক/বার্তাবাহক-৩৬
- এক্সচেঞ্জ অপারেটর/টেলিফোন অপারেটর-০৪
- ইএন্ডবিআর/এনসি (ইউ) ইএন্ডবিআর-০৯
- পরিচ্ছন্নতা কর্মী/এনসি (ইউ) পরিচ্ছন্নতা কর্মী-৭২
- ভেটেরিনারী ফিল্ড এ্যাসিসট্যান্ট (ভিএফএ)-০৮
- সহকারী বাবুর্চি/এনসি (ইউ) সহকারী বাবুর্চি-১৬
- এন্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর (এএমআই)-০১
- মেসওয়েটার/এনসি (ইউ) মেসওয়েটার-৪২
- সিভিল মেকানিক্যাল ড্রাইভার/সিএমডি/ড্রাইভার/ড্রাইভার এমটি-২২
- ফার্ম লেবার (কাফ এ্যাটেনডেন্ট/কাল্টিভেশন/পরিচ্ছন্নতা কর্মী/ডেইরী পরিচ্ছন্নতা কর্মী)-১০
- অফিস করণিক/অফিস করণিক কাম টাইপিষ্ট/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৭৩
বাংলাদেশ সেনাবাহিনী সিভিলিয়ান বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক আবেদন ফরম
বাংলাদেশ সেনাবাহিনী সিভিলিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে অর্থাৎ সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী সিভিলিয়ান নিয়োগ ২০২১ অনুসারে পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হবে আর আবেদন প্রক্রিয়া চলবে এক মাস ধরে। আবেদনের শেষ দিন আগামী ০৬ ফেব্রুয়ারি ২০২১ ।তাই আর দেরী না করে এখনই আবেদন করে ফেলুন।
আবেদন পদ্ধতি
- প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রশিদ থাকতে হবে এবং নিয়ােগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে।
- ০৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সকল পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ হতে ৩০ বৎসর বয়সসীমার মধ্যে থাকতে হবে। মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন এ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে ২০০/- (দুইশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরৎযােগ্য) এবং প্রার্থীর বর্তমান ঠিকানা (যেই ঠিকানায় ডাকযােগে প্রবেশ পত্র প্রেরণ করা হবে) সম্বলিত একটি ফেরত খাম (দশ টাকার ডাক টিকিটসহ) সংযুক্ত করতে হবে। ডাক যােগাযােগের ঠিকানায় পােষ্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে।
- খামের উপর পদের নাম, নিজ জেলা ও কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যে কোন আবেদনপত্র বাতিল ও সংরক্ষণসহ নিয়ােগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আপনি যদি আরোও সরকারি, বেসরকারি ও ব্যংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খবরাখবর জানতে চান আমাদের ফেইসবুক পেজে লাইক দিন।
আচ্ছা এই যে, ফায়ারম্যান পোস্ট আছে, ঐ টার বিপরীতে তো কোনো আবেদনের ঠিকানা উল্লেখ নয়…. তা হলে কোন ঠিকানায় আবেদন করবো?
আমারও কথা এইটায় কোন ঠিকানায় আমরা আবেদনটা পাঠাব। প্লিজ একটু জানাবেন।