জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৮-১৯ । ডি ইউনিট (সকল শাখা)
jnu.ac.bd
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ ভর্তি বিজ্ঞপ্তি
এবার “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৮-১৯ । ডি ইউনিট (সকল শাখা)” নামে কোন ইউনিট থাকছেনা। “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ ভর্তি বিজ্ঞপ্তি ” “jnu.ac.bd/” ওয়েবসাইটে প্রকাশিত হয় । চলুন দেখে নেয়া যাক “জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার ২০১৮-১৯”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি গুরুত্ত্বপূর্ন তারিখ ও সময়ঃ
প্রাথমিক আবেদনের সময়ঃ ০৫-০৮-১৮ তারিখ বেলা ১২.০০ থেকে ২৭-০৮-১৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত
বাছাই কৃত শিক্ষার্থীদের ফি প্রদানের সময় কালঃ ৩১-০৮-২০১৮ বেলা ১২.০০ টা থেকে ১৫-০৯-২০১৮ তারিখ রাত ১২.০০ টা
ভর্তি পরীক্ষার সময়সূচীঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
যে সকল পরীক্ষার্থী ২০১৫ বা ২০১৬ সালে এসএসসি এবং ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন তারাই কেবল মাত্র আবেদন করতে পারবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধ ও মানবন্টনঃ
মোট নাম্বার – ১০০ (লিখিত পরীক্ষা ৭২ এবং জিপিএ ২৮)
জিপিএ ২৮
এসএসসি * ২.৪ ও এইচএসসি * ৩.২০
লিখিত – ৭২
ইউনিট – ১ বিজ্ঞান শাখাঃ পদার্থ – ২৪ ,রসায়ন – ২৪ , গণিত/জীববিজ্ঞান – ২৪ মোট ৭২
ইউনিট – ২ মানবিক শাখাঃ বাংলা-২৪ , ইংরেজী – ২৪ , বাংলাদেশ ও সমসাময়িক বিশ্ব এবং সাধারন বুদ্ধিমত্তা – ২৪
ইউনিট – ৩ বানিজ্য শাখাঃ হিসাব বিজ্ঞান – ২৪ , ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,ব্যসায় নীতি ও প্রয়োগ এবং গানিতিক বুদ্ধিমত্তা – ২৪ ,ভাষাজ্ঞান – ২৪
***প্রতিটি বিষয় থেকে ৬ টি করে মোট ১৮ টি প্রশ্ন থাকবে যার প্রত্যেকটির মান ৪।
***সঙ্গীত, চারুকলা ,নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানবন্টন নিম্ন রূপঃ
এসএসসি জিপিএ * ৪ = ২০
এইচএসসি জিপিএ * ৬ = ৩০
ব্যবহারিক ও মৌখিক = ৫০
মোট ১০০ নম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন পদ্ধতিঃ
আবেদন হবে ২ ধাপে,
ধাপ – ১ প্রথমিক আবেদনঃ
এই ধাপে সবাই আবেদন করতে পারবে । কিন্তু আবেদন কারীদের ভিতর থেকে ৩০ হাজার জনকে পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে। চলুন দেখি বিস্তারিত
,
ধাপ -২ বাছাই কৃত ৩০ হাজার জনের জন্যঃ
***সঙ্গীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম ও টেলিভিশন বিভাগের জন্য আবেদন পদ্ধত্তিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফী প্রদানের পদ্ধত্তিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটঃ
https://www.jnu.ac.bd/
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ পরীক্ষা দেবার আগে যা যা জানা প্রয়োজনঃ
১.যেকোন প্রকার ডিভাইস আনা নিষিদ্ধ।
ডাউনলোড করুন “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ ভর্তি বিজ্ঞপ্তি”
[button color=”blue” size=”medium” link=”https://drive.google.com/open?id=1M9WAJm8-ExTVDdCoUY_nfXPde-YI7oby” icon=”” target=”false” nofollow=”false”]ডাউনলোড[/button]