বেসিক ইংরেজী কোর্স

Right From of Verbs পরিবর্তনের সহজ নিয়ম (Part -3)

Right From of Verbs পরিবর্তনের যত সহজ নিয়ম আছে তা নিয়ে আজ আলোচনা করব । গত দুইটি পর্বে  Right From of Verbs এর ২৭ টি নিয়ম বিস্তারিত আলোচনা করা হয়েছে । আজ আরও ১৭ টি নিয়ম সহজভাবে আলোচনা করা হল । আপনি যদি কোনভাবে গত পর্বগুলো না পেয়ে থাকেন তবে নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

Right From of Verbs পরিবর্তনের সহজ নিয়ম (Part -3)

Rule-28 : While যুক্ত Sentence এ While এর পরে verb থাকলে verb এর সঙ্গে ing যোগ হয় । আবার while এর পরে Subject থাকলে While এর অংশটি past continuous tense হয়

☄  While (take) dinner, he received the phone.

Ans: While taking dinner, he received the phone


Rule -29 : Lest দ্বারা দুটি clause যুক্ত থাকলে lest- এর পরবর্তী Subject এর সঙ্গে Auxiliary verb should /might বসে ।

☄  Read attentively lest you (fail) in the examination.

Ans: Read attentively lest you should fail in the examination.

Rule -30 : Would that দ্বারা Sentence শুরু হলে Subject এর পরে Could বসে এবং মূল verb এর present form হয় ।

☄  Would that I (be) bird.

Ans: Would that I could be a bird


Rule-31 : Titles, Name, phrase of measurement দেখতে plural হলে Singular verb হয় ।

☄  Thirty miles (to be ) a long way .

Ans : Thirty miles is a long way

☄  Star wars (to be) an excellent movie .

Ans : Star wars is an excellent movie

Rule -32 : কোনো Sentence It দ্বারা শুরু হলে পরবর্তী verb singular হয় ।

☄  It (to be) difficult to do

Ans : It is  difficult to do


Rule -33 : কোনো Sentence যদি Introductory There দ্বারা শুরু হয় এবং তার পর Singular number থাকে তবে there এর Singular verb হয় । আর যদি there এর পরে plural Number থাকে তবে plural verb হয় ।

☄  There (to be ) a big river beside our village

Ans: There was a big river beside our village

☄  There (to be ) a lot of work left for us .

Ans: There were a lot of work left for us .

Rule -34 : Let, had rather ,had better ,would better , do not, does not ,ইত্যাদির পরে verb এর present form হয় ।

☄  I would rather die than (beg)

Ans: I would rather die than beg


☄  Would you let me (go ) there ?

Ans: Would you let me go  there ?

Rule -35 : If যুক্ত Clause এর প্রথম অংশে Present Indefinite tense হলে পরের অংশে Future Indefinite হয় অর্থাৎ Structure টি হয় (If +present Indefinite+Future  Indefinite )

☄  If you work hard, you (prosper) in life .

Ans: If you work hard , you prosper in life .

Rule-36: If যুক্ত clause এর প্রথম অংশ past  indefinite tense হলে পরে অংশ subject এর পরে Would /could /might বসে এবং verb এর present form হয় । অথবা , Structure টি হয় If +past indefinite + ( Subject+would/could/might +verb এর present form হয় |

☄  If he agreed, I (give) the money.

Ans: If he agreed, I give the money.


Rule -37 : If যুক্ত Clause এর প্রথম অংশ past perfect tense হলে পরের অংশ Subject এর পরে Would have /could have / might have বসে এবং verb এর past participle form হয়।

☄  If you had finished it sincerely, you (get) a profit.

Ans: If you had finished it sincerely, you would have got a profit.

Rule -38 : Infinitive to এর পরে verb এর present form হয় ।

☄  She went to new Market to (buy)  a dress.

Ans : She went to new Market to bay  a dress

☄  We have come here to (see) his ailing mother .

Ans: we have come here to see his ailing mother .


Rule-39 : Preposition এর পরের verb এর সঙ্গে ing  যুক্ত হয় ।

☄  He is now engaged in (read) .

Ans: He is now engaged in reading.

Rule -40 : Can not help , could not help ,look forward to ,with a view to , get used to , mind , would you mind , worth , past ,addicted to devoted to ,owing to , due to ইত্যাদির পরে verb এর সঙ্গে ing  যুক্ত হয় ।

☄ He came to Dhaka with a view to (find) a job.

Ans: He came to Dhaka with a view to (finding) a job.

Rule -41 : Interrogative Sentence যদি Who , why, which ,when, where , whose , how ইত্যাদি question word দিয়ে শুরু হয় তাহলে Subject এর আগে tense ও person অনুযায়ী Auxiliary verb ব্যবহার করতে হবে ।

☄ Why he (look ) so happy ?

Ans : Why dose he look so happy ?

Rule-43 : সাধারনত নিচের verb গুলোর পরে gerund বসে । যেমন admit, enjoy ,report ,appreciate, finish , recent , avoid , mind , resist , miss, resume, consider , postpone, risk , delay , practise ,suggest , escape , imagine , save , recall, prevent , propose , stop, deny , quit , ইত্যাদি ।

☄ We enjoy (watch ) tv.

Ans: We enjoy watching Tv.

☄  Students have finished (write ) the exam .

Ans: Students have finished writing the exam .


Rule-44 : Main Clause এর verb টি past tense এর হলে এবং পরের অংশে next day , next week , next month , next year ইত্যাদি উল্লে থাকলে Subject এর পরে would / should বসে এবং verb এর present form হয় ।

☄  He said that he ( go ) home the next day .

Ans : He said that he would go home the next day



ইংরেজী গ্রামারের সহজ নিয়মকানুন ‍ও ইংরেজীতে দক্ষতা বাড়ানোর বিভিন্ন টিপস পেতে  আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!