সকল বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৪ মার্কশীট সহ । এসএসসি ফলাফল ২০২৪ শিক্ষা মন্ত্রনালয়ের SSC রেজাল্ট বিষয়ক ওয়েবসাইট educationboardresults.gov.bd ও eboardresults.com এ প্রকাশিত হবে । এই পোস্টে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার মার্কশীট ফলাফল দেখার প্রক্রিয়া ও ফলাফল প্রকাশের তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ মার্কশীটসহ
এবছর SSC পরীক্ষায় মোট ১১ টি বোর্ড থেকে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এবং এস এস সি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয় ১৫ ফেব্রুয়ারী ২০২৪ থেকে ১২ মার্চ ২০২৪ পর্যন্ত। যার মধ্যে সাধারণ বোর্ড থেকে প্রায় ১৭ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষা দিয়েছিল। সারাদেশে ৩ হাজার ৭ শত টি কেন্দ্রের মাধ্যমে নেয়া হয় মাধ্যমিক পর্যায়ের এই সমাপনি পরীক্ষাটি। আসুন এক নজরে দেখে নেয়া যাক এসএসসি রেজাল্ট ২০২৪ সম্পর্কিত কিছু তথ্য। করোনাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বহু মাস যাবত বন্ধ ছিল। পুণরায় শিক্ষা কার্যক্রম চালু হওয়ার পরে SSC পরীক্ষা শর্ট সিলেবাসের উপর হয়েছে। কিন্তু ২০২৪ সালে পুর্ণ সিলেবাসের উপর হয়েছে। পুর্ণ সিলেবাসের উপর হওয়ায় ছাত্রদের মাঝে উদ্যম কাজ করেছে। যাইহোক অনেক অপেক্ষার পর ছাত্ররা ফলাফল দেখতে পারবে।
এস এস সি রেজাল্ট প্রকাশের তারিখ
সম্প্রতি বিভিন্ন গনমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২৪ ও সমমান পরীক্ষার ফলাফল ১২ মে ২০২৪ দুপুর ১২টার পর প্রকাশ করা হবে ।
এসএসসি ফলাফল ২০২৪
পূর্বের ন্যায় স্কুলে থেকে এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারার জন্য অপেক্ষার প্রয়োজন নেই, এটা তোমরা সকলেই প্রায় জানো। বর্তমানের প্রযুক্তির উন্নয়নের কারণে দেশের সকল পাবলিক পরীক্ষা তথা এসএসসি পরীক্ষা ২০২৪ ও সমমানের সকল পরীক্ষার (ভোকেশনাল, দাখিল) রেজাল্ট অনলাইনে ওয়েবসাইট কিংবা মোবাইলে মেসেজের মাধ্যমে জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ প্রকাশের সম্ভাব্য ৩টি তারিখ নির্ধারণ করে চিঠি পাঠাবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দিবেন, সেইদিন সকাল ১০ টায় গণভবন হতে প্রকাশ করা হবে। উল্লেখ্য এ বছর প্রধানমন্ত্রী ১২ মে ২০২৪ ফলাফল দেওয়ার তারিখ নির্ধারণ করেছেন।
অনলাইনে এসএসসি মার্কশীট রেজাল্ট
যেকোনো বোর্ডের শিক্ষার্থী নিচে উল্লিখিত নিয়মে তাদের স্ব-স্ব এসএসসি ২০২৪ বা সমমান পরীক্ষার ফলাফল মার্কশীট সহ জানতে পারবে।
১। প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২। এরপর পরীক্ষা হিসেবে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করতে হবে।
৩। সাল 2024 সিলেক্ট করতে হবে।
৪। তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছ, সেই বোর্ডের নাম সিলেক্ট করতে হবে।
৫। রেজাল্ট টাইপের বক্সে “Individual Result” সিলেক্ট করতে হবে।
এরপর তোমার কাঙ্ক্ষিত এসএসসি ২০২৪ পরীক্ষার ফলাফল দেখতে পারবে। এছাড়া তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছ, সে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও ফলাফল খুঁজে পাবে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের প্রক্রিয়া
মেসেজে এস এস সি রেজাল্ট
যদি কোনো কারণে তোমার ইন্টারনেট সংযোগ না থাকে, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। খুব সহজেই যেকোনো মোবাইল থেকে মেসেজের মাধ্যমে তোমার এস এস সি ২০২৪ বা সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবে।
মোবাইলের এসএমএ-এর মাধ্যমে SSC ফলাফল জানার পদ্ধতি:-
SSC <space> তোমার বোর্ডের নামের বানানের প্রথম ৩ অক্ষর <space> তোমার এসএসসি ২০২৪ রোল নম্বর <space> পাশের বছর (২০২৪) এবং এরপর মেসেজ পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ হিসেবে যদি লিখি,
SSC DHA 9876543 2024 এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল জানার উপায় একটু ভিন্ন। লিখতে হবে:-
Dakhil <space> তোমার বোর্ডের নামের বানানের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> পাশের বছর এবং SMS পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
এসএসসি ভোকেশনালের যারা শিক্ষার্থী তাদের এসএসসি ২০২৪ পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি নিম্নরূপ:-
SSC <space> তোমার বোর্ডের নামের বানানের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> পাশের বছর এবং মেসেজ পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
এস.এস.সি ২০২৪ ও সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান
এস.এস.সি ২০২৪ ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর আমরা চেষ্টা করবো বিস্তারিত পরিসংখ্যানের ব্যাপারে লেখার জন্য। মোট ৮টি সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের ফলাফল মিলিতভাবে প্রকাশিত হবে একই দিনে। প্রতিবছর কয়েক লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
এসএসসি মার্কশিট ফলাফল ২০২৪
সাধারণত পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার এক থেকে তিন মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর অফিসিয়াল মার্কশিট কপি নির্ধারিত বোর্ড থেকে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী এই মার্কশট কলেজে ভর্তির জন্য প্রয়োজন হয়। এবারের এসএসসি ২০২৪ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর আশা করা যাচ্ছে একই ভাবে অফিসিয়াল মার্কশিট সবাই নির্ধারিত সময়ের মাঝে পেয়ে যাবে।
ফলাফল যেমনই হোক, হতাশ হওয়া যাবে না। এসএসসি পরীক্ষা ২০২৪ এ তুমি তোমার সর্বোচ্চটি দিয়েছ এ বিশ্বাসে এগিয়ে যাবে। অনেক শিক্ষার্থী খারাপ ফলাফলের কারণে এসএসসি পরীক্ষার পরে ঝরে পড়ে অর্থাৎ পড়ালেখা বন্ধ করে দেয় যেটা উচিৎ নয়। আশানুরূপ ফল না এলে পরবর্তী পরীক্ষাগুলোতে আরো ভালো করার প্রত্যাশা নিয়ে চেষ্টা করে যাওয়াই একজন সফল শিক্ষার্থীরগন।