এইচএসসি ইসলামের ইতিহাস এসাইনমেন্ট নমুনা সমাধান ২০২১
২০২১ সালের এইচ এস সি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর । এইচএসসি ইসলামের ইতিহাস এসাইনমেন্ট সমাধান আমাদের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে । পরীক্ষার্থীদের জন্য পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে ০২(দুই) সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) জন্য ২৩টি বিষয়ের এসাইনমেন্ট দেওয়া হয়েছে ।
সুহৃদ,
অতিমারির কারণে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) কর্তৃক পরিচালিত সাময়িক বিকল্প শিক্ষা কার্যক্রম “ এসাইনমেন্ট ”। এসাইনমেন্ট শব্দটি স্নাতক/স্নাতোকত্তর সহ শিক্ষার উচ্চ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের কাছে পরিচিত একটি পদ্ধতি হলেও মাধ্যমিক ও নিম্নস্তরের শিক্ষার্থীদের কাছে এটি একেবারেই নতুন। দীর্ঘ ৫ বছর ধরে বাংলাদেশের প্রায় সকল স্তরের শিক্ষার বিভিন্ন প্রকার সঠিক তথ্য ডিজিটাল উপায়ে সরবরাহের ধারাবাহিকতায় এডমিশনওয়্যার(admissionwar) এসাইনমেন্টের ক্ষেত্রেও বিভিন্ন প্রকার তথ্য যেমনঃ এসাইনমেন্ট সম্পর্কিত আপডেট ও এসাইনমেন্টের এর নমুনা উত্তর সরবরাহ করে আসছে।
কিন্তু, সম্প্রতি আমরা আমাদের ফেসবুক পেইজ সহ বিভিন্ন মাধ্যম হতে জানতে পেরেছি শিক্ষার্থীরা এই নমুনা উত্তর দেখে দেখে হুবহু লিখছে।
এসাইনমেন্ট এর নমুনা উত্তরের কৈফিয়তঃ
যেহেতু মাউশির-র এই এসাইনমেন্ট কার্যক্রমটি মাধ্যমিক ও নিম্নস্তরের শিক্ষার্থীদের জন্য সম্পুর্ণ নতুন তাই তারা যাতে এই নমুনা উত্তর দেখে দিক নির্দেশনা নিতে পারে , এসাইনমেন্ট কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে এবং এই করোনা কালীন দুঃসময়ে তারা যেন(বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা) চলমান শিক্ষা কার্যক্রম সম্বন্ধে সম্যক অবগত থাকে তারই ক্ষুদ্র প্রয়াস আমাদের।
দায় অস্বীকারঃ
কলম থেকে শুরু করে তলোয়ার। পৃথীবির সবকিছুর ভালো-মন্দ নির্ভর করে আপনি সেটা কিভাবে নিচ্ছেন।ডিনামাইট(বোমা) যেমন পাহাড় গুড়িয়ে সমতল করে চাষাবাদের যোগ্য করে মানুষকে অনাহারে মৃত্যুর পথ থেকে বাচিয়ে এনেছিলো, আজ সেই বোমাই লক্ষ লক্ষ লোকের মৃত্যুর কারন। তাই যেকোন বিষয়ের সঠিক ব্যবহারটাই আমাদের কাম্য।
এডমিশনওয়্যার(admissionwar) ওয়েবসাইটে প্রদত্ত এসাইনমেন্ট কার্যক্রম মহৎ উদ্দেশ্যে পরিচালিত. সুতরাং এটি কিভাবে আপনি বা আপনারা ব্যবহার করছেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং তার জন্য শুধুমাত্র এবং কেবল মাত্র আপনারাই দায়ী। এডমিশনওয়ার এই সংক্রান্ত কোন দায় বহন করবেনা।
এইচএসসি ইসলামের ইতিহাস এসাইনমেন্ট সমাধান ২০২১
প্রথম পর্যায়ে এসাইনমেন্ট আগামী ০৯ আগষ্ট ২০২১ তারিখে মধ্যে সুবিধাজনক সময়ে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা (সরাসরি/অনলাইনে) প্রদান করবে। প্রথম ধাপের এসাইনমেন্ট জমা নেওয়ার পর দ্বিতীয় ধাপের অ্যাসাইনমেন্ট যথা নিয়মে প্রকাশ করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, নির্দিষ্ট কভার পেইজ ব্যতীত অন্য কোন কভার পেইজ ব্যবহার করা যাবে না । কাভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং নির্ধারিত অংশ ব্যতীত কাভার পৃষ্ঠার অন্য কোনাে স্থানে বা অপর পৃষ্ঠায় কোনাে কিছু লেখা যাবে না ।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র এসাইনমেন্ট
এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১ম এসাইনমেন্ট প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় – প্রাক ইসলামি আরব থেকে নেওয়া হয়েছে ।
প্রশ্ন: আরব প্রাক ইসলামি যুগে শহরবাসি ও মরুবাসি যাযাবরদের জীবনে আর্থসামাজিক রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক
প্রভাবসমূহের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করাে। ( প্রশ্নের ছবি)
উত্তর
প্রাক ইসলামিযুগে শহরবাসী এবং মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য
ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের দ শ্রেণিতে বিভক্ত করা যায় -শহরের স্থায়ী বাসিন্দা ও মরুবাসী যাযাবর, যারা বেদুইন’ নামে পরিচিত। নিম্নে তাদের আর্থসামাজিক অবস্থার পার্থক্য বর্ণনা করা হলাে :
মরুবাসী |
শহরবাসী |
|
|
প্রাক ইসলামি যুগের রাজনৈতিক অবস্থা
তমসার যুগে আরবের রাজনৈতিক অবস্থা অতীব শােচনীয় এবং নৈরাশ্যজনক ছিল । শহরবাসী আরবগণের রাজনৈতিক অবস্থা তুলানামূলকভাবে কিছুটা ভালাে থাকলেও মরুবাসী আরবগণের রাজনৈতিক আকাশ মেঘাচ্ছন্ন ও নৈরাজ্যজনক ছিল। আরবে তখন আইন কানুনের কোনাে বালাই ছিল না । কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সমন্ধে তারা। ছিল সম্পূর্ণ অজ্ঞ। সমগ্র আরব শত-সহস্র গােত্রে বিভক্ত ছিল । গােত্র শাসনই ছিল আরবদের রাষ্ট্রীয় জীবনের মূল ভিত্তি। প্রত্যেক গােত্রের একজন করে দলপতি বা শেখ থাকতাে। সাহস,বুদ্ধি,আর্থিক অবস্থা,পদ মর্যাদা এবং অভিজ্ঞতা বিচার করে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে দলপতি নির্বাচন করতাে। শেখের প্রতি আনুগত্য স্বীকার করলেও তারা ব্যক্তি স্বাধীনতাকে বিসর্জন দিতে রাজি ছিল না কাজেই শেখ তাদের দলের লােকদের শাসনের পরিবর্তিতে প্রশ্রয়ই দিতেন বেশি।একই গােত্রের লােকদের পরস্পর মধ্যে মিল-মহব্বত ছিল। কিন্তু ভিন্ন। গােত্রের লােকদের সাথে পরস্পর শত্রুতা ছিল। দলের বা গােত্রের স্বার্থরক্ষার জন্য তারা জীবন পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠিত ছিল না। আরবের এ তমা যুগে কোনাে রাষ্ট্র পরিচালক না থাকায় আরববাসিগণ অকারণে ঐসব রক্তক্ষয়ী যুদ্ধে ব্যাপৃত থাকতাে। দীর্ঘকালব্যাপী এসব কলহ-বিবাদ আইয়াম আল আরব বা আরবের দিন নামে পরিচিত।
প্রাক ইসলামি যুগের ধর্মীয় বিশ্বাস
জাহেলিয়া যুগে আরবে মােটামােটিভাবে পাঁচ প্রকার ধর্মবলম্বী লােক বাস করতাে -ইহুদি , খ্রিস্টান ,প্রকৃতি -পূজক , মূর্তি উপাসক আরববাসী এবং হানিফ সম্প্রদায় । ইহুদিগণ অজ্ঞানতাবশত জেহােবাকে বিশ্ব জগতের স্রষ্টা ও নিয়ন্তা মনে করতাে। অপরপক্ষে , খ্রিস্টানরা এক খােদার পরিবর্তে ত্রিত্ববাদে বা তিন খােদায় বিশ্বাসী ছিল । তাদের মতে , বিবি মরিয়ম এর গর্ভজাত ঈসা (আ) ছিলেন আল্লাহর পুত্র । ইহুদি ও খ্রিস্টান ধর্ম আরবের নৈতিক ও পার্থিব অবস্থার উপর কোনাে প্রকার মঙ্গলজনক প্রভাব বিস্তার করতে পারেনি। আরববাসী ছিল মূর্তি উপাসক এবং প্রকৃতি পূজারী। তারা ইচ্ছানুযায়ী দেব-দেবী প্রস্তুত করে সেগুলাের পূজা করত। তারা চন্দ্র, সূর্য , গ্রহ, নক্ষত্র, প্রস্তরখন্ড এবং বৃক্ষরাজিকেও পূজা করতাে। যাদু , টোটকা, তন্ত্রমন্ত্র ইত্যাদি কুসংস্কারেও তারা বিশ্বাসী ছিল। যে কাবাগৃহ হযরত ইব্রাহীম আ. একমাত্র নিরাকার আল্লাহর জন্য নির্মাণ করেছিলেন,সে গৃহে পৌত্তলিক আরববাসী ৩৬০টি দেব-দেবীর মূর্তি কাবাগৃহে স্থাপন করেছিল। প্রতি বছর তারা ঐসব দেব-দেবীকে অর্ঘ্য দিতে আসত এবং দেবতার মনস্তুষ্টির জন্য নরবিল দিত এবং এ উপলক্ষ্যে সেখানে ওকাজ মেলা নামে একটি বিরাট মেলা অনুষ্ঠিত হতাে। আরবের তথা সমগ্র বিশ্বের নৈরাশ্যজনক ধর্মীয় অবস্থা কোনাে এক ঐশ্বরিক ত্রাণকর্তার আবির্ভাবের পূর্বাভাস সূচনা করছিল। এখানে ঐতিহাসিক আমীর আলী যথার্থভাবে মন্তব্য করেন,এর পূর্বে বিশ্বের ইতিহাসে কখনও একজন মহান ত্রাণকর্তার আর্বিভাবের সময় ও প্রয়ােজন এত বেশি অনুভূত হয়নি।
প্রাক ইসলামি যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ড
আরববাসীরা নিরক্ষর ও মূখ হলেও তারা তাদের অসাধারণ স্মৃতিশক্তি , বাগ্মিতা এবং কবিতা চার্চায় মনন শক্তির পরিচয় দিয়েছিল। তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী , প্রেম, বংশ গৌরব,কুলজি , বীরত্বপূর্ণ কাহিনী ও যুদ্ধ বিগ্রহের ঘটনাবলি । কবিরা তাদের অশ্লীল কবিতার মাধ্যমে সমাজে সর্বপ্রকারের অনর্থও ঘটাত । প্রাক ইসলামি যুগের কবি ও পণ্ডিতদের মধ্যে ইমরুল কায়েস, তারাফা আমর, উম্মে কুলছুম ,লােবিদ , যুহায়ের , হারিস , আনতারার নাম বিশেষভাবে উল্লেখ্য । আরবের সাংস্কৃতিক জীবনে ওকাজ মেলার একটি বিশেষ গুরুত্ব ছিল। প্রত্যেক বছর এখানে সাহিত্য প্রতিযােগিতাও অনুষ্ঠিত হতাে। পুরস্কারপ্রাপ্ত কবিতা কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতাে। এরূপ সাতটি ঝুলন্ত কবিতা (সবঅ মআল্লাকাত ) উমাইয়া আমলে সঙ্কলিত হয়। কবিতাগুলাে সমগ্র আরবি সাহিত্যের অসাধারণ সৃষ্টি।
প্রাক ইসলামি যুগের উৎকৃষ্ট গুণাবলি ও দৃষ্টিভঙ্গি
প্রাচীন আরবের অধিবাসীদের একটি চমৎকার বৈশিষ্ট্য ছিল এই যে , তারা ছিল স্বভাব কবি এবং তাদের মধ্যে অনেকেই ছিল শ্রুতিধর, কেবলমাত্র মুআল্লাকাত ব্যতীত তাদের রচিত অন্যান্য কাব্য উদ্ধার করা সম্ভব হয়নি। তৎকালীন আরব সমাজব্যবস্থায় কিছু ক্ষেত্রে নারীর স্বাধীনতা সীমিত আকারে হলেও স্বীকৃত ছিল। বিশেষ করে বেদুইন মহিলারা সমাজে পুরুষদের সমান অধিকার লাভ করতাে। তারা ব্যবসা-বাণিজ্য উপলক্ষে দেশ-দেশান্তরে গমন করতাে। বাইরের জগতের সাথে যােগাযােগের ফলে তাদের জীবন ছিল পরিবর্তনশীল। এভাবে তারা নিজস্ব সভ্যতা গড়ে তুলেছিল। তাছাড়া আরববাসী কোনাে শক্তির কাছে মাথা নত করতে রাজি ছিল না। দেশের আবহাওয়া ও প্রকৃতির প্রভাবে আরবের প্রতিটি নাগরিক দেশের স্বাধীনতা অটুট রাখতে সচেতন ছিল।।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র এসাইনমেন্ট
এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়: ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা থেকে নেওয়া হয়েছে । ( প্রশ্নের ছবি)
প্রশ্ন: ভারতে মুসলিম। শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযােগ্য ঘটনাবলির সংক্ষিপ্ত বিবরণসহ একটি পােস্টার পেপার তৈরি করাে।
খুব শীঘ্রই যুক্ত করা হবে ।
২০২১ সালের এইচএসসির অন্যান্য বিষয়ের উত্তর দেখুন এখান থেকে অথবা চোখ রাখুন আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে ।