এইচএসসি এসাইনমেন্ট ২০২১

এইচএসসি ৩য় সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান ২০২১

২০২১ সালের এইচ এস সি অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান । এইচএসসি ৩য় সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ওয়েবাসাইট www.dshe.gov.bd এ প্রকাশ করা হয়েছে । চলতি সপ্তাহে মোট ১৫ টি বিষয়ের উপর বিষয়ের উপর এসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে ।

এইচএসসি ৩য় সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান ২০২১

কোভিড-১৯ অতিমারি পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে এসাইনমেন্ট প্রকাশ করে । এরই ধারাবাহিকতায় গত ৯ আগষ্ট ২০২১ তারিখে এইচ এস সি ৩য় সপ্তাহে মোট ১৫টি বিষয়ের উপর এসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে । উল্লেখ্য যে, তৃতীয় সপ্তাহের এসাইনমেন্ট কার্যক্রম ১০ আগস্ট ২০২১ থেকে শুরু হবে।

4_page-0001

সম্পূর্ণ এসাইনমেন্ট ফাইলটি ডাউনলোড করতে নিচে বাটনে ক্লিক করুন অথবা নিচের সেকশন থেকে বিষয়ভিত্তিক এসাইনমেন্ট প্রশ্ন দেখুন ।

এইচএসসি এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ৩য় সপ্তাহ

৩য় সপ্তাহের জন্য প্রণীত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে  রয়েছে গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স, ব্যাংকি ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং গুচ্ছ-৩ এর রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্টসমূহ প্রেরণ করা হলাে। নিচে সকল বিষয়ের এসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হল –

জীববিজ্ঞান এসাইনমেন্ট

এইচএসসি জীববিজ্ঞান ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন:  বৈশিষ্ঠের ভিত্তিতে কাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণিবিন্যাসকরণ ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-04

রসায়ন এসাইনমেন্ট

এইচএসসি রসায়ন ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় – পরিবেশ রসায়ন থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-14

উচ্চতর গণিত এসাইনমেন্ট

এইচএসসি উচ্চতর গণিত ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের  ষষ্ঠ অধ্যায় – কনিকা থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন :  

HSC-3rd-Week-2021-admissionwar-com-06

সমাজবিজ্ঞান এসাইনমেন্ট

এইচএসসি সমাজবিজ্ঞান ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়ঃ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন:  বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চা, প্রয়ােজনীয়তা ও বিকাশধারা ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-07

হিসাববিজ্ঞান এসাইনমেন্ট

এইচএসসি হিসাববিজ্ঞান ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় – অংশীদারি ব্যবসায় হিসাব থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন :অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া –

আবুল, আবদুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি আবুল ৩,০০,০০০ টাকা, আবদুল ২,৫০,০০০ টাকা এবং আসাদুল ২,০০,০০০ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। আবদুল প্রতি মাসে ৫০০ টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে ২,৫০০ টাকা বেতন পাবেন।

আর্থিক স্বল্পতার কারণে ১ এপ্রিল আসাদুল ১০,০০০ টাকা ঋণ প্রদান করেন এবং আবুল ১ জুন ২০,০০০ টাকা । অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। আংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযােগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর ৫% হারে। কমিশন পাবেন। আবুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ ১,১০,০০০ টাকায় উপনীত হয়।

(সংশোধিত)

image

সমাজকর্ম এসাইনমেন্ট

এইচএসসি সমাজকর্ম ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন:  বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগােষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলাে চিহ্নিত করে সেগুলাে দূরীকরণে গৃহীত পদক্ষেপ বর্ণনা ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-08

ভূগােল এসাইনমেন্ট

এইচএসসি ভূগোল ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় – জনসংখ্যা থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক উপাদান, বৈশিষ্ট্য ও বন্টন বিশ্লেষণ ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-09

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এসাইনমেন্ট

এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ

HSC-3rd-Week-2021-admissionwar-com-10

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এসাইনমেন্ট

এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়: বিপণন পরিচিতি থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : বিপণনের ধারণা, ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-11

আরবি এসাইনমেন্ট

এইচএসসি আরবি ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের পদ্য  النظم (বিররুল ওয়ালিদাইন) থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : পিতা-মাতা ও আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-12

গৃহ ব্যবস্থপনা ও পারিবারিক জীবন এসাইনমেন্ট

এইচএসসি গৃহ ব্যবস্থপনা ও পারিবারিক জীবন ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়- পরিবার ও পারিবারিক জীবন থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব মুল্যায়ন ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-13

অর্থনীতি এসাইনমেন্ট

এইচএসসি অর্থনীতি ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়  – বাংলাদেশের কৃষি থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : ‘বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থাই কৃষি উন্নয়নের অন্যতম। অন্তরায়’উক্তিটির স্বপক্ষে যুক্তি প্রদর্শনপূর্বক সমস্যা সমাধানে সরকার রাষ্ট্রের নীতিসহ ভূমিকা বিশ্লেষণ ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-15

পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট

এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়: ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন :১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট পর্যালােচনা ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-16

যুক্তিবিদ্যা এসাইনমেন্ট

এইচএসসি যুক্তিবিদ্যা ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়: যৌক্তিক সংজ্ঞা থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : মানুষ জ্ঞানী ও বুদ্ধিবত্তিসম্পন্ন প্রাণী যার পাখা নাই- সংজ্ঞাটির সঠিকতা যাচাই ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-17

খাদ্য ও পুষ্টি অ্যাসাইনমেন্ট এসাইনমেন্ট

এইচএসসি খাদ্য ও পুষ্টি অ্যাসাইনমেন্ট ২য় এসাইনমেন্ট দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় : প্রধান পুষ্টি উপাদান থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন :প্রধান পুষ্টি উপাদানের দৈনিক চাহিদা , কাজ এবং অতিরিক্ত কার্বোহাড্রট ও ফ্যাট গ্রহণের কুফল বিষয়ক প্রতিবেদন তৈরি ।

HSC-3rd-Week-2021-admissionwar-com-19

সকল বিষয়ের নমুনা সমাধান খুব শীঘ্রই যুক্ত করা হবে ।

কভার পেইজ সংক্রান্ত তথ্য

এইচএসসির এসাইনমেন্ট প্রশ্নের পাশাপাশি কভার পেইজ বা সম্মুখ পৃষ্ঠা প্রকাশ করা হয়েছে । নির্দিষ্ট কভার পেইজ ব্যতীত অন্য কোন কভার ব্যবহার করা যাবে না । কাভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং নির্ধারিত অংশ ব্যতীত কাভার পৃষ্ঠার অন্য কোনাে স্থানে বা অপর পৃষ্ঠায় কোনাে কিছু লেখা যাবে না ।এইচএসসি এসাইনমেন্ট কভার পেইজ


২০২১ সালের অন্যান্য সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে বা ফেইজবুক পেইজে ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

��তামত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!