ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসএসসি এবং এইচএসসির বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে । প্রকাশিত এসএসসি এবং এইচএসসি নতুন সিলেবাস ২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক ।
এসএসসি এবং এইচএসসি নতুন সিলেবাস ২০২২
২০২১ সালের মে মাসে আসন্ন ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য সকল বিষয়ের পুনর্বিন্যাসকৃত নতুন সিলেবাস প্রনয়ণ করা হয় । কিন্ত পরবর্তীতে ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে প্রকাশিক এক বিজ্ঞপ্তিতে তিনটি পত্রের সিলেবাসে অধিকতর পরিমার্জন করে প্রকাশ করা হয় ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের এসএসসি পরীক্ষা জুন মাসে এবং এইচএসসি পরীক্ষা আগস্টে শুরু হবে ।
[adinserter name=”article ad”]
টাইমলাইন |
---|
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২০ ফেব্রুয়ারী ২০২২
এসএসসি পরীক্ষা: জুন ২০২২ এইচএসসি পরীক্ষা: আগষ্ট ২০২২ |
এসএসসি নতুন সিলেবাস ২০২২
এসএসসির বাংলা ২য় পত্র, ইংরেজী ১ম পত্র এবং ইংরেজী ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের পরিমার্জন কার হয়েছে । নিচে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করা হল –
বাংলা ২য় পত্র
বাংলা ২য় পত্রে বহুনির্বাচনি ও রচনামূলক অংশ দুইভাগে বিভক্ত থাকবে এবং পূর্ণমান হবে ৫৫ নম্বর ।
(ক) রচনামূলক অংশ – এই অংশে ব্যাকরণ ও নির্মিতি অংশের বাগ্ধারা ইত্যাদি বিষয়ে মােট ৩০টি প্রশ্ন থাকবে, ১৫টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১। মোট নম্বর ১৫
(খ) রচনামূলক অংশ-
অনুচ্ছেদ রচনা (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর লিখতে হবে।) ১০x১ = ১০
২. পত্র/দরখাস্ত/পত্রিকায় প্রকাশের জন্য চিঠি (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর লিখতে হবে।) ১০x১ = ১০
৩. প্রতিবেদন প্রণয়ন (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর লিখতে হবে।) ১০x১ = ১০
৪. ভাবসম্প্রসারণ (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর লিখতে হবে।) ১০x১ = ১০
[adinserter name=”Big Banner”]
ইংরেজী ১ম পত্র
ইংরেজী ২য় পত্র
এসএসসির নতুন সিলেবাসটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে
[adinserter name=”Rectangular ad”]
এইচএসসি নতুন সিলেবাস ২০২২
এসএসসির মত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র, ইংরেজী ১ম পত্র এবং ইংরেজী ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের পরিমার্জন করা হয়েছে । নিচে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করা হল –
বাংলা ২য় পত্র
এইচএসসির বাংলা ২য় পত্রে ব্যাকরণে ১৫ নম্বর এবং নির্মিতিতে ৩৫ নম্বর করে মোট ৫০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
ব্যাকরণ অংশ
- বাংলা উচ্চারণের নিয়ম অথবা, বাংলা বানানের নিয়মরীতি ও শুদ্ধ বানান – ৫
- বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি অথবা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় – ৫
- বাক্যতত্ত্ব অথবা, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ – ৫
[adinserter name=”responsive”]
নির্মিতি অংশ
- পারিভাষিক শব্দ থেকে ১টি ও অনলাল থেকে ১১টি মেটি ২টি প্রশ্ন থাকৰে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। -৫
- আবেদন পত্র থেকে ১টি ও প্রতিবেদন রচনা থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। – ১০
- সারাংশ/সারমর্ম থেকে ১টি ও ভাবসম্প্রসারণ থেকে ১টি মােট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। – ১০
- সংলাপ থেকে ১টি ও খুদে গল্প রচনা থেকে ১টি মােট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। – ১০
ইংরেজী ১ম পত্র
[adinserter name=”article ad”]
ইংরেজী ২য় পত্র
এইচএসসি নতুন সিলেবাসটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে
[adinserter name=”responsive”]
এসএসসি ও এইচএসসি পরীক্ষার যেকোন আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন আমাদের ওয়েবাসাইটে এভং যোগ দিন আমাদের ফেসবুক গ্রুপ ও পেইজে ।