চাকরির নিয়োগ

বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | www.bgb.gov.bd

বাংলাদেশ বর্ডার গার্ড অসামরিক পদে নিয়োগ

বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.bgb.gov.bd -এ। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ উল্লেখিত পদসমূহে ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত SMS পদ্ধিতে রেজিস্ট্রেশন করতে আহবান করা যাচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১-তে উল্লেখিত পদসমূহ কি কি? রেজিস্ট্রেশন পদ্ধতি কি? বা রেজিস্ট্রেশন করতে কি যোগ্যতা থাকা লাগবে? এই পোস্টের মাধ্যমে আজ আমরা এসব প্রশ্নের উত্তর জানবো। এছাড়াও আমরা জানবো, বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুয়ায়ী আবেদন শুরু এবং শেষের সময়কাল এবং এই সম্পর্কিত আরোও বিস্তারিত তথ্য।

বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৫ই জানুয়ারী ২০২১ তারিখে। বরাবরের মতই বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট www.bgb.gov.bd-এ।

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী ১৮টি ক্যাটাগরিতে মোট ২৪৪ জন লোগ নিয়োগ করা হবে। যেখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বিজিবি জব সার্কুলার ২০২১ অনুযায়ী কিছু যোগ্যতা থাকতে হবে এবং নিয়ম-কানুন সম্পর্কে হবে। এই পোস্টের মাধ্যমে আজ আমরা এসব বিষয়েও জানবো।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
  • আবেদন শুরুঃ ১৬ জানুয়ারি ২০২১
  • আবেদন শেষঃ ২২ জানুয়ারি ২০২১
  • আবেদন ফিঃ ১৫০/- টাকা
  • মোট পদ সংখ্যাঃ ২৪৪
  • বয়সঃ ১৮ – ৩০ বছর (সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে)
  • হেল্প ডেস্কঃ ০১৭৬৯৬০০৮৯৮
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ www.bgb.gov.bd

চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ উল্লেখিত পদের নাম ও পদের সংখ্যা।

ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা
০১ ইমাম/আরটি (পুরুষ) ০৩
০২ মোয়াজ্জিন (পুরুষ) ০১
০৩ অফিস সহকারী (পুরুষ) ২১
০৪ মিডওয়াইফ (মহিলা) ০৩
০৫ সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ) ০৫
০৬ গ্রীজার (পুরুষ) ০৪
০৭ সুকানী (পুরুষ) ১৮
০৮ কার্পেন্টানার (পুরুষ) ০৪
০৯ টেইলর (পুরুষ) ০৩
১০ লিফট অপারেটর (পুরুষ) ০১
১১ অফিস সহায়ক (এমএলএসএস)  (পুরুষ) ০৮
১২ প্লাম্বার (পুরুষ) ০৩
১৩ বুট্মেকার (পুরুষ) ০৪
১৪ মালী (পুরুষ) ১০
১৫ বাবুর্চি (পুরুষ) ১০৩
১৬ পরিচ্ছন্নতা কর্মী (পুরুষ/মহিলা) ৩৯
১৭ মেসওয়েটার (পুরুষ) ১২
১৮ মহিলা (আয়া) ০২

 

বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নিচে দেওয়া হলো। বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Download করতে সার্কুলারের নিচের Download বাটনে ক্লিক করুন।


বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যােগ্যতাঃ

১/ বিজিবি জব সার্কুলার ২০২১ -এ উল্লেখিত ক্রমিক নং ১, পদের নাম ইমাম/আরটি -এ আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ২য় বিভাগে উত্তীর্ণ ফাজিল পাস হতে হবে।

২/ ক্রমিক নং ২, পদের নাম মোয়াজ্জিন -এ আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা আলিম পাস হতে হবে।

৩/ ক্রমিক নং ৩ থেকে ৭ পর্যন্ত পদের জন্য আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাস হতে হবে।

৪/ এবং ক্রমিক নং ৯ থেকে ১৮ পর্যন্ত পদের জন্য আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা জেএসসি/সমমান পাস হতে হবে।

শারীরিক যােগ্যতাঃ

উচ্চতাঃ

১/ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম ১.৫২৪ মিটার (৫’-০”)।

২/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম ১.৪২২ মিটার  (৪’-৮”)।

ওজনঃ

১/ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি।

২/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে৩৬.৩৬ কেজি।

তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে  ওজন কম/বেশী হতে পারে।

বুকের মাপঃ

১/ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮ থেকে ৮৬.৩৬ সেঃ মিঃ (৩২” থেকে ৩৪”)।

২/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২০ থেকে ৮১.২৮ সেঃ মিঃ (৩০” থেকে ৩২”)।

উভয় ক্ষেত্রে সম্প্রসারণ- ৫.০৮ সেঃ মিঃ (২” কমপক্ষে)।

দৃষ্টিশক্তিঃ

৬/৬ হতে হবে।

বৈবাহিক অবস্থাঃ

বিবাহিত/অবিবাহিত

বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে আবেদন/রেজিস্ট্রেশন প্রক্রিয়া

বিজিবি জব সার্কুলার ২০২১ অনুযায়ী আবেদনের নিয়ম নিম্নে উল্লেখ করা হলো। আবেদন করার পূর্বে আবেদনকারীকে বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

SMS এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করার নিয়মাবলীঃ

১/ ইমাম/আরটি, অফিস সহকারী ও মোয়াজ্জিন পদে ভর্তিচ্ছুক প্রার্থীগণ যে কোন টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি CAPITAL LETTER এ টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করুন।

BGB<Space>TRADE CODE<Space>SSC BOARD CODE<Space>SSC ROLL<space>PASSING YEAR<space> HSC BOARD CODE<space>HSC ROLL<space>PASSING YEAR<space>HOME DISTIRICT CODE <space>UPAZILLA NAME<Space>FREEDOM FIGHTER CODE লিখে 16222 নম্বরে এসএমএস পাঠান।

২/ সহকারী ওবিএম ড্রাইভার, গ্রীজার, সুকানি, লিফট অপারেটর ও মিডওয়াইফ পদে ভর্তিচ্ছুক প্রার্থীগণ যে কোন টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি CAPITAL LETTER এ টাইপ করে ১৬২২২ নম্বরে SMS প্রেরণ করুন।

BGB<Space>TRADE CODE<Space>SSC BOARD CODE<Space>SSC ROLL<space>PASSING YEAR<space>HOME DISTIRICT CODE <space>UPAZILLA NAME<Space>FREEDOM FIGHTER CODE লিখে 16222 নম্বরে SMS পাঠান।

৩/ কার্পেন্টার, প্লাম্বার, বুটমেকার, টেইলর, অফিস সহয়াক, মালী, মেসওয়েটার, বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী, এবং আয়া পদে ভর্তিচ্ছুক প্রার্থীগণ যে কোন টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি CAPITAL LETTER এ টাইপ করে ১৬২২২ নম্বরে SMS প্রেরণ করুন।

BGB<Space>TRADE CODE*CANIDATES NAME*FATHER’S NAME*MOTHER’S NAME*DISTRICT CODE*UPAZILLA NAME*DATE OF BIRTH*FREEDOM FIGHTER CODE  লিখে 16222 নম্বরে এসএমএস পাঠান।

আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনি না হন FREEDOM FIGHTER CODE স্থলে N লিখুন, হলে M লিখুন।

প্রার্থীদের SMS প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যােগ্য প্রার্থীদেরকে একটি PIN Number সম্বলিত SMS টেলিটক নম্বরে প্রেরণ করা হবে। অযােগ্য প্রার্থীদের অযােগ্যতার কারণ SMS এ উল্লেখ থাকবে।

যােগ্য প্রার্থীদের PIN Number প্রাপ্তির পর ১৫০ টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছুক হলে পুনরায় টেলিটক মােবাইলের Message অপশনে গিয়ে নিম্নবর্ণিত তথ্যগুলি Type করে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।

BGB<space>YES<space> PIN NUMBER space>CONTACT MOBILE NUMBER লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিন।

উদাহরণ : BGB YES 95409812 01XXXXXXXXX-SEND TO 16222

ভর্তি কার্যক্রমের ফি বাবদ ১৫০টাকা কর্তন করা হবে বিধায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটকের প্রিপেইড মােবাইলের ব্যালেন্স SMS প্রেরণ চার্জসহ ন্যূনতম ১৬০ টাকা থাকা আবশ্যক।

দ্বিতীয়বার SMS প্রাপ্তির পর প্রার্থীকে রেজিষ্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন SMS টেলিটক ও প্রার্থীর নিজস্ব মােবাইলে প্রেরণ করা হবে।

শুধুমাত্র কনফার্মেশন Message প্রাপ্ত প্রার্থীগণের SMS এ সরবরাহকৃত নিজস্ব মােবাইল নম্বরে পরবর্তীতে BGB এর রবি, গ্রামীণ কিংবা টেলিটক নম্বর (০১৭২৯০২৪৮৪৮, ০১৫৫২১৪৬১৫০ অথবা ০১৮৪৭১৬৯৭৭৭) এর মাধ্যমে পরীক্ষার স্থান, তারিখ এবং অন্যান্য তথ্যাদি জানিয়ে SMS করা হবে।

রেজিস্ট্রেশন নম্বর হারিয়ে বা ভুলে করনীয়

ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর হারিয়ে বা ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলি Type করে টেলিটক প্রিপেইড মােবাইল হতে 16222 নম্বরে SMS প্রেরণ করুনঃ BGB<space>HELP<space>SSC BOARD CODE<space>SSC ROLL<space>PASSING YEAR<space>HOME DISTRICT CODE<space>UPAZILLA NAME লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করুন।

উদাহরণঃ BGB HELP DHA 405698 2012 40 MIRPUR SEND TO 16222

পরীক্ষায় উপস্থিত হওয়ার তারিখ ও সময় সম্বলিত মেসেজ মুছে বা ভুলে গেলে করণীয়

পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় ও তারিখ সম্পর্কিত Message মুছে গেলে বা ভুলে গেলে যে কোন টেলিটক মোবাইএ নম্বর থেকে Message অপশনে গিয়ে নিম্ন লিখিত তথ্যগুলি Type করে 16222 নম্বরে প্রেরণ করুনঃ

BGB<space>HELP<space>ROLL<space>95GD-301015 SEND TO 16222

উদাহরণ: BGB HELP ROLL 95GD-301015 SEND TO 16222

চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!