ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কামিল ফলাফল ২০২৪ – result.iau.edu.bd
বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২২ এর রেজাল্ট । কামিল ফলাফল ২০২৪ বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইট result.iau.edu.bd এ প্রকাশ করা হয়েছে ।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কামিল ফলাফল ২০২৪
একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে অনুষ্ঠিত কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। কামিল ফলাফল result.iau.edu.bd সাইট থেকে পাওয়া যাবে ।
আজ কামিল ১ম ও ২য় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। নিচের লিংক থেকে ফলাফল দেখে নিন।
নোটিশ
কামিল রেজাল্ট ২০২৪
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কামিল ফলাফল দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন –
- প্রথমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ফলাফলের অফিসিয়াল ওয়েবসাইট result.iau.edu.bd তে যান।
- তারপরে “ছাত্র ফলাফল” বা “মাদ্রাসা ফলাফল” অপশন নির্বাচন করুন।
- ক্লাস হিসেবে Kamil নির্বাচন করুন।
- পরীক্ষার বছর হিসেবে “2022” নির্বাচন করুন।
- রেজিস্ট্রেশন নম্বর লিখুন (যেমনঃ 123456789)
- প্রদর্শিত ছবির অনুযায়ী captcha লিখুন।
- শেষে “ফলাফল” অথবা “সাবমিট” ক্লিক করুন।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। যে সকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত (Withheld) রয়েছে, তাদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে প্রকাশ করা হবে। বি:দ্র: স্থগিত (Withheld) ফলাফলের জন্য কোন আবেদন করার প্রয়োজন নেই ।