জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি

ডিগ্রী ভর্তির ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হয়েছে ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেসনাল ভর্তি বা ডিগ্রি কার্যক্রমের  ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২০মার্চ বিকাল ৪টা থেকে শুরু হতে যাচ্ছে । আবেদনের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রিলিজ স্লিপের আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ।

আবেদন শুরু : ২০/০৩/২০১৮ (বিকাল ৪টা থেকে)

আবেদন শেষ সময়: ২৯/০৩/১৮ (রাত ১২টা পর‌্যন্ত)

আবেদনের লিংক: www.admissions.nu.edu.bd  অথবা nu.edu.bd/admissions

[ অতিরিক্ত ট্রাফিকের কারনে মাঝে মাঝে সার্ভার ডাউন হয়ে যায় । তাই আবেদনের সময় একটি লিংক কাজ না করলে অন্যটি ব্যবহার করতে পারেন]

ডিগ্রীর রিলিজ স্লিপের আবেদন নির্দেশিকাটি ডাউনলোড করুন ।

ডাউনলোড

 

আবদেন ও ভর্তি বিষয়ক অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) এর Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে ।

ডিগ্রী ভর্তি ও আবেদনের সকল খুটিনাটি !

কি কি কারনে আপনি রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন-

  • যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি তারা রিলিজ স্লিপের আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

 

  • শিক্ষার্থী যদি মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি না হয় তবে আবেদন করতে পারবেন।

 

  • যদি শিক্ষার্থী তার ভর্তি বাতিল করে থাকে তবে আবেদন করতে পারবেন।

বিশেষ লক্ষনীয় যে, ২য় পর্যায়ে যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন নিশ্চিত করা হয়েছে তাদের মেধা তালিকায় স্থান পেতে হলে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণীর ১ম রিলিজ স্লিপের আবেদনের প্রক্রিয়া –

  • রিলিজ স্লিপে আবেদনের জন্য প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) এর Applicant Login অপশন থেকে Degree Pass Login ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর রােল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

 

  • রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection option থেকে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করবে এবং সাথে সাথে ঐ কলেজের বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible বিষয়ের তালিকা দেখতে পাবে।

 

  •  এ পর্যায়ে আবেদনকারী তার Eligible বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে। এভাবে একজন প্রার্থী তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে পর্যায়ক্রমে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে পারবে।

 

গুরুত্বপূর্ন তথ্য :

  • আবেদনকারী সর্বোচ্চ পাচটি কলেজ নির্বাচন করতে পারবেন।
  • রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে না।
  • আবেদনের জন্য কোন প্রকার ফি প্রদান | করতে হবে না।
  • রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
  • নির্ধারিত তারিখের পর কোন ভাবেই আবেদন করা যাবে না ।

ভর্তি বিষয়ক তথ্য :

  • ভর্তির জন্য কলেজ কতৃক আবেদন ফরম নিশ্চয়ন করতে হবে।
  • ভর্তির টাকা সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখায় জমা দিতে।
  • ভর্তির জন্য ফিসের হার মোট ৪৮৫ টাকা নির্ধারিত হয়েছে ।
  • ভর্তি বাতিল ফি  ৭০০ টাকা ।

ডিগ্রীর ভর্তি বিষয়ক সকল সম্পর্ক জানতে আবেদন নির্দেশিকাটি ডাউনলোড করুন।

ডাউনলোড

 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!