সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন – এসইসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন – এসইসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে এসইসি’র অফিসিয়াল ওয়েবসাইট www.sec.gov.bd -এ। এসইসি জব সার্কুলার ২০২১ অনুযায়ী, মোট ১১৭টি শূন্য পদে ১৩টি পদের বীপরিতে জনবল নিয়োগ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চাকরি বিজ্ঞপ্তি ২০২১ এর আলোকে চলুন আরো বিস্তারিত জেনে আসি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন – এসইসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। এই সংস্থায় ১১৭টি শূন্যপদ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন ০১ এপ্রিল ২০২১ তারিখ হতে ৩০ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত। বাংলাদেশে বসবাসরত স্থায়ী নাগরিকদের নিকট হতে Online-এ আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ |
---|
|
চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে
এসইসি জব সার্কুলার ২০২১
এসইসি জব সার্কুলার ২০২১ অনুযায়ী চলুন এক নজরে পদের নাম, পদের সংখ্যা, গ্রেড এবং বেতন স্কেল (জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী) দেখে নেই।
ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল | গ্রেড |
০১ | সহকারী পরিচালক (সাধারণ) |
৫৭ | ২২,০০০ – ৫৩,০৬০ | গ্রেড-৯ |
০২ | সহকারী পরিচালক (লিগ্যাল সার্ভিস) |
০৪ | ২২,০০০ – ৫৩,০৬০ | গ্রেড-৯ |
০৩ | সহকারী পরিচালক (এমআইএস) |
০৪ | ২২,০০০ – ৫৩,০৬০ | গ্রেড-৯ |
০৪ | জনসংযোগ কর্মকর্তা | ০২ | ২২,০০০ – ৫৩,০৬০ | গ্রেড-৯ |
০৫ | হিসাব রক্ষণ কর্মকর্তা | ০১ | ২২,০০০ – ৫৩,০৬০ | গ্রেড-৯ |
০৬ | ব্যক্তিগত কর্মকর্তা | ২১ | ১৬,০০০-৩৮,৬৪০ | গ্রেড-১০ |
০৭ | লাইব্রেরীয়ান | ০১ | ১১,০০০-২৬,৫৯০ | গ্রেড-১০ |
০৮ | সহকারী হিসব রক্ষণ কর্মকর্তা | ০৪ | ১০,২০০-২৪,৬৮০ | গ্রেড-১৩ |
০৯ | ক্যাশিয়ার | ০১ | ১০,২০০-২৪,৬৮০ | গ্রেড-১৪ |
১০ | মেডিক্যাল এসিসটেন্ট | ০১ | ১০,২০০-২৪,৬৮০ | গ্রেড-১৪ |
১১ | অভ্যর্থনাকারী | ০১ | ৯,৩০০-২২,৪৯০ | গ্রেড-১৬ |
১২ | গাড়িচালক | ০৩ | ৯,৩০০-২২,৪৯০ | গ্রেড-১৬ |
১৩ | অফিস সহায়ক | ২৭ | ৮,২৫০-২০,০১০ | গ্রেড-২০ |
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চাকরি বিজ্ঞপ্তি ২০২১
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চাকরি বিজ্ঞপ্তি ২০২১ নিচে দেওয়া হলো।
আবেদন পদ্ধতি
ক) আগ্রহী প্রার্থীগণ Online-এ ০১ এপ্রিল ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত রাত ১২.০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
খ) প্রার্থীগণ www.sec.gov.bd এই Website থেকে আবেদন পত্র পূরণের লিঙ্ক পাবেন। আগ্রহী প্রার্থীকে উক্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুকূলে ক্রমিক নং ০১ থেকে ০৬ পর্যন্ত পদের জন্য ৪০০.০০ /- টাকা, ক্রমিক নং ০৭ থেকে ১১ পর্যন্ত পদের জন্য ৩০০.০০ টাকা ও ক্রমিক নং ১২ থেকে ১৩ পর্যন্ত পদের জন্য ১৫০.০০ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফি বিকাশ বা নগদ এর মাধ্যমে জমা প্রদান করতে হবে। উল্লেখ্য, আবেদনপত্র দাখিলের পরবর্তি ৭২ ঘন্টার মধ্যে প্রযোজ্য ফি জমা প্রদান করতে হবে। আবেদন ফি জমাদান সংক্রান্ত সকল তথ্য আবেদন করার সময় www.sec.gov.bd তে পাবেন।
অন্যান্য তথ্য
ক) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা সদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য ভুল প্রমাণিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোন প্রকার তদবির বা সুপারিশ প্রার্থী অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
খ) ১৪তম গ্রড হতে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
গ) পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে।
ঘ) লিখিত/মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
ঙ) নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
চ) বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
ছ) পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইট www.sec.gov.bd এ পাওয়া যাবে।