চাকরির নিয়োগ

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | www.boesl.gov.bd

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.boesl.gob.bd -এ। অস্ট্রেলিয়ার সনামধন্য কোম্পানিতে জরুরী ভিত্তিতে বোয়েসেল অস্ট্রেলিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ উল্লেখিত ৯টি ক্যাটাগরির ২৭০টি পদে যোগ্য কর্মী নিয়োগ প্রদান করা হবে এবং বিনা খরচে বোয়েসেলের মাধ্যমে সরকারীভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন লিঃ -এ ১২,০০০ মহিলা গার্মেন্টস অপারেটর/ কর্মী নিয়োগ করা হবে। এই পোস্টের মাধ্যমে আজ আমরা এসব বিষয়ে বিস্তারিত জানবো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এর আলোকে।

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে ১৪ জানুয়ারী ২০২১ এবং ১৭ জানুয়ারি ২০২১ তারিখে। বরাবরের মতই বোয়েসেল জব সার্কুলার ২০২১ প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট www.boesl.gob.bd -এ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরী ভিত্তিতে অস্ট্রেলিয়ার সনামধন্য কোম্পানিতে মোট ৯টি ক্যাটাগরির ২৭০টি পদে যোগ্য কর্মী নিয়োগ প্রদান করা হবে। এবং অন্য একটি বিজ্ঞাপন অনুযায়ী, বিনা খরচে জর্ডানের ক্লাসিক ফ্যাশন লিঃ -এ ১২,০০০ মহিলা গার্মেন্টস অপারেটর/ কর্মী নিয়োগ করা হবে।

যোগ্য প্রার্থীগণ আবেদন করতে করতে ইচ্ছুক হলে বোয়েসেল জব সার্কুলার ২০২১ অনুযায়ী কিছু অভিজ্ঞতা থাকতে হবে এবং নিয়ম-কানুন সম্পর্কে জানতে হবে। এই পোস্টের মাধ্যমে আজ আমরা এসব বিষয়েও বিস্তারিত জানবো।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
বোয়েসেল অস্ট্রেলিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী,

  • অনলাইনে আবেদন শুরুঃ চলছে!
  • আবেদন শেষঃ ১৮ মার্চ, ২০২১
  • ক্যাটাগরিঃ 
  • মোট পদসংখ্যাঃ ২৭০
  • বয়সঃ ১৮-৪৫ বছর
  • বেতনঃ আলোচনা সাপেক্ষে
  • আবেদনের লিঙ্কঃ এখানে ক্লিক করুন

বোয়েসেল জর্ডান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী,

  • আবেদন শুরুঃ চলছে! (প্রত্যেক শুক্রবার)
  • আবেদন শেষঃ জানিয়ে দেওয়া হবে
  • মোট পদসংখ্যাঃ ১২,০০০
  • পদঃ মেশিন অপারেটর/ কর্মী
  • বয়সঃ ১৮-৩০ বছর
  • মূল বেতনঃ ১৪,০০০/- টাকা
  • ইন্টারভিয়ের স্থানঃ বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (BGTTC), মিরপুর-২, ঢাকা।

বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোন তথ্যের জন্য,

  • অফিসিয়াল ওয়েবসাইটঃ www.boesl.gov.bd

 

চলমান সকল চাকরির বিজ্ঞপন দেখতে

বোয়েসেল অস্ট্রেলিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদসমূহঃ

চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে পদের নাম ও পদসংখ্যা।

ক্রমিক নং. পদ সংখ্যা
০১ মেকানিকাল ফিটার ৩০
০২ ওয়েল্ডার ৩০
০৩ আইটি ডেভলপার ৩০
০৪ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৩০
০৫ সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট ৩০
০৬ নার্স ৩০
০৭ ডক্টর ৩০
০৮ এজড কেয়ার ৩০
০৯ স্যোশাল ওয়ার্কার ৩০
সর্বমোট= ২৭০

অস্ট্রেলিয়া বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

নিম্নে Download লিঙ্ক সহকারে সার্কুলার দেওয়া হলো। সার্কুলারটি Download করতে সার্কুলারের নিচের “বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন” বাটনে ক্লিক করুন।

Online-এ আবেদন প্রক্রিয়া

Online-এ আবেদন করতে  আপনাকে প্রথমে নিচের “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।

উপরের আবেদন বাটনে ক্লিক করার পর স্ক্রিনে একটি আবেদন ফরম দেখতে পাবেন। আবেদন ফরমটি প্রথমে একবার ভাল করে পড়ে নিন। তারপর সঠিক তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করে Submit করুন। ফরম এ দেওয়া সকল তথ্য অবশ্যই সঠিক ও নির্ভুল হতে হবে অন্যথ্যায় আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না।

বোয়েসেল জর্ডান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

চলুন বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক এবং সাথে আবেদন প্রক্রিয়া ও দেখে নেওয়া যাক।

আবেদন প্রক্রিয়া

শর্তাবলীঃ

আবেদন করার পূর্বে যেসব শর্তাবলী সম্পর্কে জানতে হবে তা হলোঃ

  • গার্মেন্টস এর মেশিন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স ১৮-৩০ বছরের মধ্যে হবে।
  • দৈনিক ৮ ঘন্টা ডিউটি; সপ্তাহে ৬ দিন।
  • ওভারটাইম বাধ্যতামূলক নয়।
  • চাকুরির চুক্তি ৩ বছর (নবায়নযোগ্য)।
  • নিয়োগকর্তা থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিতসা এবং পরিবহনের ব্যবস্থা করবে।
  • চাকুরিতে যোগদান ও ৩ বছর চাকুরি শেষে দেশে ফিরে আসার সময় বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
  • অন্যান্য শর্তাবলী জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
  • যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোন ফৌজদারী মামলা আছে তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়াঃ

আবেদন করতে এই বছরের অর্থ্যাৎ ২০২১ সালের জানুয়ারি মাস থেকে প্রত্যেক শুক্রবার নিম্নে লিখিত ঠিকানায় গিয়ে ইন্টারভিউ দিতে হবে। যদি কোন শুক্রবারে সরকারী ছুটির দিন থাকে তবে উক্ত শুক্রবারে ইন্টারভিউ নেওয়া হবে না।

ঠিকানাঃ বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (BGTTC), মিরপুর-২, ঢাকা।

ইন্টারভিউ এর সময় অবশ্যই সঙ্গে আনতে হবেঃ

  • মূল পাসপোর্ট,
  • নিজের ৪ কপি পাসপোর্ট সাইজ রঙ্গী ছবি,
  • বর্তমান অফিসের পরিচয়পত্র ও হাজিরা কার্ড,
  • শিক্ষাগত যোগ্যতার/ অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

উল্লেখিত কোন চাকরির জন্য দালাল দ্বারা প্রতারিত হবেন না। আপনি যদি যোগ্য প্রার্থী হোন এবং আপনার যোগ্যতা তুলে ধরতে পারেন আপনার চাকরির পাওয়ার সম্ভাবনা খুব বেশী। বোয়েসেল একটি সরকারি সংস্থা। যেকোন ধরণের তথ্যের জন্য সংস্থার সাথে যোগাযোগ করুন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বাংলাদেশের সরকারি একটি মালিকানাধীন সংস্থ্যা। যে জনশক্তি রপ্তানিকারক হিসেবে পরিচিত। বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতির দ্বারা ০৭ (সাত) সদস্যের একটি পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত হয়। যার প্রধান হলেন চেয়ারম্যান এবং একইসাথে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। বর্তমান চেয়ারম্যান হলেন ডক্টর আহমেদ মুনিরুছ সালেহীন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেল ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বোয়েসেল বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি করে থাকে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড -এর রূপকল্প হলো নিশ্চিত এবং নৈতিক অভিবাসন সম্পন্ন করা। এই প্রতিষ্ঠানটি স্বল্প, যৌক্তিক এবং ক্ষেত্রবিশেষে শূন্য অভিবাসন ব্যয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের সকল ধরনের নীতি, লক্ষ্য বাস্তবায়ন করে এবং নিরাপদ অভিবাসনে অগ্রণী ভূমিকা পালন করে।

এক নজরে বোয়েসেল
  • গঠিতঃ ১৯৮৪ সাল
  • সদরদপ্তরঃ ঢাকা, বাংলাদেশ
  • যে অঞ্চলে কাজ করেঃ বাংলাদেশ
  • দাপ্তরিক ভাষাঃ বাংলা
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ www.boesl.gov.bd

 

এই ধরণের আরও চাকরির বিজ্ঞাপন দেখতে

 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

��তামত

  1. কমিউনিটি প্যারামেডিক পদে জাপানে কোন ভাল সুযোগ থাকলে। অনুগ্রহ পূর্বক জানাবেন

  2. স্যার, আমি জানতে চাচ্ছিলাম ২০২১ সালের কোরিয়ান লটারি কখন হবে বা আদৌ হয়েছে কিনা যদি একটু বলতেন।

  3. স্যার আমি জানতে চাইলাম যে,গত মাসে জানলাম যে গ্রেস তার দেশ কৃষি কাজে জন্য বা;লাদেশ থেকে শমিক নিবে আমি জানতে চাইলাম যে,আমি কথায় যোগাযোগ করবো দয়া করে আমাকে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!