এইচএসসি জীববিজ্ঞান এসাইনমেন্ট নমুনা সমাধান ২০২১
২০২১ সালের এইচ এস সি জীববিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা উত্তর । এইচএসসি জীববিজ্ঞান এসাইনমেন্ট সমাধান আমাদের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে । পরীক্ষার্থীদের জন্য পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে মোট পনের সপ্তাহব্যাপী এসাইনমেন্ট প্রকাশ করা হবে । নিচে সকল সপ্তাহের এইচএসসি অ্যাসাইনমেন্ট সমাধান দেওয়া হবে ।
এইচএসসি জীববিজ্ঞান এসাইনমেন্ট নমুনা সমাধান ২০২১
এসাইনমেন্ট নির্দিষ্ট তারিখে মধ্যে সুবিধাজনক সময়ে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা (সরাসরি/অনলাইনে) প্রদান করবে। প্রত্যেক ধাপের এসাইনমেন্ট জমা নেওয়ার পর পরবর্তী ধাপের অ্যাসাইনমেন্ট যথা নিয়মে প্রকাশ করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, নির্দিষ্ট কভার পেইজ ব্যতীত অন্য কোন কভার পেইজ ব্যবহার করা যাবে না । কাভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং নির্ধারিত অংশ ব্যতীত কাভার পৃষ্ঠার অন্য কোনাে স্থানে বা অপর পৃষ্ঠায় কোনাে কিছু লেখা যাবে না ।
এইচএসসি জীববিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
এইচএসসি পরীক্ষার্থীদের পনের সপ্তাহে জীববিজ্ঞান বিষয়ে মোট দশটি এসাইনমেন্ট জমা দিতে হবে । প্রত্যেক সপ্তাহের প্রশ্ন ও নমুনা সমাধান আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে । নিচে প্রকাশিত এসাইনমেন্ট সমূহের প্রশ্ন ও উত্তর দেওয়া হল –
এসাইনমেন্ট
জীববিজ্ঞান এসাইনমেন্ট নং ২ (তৃতীয় সপ্তাহ)
এইচএসসি জীববিজ্ঞান ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস থেকে নেওয়া হয়েছে ।
প্রশ্ন: ভিত্তিতে কাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণিবিন্যাসকরণ ।
উত্তর
প্রাথমিক তথ্য
বৈশিষ্ট্য | কন্ড্রিকথিস/অ্যাকটিনোপটেরিজি /সার্কোপটেরিজি (মৎস্য) | উভচর / Amphibia | সরীসৃপ /Reptilia | পাখি/ Aves | স্তন্যপায়ী /Mammalia |
ত্বক | ভেজা ও আঁইশযুক্ত | ভেজা
|
শুষ্ক ও আঁইশযুক্ত
|
শুষ্ক ও পালকে আবৃত সম্পূর্ণ
|
শুষ্ক ও লোমযুক্ত |
হৃৎপিন্ড | ২ প্রকোষ্ঠ বিশিষ্ট | ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট | অসম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট
|
সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট
|
সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট
|
শসনঅঙ্গ | ফুলকা | ফুসফুস | ফুসফুস | ফুসফুস | ফুসফুস |
রক্ত | শীতল | শীতল | শীতল | উষ্ণ রক্ত | উষ্ণ রক্ত |
প্রসব | ডিম | ডিম | ডিম ও বাচ্চা | ডিম | বাচ্চা (ব্যতিক্রম – প্লাটিপাস) |
প্রাণীর বিভিন্নতা ও শ্রেনীবিন্যাস
রাউন্ড | বৈশিষ্ট্য (ক) |
শ্রেণির নাম (খ) |
ব্যাখ্যা (গ) |
১ | বাচ্চা প্রসব করে, ২ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিন্ড, ফুলকা
|
নাই | বৈশিষ্ট্য গুলো কোন শ্রেণির প্রাণীর সাথে মিল নেই। |
২ | শুষ্ক ত্বক, ফুলকা, বাচ্চা প্রসব করে | নাই | বৈশিষ্ট্য গুলো কোন শ্রেণির প্রাণীর সাথে মিল নেই। |
৩ | পালক যুক্তত্বক সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিন্ড, উষ্ণ
|
পাখি / Aves
|
বৈশিষ্ট্য গুলো শুধুমাত্র Aves শ্রেণির প্রাণীর সাথে মিল রয়েছে |
৪ | ফুলকা শীতল রক্ত, বাচ্চা, প্রসব করে | নাই | বৈশিষ্ট্য গুলো কোন শ্রেণির প্রাণীর সাথে মিল নেই। |
৫ | লোমযুক্ত ত্বক, উষ্ণ রক্ত, বাচ্চা প্রসব করে | স্তন্যপায়ী / Mammalia
|
বৈশিষ্ট্য গুলো
শুধুমাত্র Mammalia শ্রেণির প্রাণীর সাথে মিল রয়েছে। |
২০২১ সালের এইচএসসির অন্যান্য বিষয়ের উত্তর দেখুন এখান থেকে অথবা চোখ রাখুন আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে ।
Many many thanks for solve our question problem. All answer is correct in this website.