কলেজ ভর্তি

হলি ক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

হলিক্রস এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬। হলি ক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে www.hccbd.com প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন । এই পোষ্টে হলিক্রস ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি, আবেদন ফি জমাদান ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে ।

হলি ক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

হলি ক্রস কলেজ হল মেয়েদের জন্য একটি ক্যাথলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যা বাংলাদেশের ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত।  এটি ১৯৫০ সালে সিস্টারস অফ দ্য হলি ক্রস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে হলি ক্রস কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য সদয় অনুমতি প্রদান করেন। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

Overview
আবেদন শুরু: ৩০ জুলাই, ২০২৫

আবেদন শেষ: ০৩ আগষ্ট, ২০২৫

আবেদনের ফি: ৪০০

EIIN: 131962 

মোট আসন সংখ্যা: ১৩২০

ভর্তি বিষয়ক ওয়েবসাইট: www.hccbd.com

ভর্তিযোগ্য আসন সংখ্যা

বিভাগ 

আসন সংখ্যা

বিজ্ঞান ৭৮০
মানবিক ২৬০
ব্যবসায় শিক্ষা ২৮০

আরও পড়ুন: ঢাকার শীর্ষ কলেজসমুহের আসন সংখ্যা সহ ভর্তির বিস্তারিত তথ্য 

ভর্তির আবেদন ন্যূনতম যোগ্যতা

  • বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত। (এসএসসিতে অবশ্যই Higher Math ও Biology থাকতে হবে।)
  • মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ হতে ৫.০০ প্রাপ্ত ।
  • ব্যবসায় শিক্ষা: এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ হতে ৫.০০ প্রাপ্ত ।

বিভাগ পরিবর্তন

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও মানবিক বিভাগে ভর্তির আবেদন করতে পারবে। বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদন করতে পারবে ।

আরও পড়ুন: নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি আবেদন পদ্ধতি

ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে, আগামী ৩০ জুলাই, ২০২৫ হতে ০৩ আগষ্ট, ২০২৫ তারিখ রাত ১২টার মধ্যে https://sites.google.com/view/hcca/ লিংক-এ ক্লিক করে অথবা কলেজ ওয়েবসাইট www.hcc.edu.bd – এ Admissions > Admission Application-এ ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের (bKash) মাধ্যমে চার্জসহ মোট ৪০০/- (চারশত টাকা) টাকা জমা দিয়ে ফর্ম Submit করতে হবে। আবেদন ফর্ম ও Permit Slip ডাউনলোড দিয়ে প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে। পরবর্তী সময়ে ভর্তি সংক্রান্ত যেকোন কাজে Permit Slip অবশ্যই সঙ্গে আনতে হবে ।

১। অনলাইনে ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় সঠিক ও নির্ভুল তথ্য দিতে হবে। কোন ভুল তথ্য প্রদান করলে ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে। ভর্তি হওয়ার পরও যদি প্রদত্ত তথ্য ভুল প্রমাণিত হয়, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিল করার অধিকার রাখেন ।
২। ভর্তি আবেদন ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্য প্রদান করতে হবে।
৩। আবেদন ফর্মে আবেদনকারীর সদ্য তোলা ছবি আপলোড দিতে হবে (মুখাবয়ব দৃশ্যমান হতে হবে)।
৪। আবেদন ফর্মে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট (জিপিএ) দিতে হবে।
৫। প্রাপ্ত A+ এর সংখ্যা: অনলাইন ট্রান্সক্রিপ্ট – এর প্রথম ১০টি বিষয়ে প্রাপ্ত A+ এর সংখ্যা (i. ফিজিক্যাল এডুকেশন ও ii. ক্যারিয়ার এডুকেশন ব্যতিত)

ভর্তি পরীক্ষা

এসএসসি পরীক্ষা – ২০২৫ এর  সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট নেয়া হবে। হলিক্রস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ অনুযায়ী, বিজ্ঞান বিভাগের সিলেকশন টেস্ট ০৮ আগষ্ট, ২০২৫(শুক্রবার) এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট ০৯ আগষ্ট, ২০২৫ (শনিবার) অনুষ্ঠিত হবে ।

আরও পড়ুন: একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বই ডাউনলোড করুন

লিখিত পরীক্ষার বিষয়সমূহ

  • বিজ্ঞান বিভাগ– বাংলা, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
  • মানবিক বিভাগ– বাংলা, ইংরেজি, সাধরণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান ।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ– বাংলা, ইংরেজি, সাধরণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান ।

ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় কাজগপত্র

সিলেকশন টেস্টের দিন নিম্নলিখিত আগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে-

১) ডাউনলোডকৃত আবেদন ফর্ম (বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত),

২) Permit Slip এর কপি,

৩) এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইন ট্রান্সক্রিপ্ট এর কপি। (সবগুলো একত্রে স্ট্যাপলার
করে ডান পাশের কোণে Application ID No. লিখে আনতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিবে।)

৪) কলম, পেন্সিল, ইরেসার ও ফেল একটি Clear File – এ আনতে হবে।

হলিক্রস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬



ভর্তি ফলাফল

এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও সিলেকশন টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, প্রত্যন্ত এলাকার স্কুল এর শিক্ষার্থীদের মেধা অনুযায়ী বিবেচনা করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল কলেজ ওয়েব সাইট (www.hcc.edu.bd) ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ফলাফল, চূড়ান্ত ভর্তির তারিখ ও সময় সিলেকশন টেস্টের দিন জানানো হবে।

অন্যান্য তথ্য

বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই। সেশন চলাকালীন সময়ে কারো বিয়ে হলে তাকে টি.সি. দেয়া হবে (বাল্য বিবাহ আইনত অপরাধ)। কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান করা, শরীরচর্চা ও সহ-পাঠক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এ সকল বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নাই।

বিশিষ্টজন যারা হলিক্রসে পড়াশোনা করেছেন

প্রাক্তন নাম উচ্চতা
শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার
ডাঃ দিপু মনি শিক্ষামন্ত্রী
ডাঃ রুবানা হক সভাপতি, বিজিএমইএ
সুবর্ণা মোস্তফা অভিনেত্রী
ড.মিরজাদী সাবরিনা ফ্লোরা পরিচালক, আইইডিসিআর

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের (admin@admissionwar.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

১টি মতামত

  1. ভর্তি পরীক্ষার সকল তথ্য জানানো হয় উক্ত সাইটে। তাই এই সাইটকে অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!