বিভিন্ন চাকুরী পরীক্ষায় আসা Idiom and Phrase গুলো একসাথে
বিসিএস প্রিলিমিনারী বা রিটেন যাই বলেন সব পরীক্ষাতেই Idiom and Phrase আসতে দেখা যায় তাছাড়া অনান্য প্রতিযোগীতা মূলক পরীক্ষাতেও Idiom and Phrase আসে তাই Idiom and Phrase নিয়েই আমাদের আজকের আয়োজন।
বিভিন্ন চাকুরী পরীক্ষায় আসা Idiom and Phrase গুলো একসাথে
যেকোনো চাকুরীর পরীক্ষার জন্য ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয় ।MCQ এবং লিখিত পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে পারাটা আবশ্যক ।আমাদের অনেকেরই ইংরেজি ভীতি রয়েছে এবং তা চর্চার অভাবে দিনদিন আরও বৃদ্ধি পায় । আপনি যদি দৈনিক কিছু সময় ইংরেজির পেছনে ব্যয় করেন তবে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জড়তা কেটে গেছে । আপনাদের ইংরেজী প্রস্তুতিকে আরোও সহজ করতে আজ আমরা নিম্নে Idiom and Phrase নিচে প্রদান করেছি সুতরাং দেরি না করে এখনই পড়ে ফেলুন।
- A man of letters-পন্ডিত ব্যক্তি
- A man of straw-দুর্বলচিত্তের লোক
- A round dozen-পূর্ণ ডজন বা ১২টি
- An apple of discord-বিবাদের বিষয়
- As though-যেন
- At a loss-হতবুদ্ধি
- A castle in the air-আকাশকুমুস কল্পনা
- A square pig in a round whole-অনুপযুক্ত
- ABC-প্রাথমিক জ্ঞান
- All in-পরিশ্রান্ত
- After one’s own heart-মনের মতো
- An axe to grind-সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ
- At arm’s length-নিরাপদ দূরত্ব
- Benefit of the doubt-সন্দেহাবসর
- Burning question-গুরুত্বপূর্ণ বিষয়
- By dint of-বদৌলতে
- By fits and starts-অনিয়মিতভাবে
- Bring to pass-কোন কিছু ঘটা
- Bolt from the blue-বিনা মেঘে বজ্রপাত
- Bottom line-সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
- Black and blue-নির্মমভাবে
- Black sheep-কুলাঙ্গার
- Cry in the wilderness-অরণ্যে রোদন
- Call to mind-স্মরণ করা
- Come to terms-ঐকমত্যে পৌছা
- Cast aside-বাতিল করা
- Draw the line-সীমারেখা নির্ধারণ করা
- Dilly dally-সময় অপচয়
- Dog days-সবচেয়ে গরমের দিন
- Day after day-দিনের পর দিন
- Down to earth-বাস্তবিক
- Eat humble pie-অপমান হজম করে ক্ষমা চাওয়া
- End in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া
- Few and far between-কদাচিত
- Flesh and blood-রক্তমাংসের দেহ
- For good-স্থায়ীভাবে
- Fool’s paradise-বোকার স্বর্গ
- Fresh blood-নতুন সভ্য
- Gift of the gab-বাগ্নিতা
- Get along-কারো সাথে সুসম্পর্ক থাকা
- Give in-বশ্যতা স্বীকার করা
- Half a chance-সামান্য সুযোগ
- Hand in glove-ঘনিষ্ঠ
- Hold water-পরীক্ষায় টিকে থাকা
- Heart and soul-সর্বান্তকরণে
- In cold blood-ঠান্ডা মাথায়
- In case-যদি
- In addition to-অধিকন্তু
- In order that-যাতে
- In black and white-লিখিতভাবে
- Kith and kin-আত্মীয়
- Look forward to-ভালো কিছু আশা করা
- Let loose-বল্গাহীনভাবে ছেড়ে দেয়া
- Make a case-যুক্তি দেখানো
- Make hay while the sun shines-ঝোপ বুঝে কোপ মারা
- Maiden speech-প্রথম বক্তৃতা
- Make up one’s mind-মনস্থির করা
- Make good-ক্ষতিপূরণ করা
- Null and void-বাতিল
- Out of the question-অসম্ভব
- Out and out-সম্পূর্ণরুপে
- Open secret-যে গোপন সর্বজন বিদিত
- Pick a quarrel with-ঝগড়া বাধানো
- Pros and cons-খুটিনাটি
- Put heads together-একমত হওয়া; একত্রে বসে পরামর্শ করা
- Pass away-মারা যাওয়া
- Put up with-সহ্য করা
- Raise one’s eyebrow-চোখ কপালে ওঠা, বিস্মিত হওয়া
- Red handed-হাতে নাতে
- Rank and file-সাধারণ সৈনিক
- Spare no pains-যথাসাধ্য সব কিছু করা
- Swan song-শেষ কর্ম
- Soft soap-তোষামোদ করা
- Sorry figure-কৃতিত্ব দেখাতে না পারা
- Tell upon-ক্ষতি করা
- Three score-ষাট
- Through and through-সম্যকভাবে
- To smell a rat-সন্দেহ করা
- Take a fancy to-ভালো লাগা
- Take into account-বিবেচনা করা
- Through thick and thin-বিপদে আপদে সব অবস্থাতেই
- To do away with-ত্যাগ করা
- Turn over a new leaf-নতুন অধ্যায়ের সূচনা করা
- To end in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া
- To get along with-কারো সাথে সুসম্পর্ক থাকা
- To meet trouble half way-হতবুদ্ধি হওয়া
- Up and doing-উঠে পড়ে লাগা
- White elephant-কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক
- With a good grace-সানন্দে
- With a view to-উদ্দেশ্যে
- Worth one’s while-যথার্থ মূল্য দেয়া