৮ম শ্রেণীর বিজ্ঞান আমাদের ল্যাবরেটরি সমাধান ২০২৪
আমাদের ল্যাবরেটরি অধ্যায়টির সমাধান ও পিডিএফ দেওয়া হল এবং এটি হল মাধ্যমিক ও দাখিল বিজ্ঞান অনুশীলন বইয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়, আমাদের পোষ্টটি মনযোগ দিয়ে পড় ও নিচের লিংক থেকে ৮ম শ্রেণীর বিজ্ঞান আমাদের ল্যাবরেটরি (নতুন বই অনুসারে) নতুন কারিকুলামে পিডিএফ ডাউনলোড কর।
৮ম শ্রেণীর বিজ্ঞান আমাদের ল্যাবরেটরি সমাধান ২০২৪
বিজ্ঞানীদের গবেষণাগারে কত কিছু থাকে দেখেছ? কেমন হতো যদি তোমাদের নিজেদের এরকম একটা গবেষণাগার থাকত যেখানে নানা ধরনের উপকরণ দিয়ে তোমরা সত্যিকারের বিজ্ঞানীদের মতো সব এক্সপেরিমেন্ট করে দেখতে পারতে? এই অভিজ্ঞতায় তোমাদের ক্লাসরুমকেই কীভাবে একটা গবেষণাগার হিসেবে গড়ে তোলা যায় চলো দেখা যাক! নিশ্চয়ই ভাবছ, ল্যাবরেটরি বানাতে কত কিছু লাগে, এত কিছু পাওয়া যাবে কী করে? সত্যি বলতে, আমাদের বাসাবাড়িতে বা প্রাত্যহিক প্রয়োজনে আমরা যা যা ব্যবহার করি তার মধ্য থেকেই বেছে নেয়া যাবে আমাদের ল্যাবরেটরির দরকারি সব উপকরণ। চলো শুরু করা যাক!
এ অধ্যায়ের সম্পুর্ণ সমাধান পেতে নিচের বাটনে ক্লিক করুন
আমাদের ল্যাবরেটরি সমাধান ২০২৪
বিজ্ঞানের গবেষণা মানেই বড়ো বড়ো গবেষণাগার, সেখানে অ্যাপ্রন পরে সব বিজ্ঞানী ছোটাছুটি করছে এমন একটা ছবিই তো মনে ভেসে ওঠে, তাই না? কিন্তু দামি দামি যন্ত্রপাতি আর বিশাল ল্যাবরেটরি ছাড়া কি বৈজ্ঞানিক গবেষণা সম্ভব নয়? ইতোমধ্যেই তোমরা জানো, আমাদের দৈনন্দিন ব্যবহার্য উপকরণ দিয়েই দারুণ সব পরীক্ষণ করা সম্ভব। উপরের ক্লাসে উঠে তোমরা পদার্থবিজ্ঞান, রসায়ন আর জীববিজ্ঞানের অনেক জটিল জটিল পরীক্ষণ হয়তো করবে, সত্যিকারের বড়ো গবেষণাগারে কাজের অভিজ্ঞতাও হয়তো অনেকেরই হবে। এই মুহূর্তে যেহেতু সেটা সম্ভব নয়, আমাদের দৈনন্দিন ব্যবহারের সুলভ উপকরণ জোগাড় করেই একটা ক্ষুদে গবেষণাগার তৈরি করলে কেমন হয়? এই শিখন অভিজ্ঞতায় এই কাজটাই তোমরা করবে। আপাতত আমাদের এই ল্যাবে মূলত হবে রসায়নের নানা গবেষণা, সেটি মাথায় রেখেই গবেষণাগার সাজাতে হবে।