বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট পাচটি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়, তারমধ্যে  চ ইউনিট অন্যতম । চারুকলা অনুষদে যারা ভর্তি হতে চাও তারা এই ইউনিটে পরীক্ষা দিবে । তোমরা হয়ত অনেকেই জান না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কোন বিষয় রয়েছে এবং কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কিভাবে হয় । আজকে তোমাদের জন্য রয়েছে  ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট সার্কুলার রিভিউ।

ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি

ঢাবি চারুকলা অনুষদ বা চ ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন ।

গুরুত্বপূর্ণ তথ্যাবলী
সাধারণ জ্ঞান পরীক্ষা +অঙ্কন/ ড্রয়িং পরীক্ষা

তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৫

সময়ঃ সকাল ১১.০০ থেকে ১২.৩০

অন্যান্য

আবেদন ফি: ১২৫০

মোট আসন: ১৩০

মূল বিজ্ঞপ্তি

আবেদন যোগ্যতা

  • যে সকল ছাত্র/ছাত্রী ২০২০  থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৫  সনে উচ্চ মাধ্যমিক (মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কৃষি বিজ্ঞান) পাশ করেছে তারা আবেদন করতে পারবে।
  • উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৬.৫০ আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে কোন পরীক্ষাতে ৩.০০ এর কম জিপিএ থাকলে আবেদন করতে পারবেন না।

ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা ২টি অংশে অনুষ্ঠিত হবে – সাধারণ জ্ঞান ৪০ + অঙ্কন (ফিগার ড্রয়িং) ৬০ = ১০০ নম্বর।

প্রাথমাংশ – সাধারণ জ্ঞান পরীক্ষাঃ

MCQ পদ্ধতির পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজীসহ চারুকলার বিভিন্ন বিভাগ সম্পর্কিত বা বিষয় ভিত্তিক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলি প্রভৃতি বিষয় প্রশ্ন থাকবে।

‘সাধারণ জ্ঞান’ – পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কর্তন করা হবে।

পাশ নম্বর

‘সাধারণ জ্ঞান’ ও ‘অঙ্কন’ (ফিগার ড্রয়িং) দুইটি পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের ৪০% পাশ নম্বর হিসেবে গণ্য করা হবে।

আসন সংখ্যা

বিষয়

আসন সংখ্যা

অঙ্কন ও চিত্রায়ন

২৫

প্রিন্টমেকিং

১২

কারুশিল্প

১৫

ভাস্কর্য

১০

গ্রাফিক ডিজাইন

২৫

প্রাচ্যকলা

১৫

সিরামিক

১০

শিল্পকলার ইতিহাস

১৮

মোট আসন

১৩০

ঢাবি চ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

image
image


image

image

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক তথ্য ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি বইয়ের বিভিন্ন আপডেট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের (admin@admissionwar.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!
Play sound