সাজেশন

এইচএসসি অর্থনীতি ১ম পত্রের সাজেশন ।

সামনে এইচএসসি পরীক্ষা তাই সবাই নিজের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত। সবাই পরীক্ষার আগে সব বিষয় আর একবার ঝালাই করে নিচ্ছে । আসলে পরীক্ষার বেশ কিছু দিন আগে থেকে সকল বিষয়ের দূর্বলতাগুলো কাটিয়ে উঠা বেশ জরুরী । আজকে আমরা এইচএসসি অর্থনীতি ১ম পত্র নিয়ে আলোচনা করব।

কিছু পরামর্শ :

পরীক্ষায় সব বিষয়ই সমান গুরুত্বপূর্ণ । তাই চেষ্টা করবে সকল বিষয়কে সমানভাবে গুরুত্ব দিতে । অনেক শিক্ষার্থীর মধ্যেই অর্থনীতি নিয়ে একটা বিশেষ ভীতি লক্ষ্য করা যায় । তারা বিভিন্ন লেখচিত্র ও টুকটাক কিছু বিষয় দেখে এটাকে অনেক ভয় করতে শুরু করে। ভয়ের কিছু নেই তুমি একটু সময় নিয়ে বস দেখবে সব সহজ মনে হবে । আর একটি আশার বাণী হল, অর্থনীতি ১ম পত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো পড়লেই কিনা যথেষ্ট । কিছু কমন প্রশ্ন আছে এক বছর পরপর ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাই এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই । তোমার প্রস্তুতিকে সহজ করতে আমরা আজকে অর্থনীতি ১ম পত্রের কিছু ‍ গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দিব । আশা করি এগুলো থেকেই কমন পড়বে । তাহলে দেখে নেওয়া যাক, এইচএসসি অর্থনীতি ১ম পত্রের সাজেশনটি –

এইচএসসি অর্থনীতি ১ম পত্র সাজেশন

hsc_economics_suggestion1

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন 

ইংরেজী ১ম এবং ২য় পত্র সাজেশন (এইচএসসি)

hsc_economics_suggestion_pdf

এইচ.এস.সি প্রস্তুতি-২০১৮ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

hsc_economics_suggestion4

এইচএসসি নবদূত টেস্টপেপার ২০১৮ ডাউনলোড করুন।

hsc_economics_suggestion5

শেষ মুহুর্তের প্রস্তুতি কিভাবে নিবে(এইচএসসি-2018)

hsc_economics_suggestion6

এইচএসসি অর্থনীতি ১ম পত্রের সাজেশনটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিন ।

[button color=”red” size=”small” link=”https://www.admissionwar.com/blog/wp-content/uploads/2018/03/hsc_economics_suggestion.pdf” ]ডাউনলোড[/button]

আমাদের ওয়েব সাইটের সকল আপডেট পেতে আমাদের ফেইজবুক পেইজে চোখ রাখুন।

 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!