ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি পরীক্ষার খুঁটিনাটি
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি পরীক্ষা ২০২১-২০২২। ঢাবি ঘ ইউনিট হল সমন্বিত ইউনিট অর্থ্যাৎ এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে । তাই এই ইউনিটেরি প্রতিযোগিতা সবচেয়ে বেশি । তাই আজকে আমরা ঢাবি ঘ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদ বা ঘ ইউনিটে মানবিক,ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ।
গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
---|
ভর্তি পরীক্ষার তারিখ: ১১ জুন ২০২২
ভর্তি পরীক্ষার সময়ঃ সকাল ১১ঃ০০ টা অনুষদ: ১১ টি বিভাগ: ৫৫ টি মোট আসন: ১৩৩৬ টি
|
আবেদন যোগ্যতা
- প্রার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কৃষি বিজ্ঞান এর যেকোন একটি থেকে উত্তীর্ণ হতে হবে ।
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কোন বিষয়ে ‘বি’ গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০)-এর নিচে পেলে আবেদন গ্রহণযােগ্য হবে না।
- মানবিক শাখা (মাদ্রাসা শিক্ষা বাের্ডসহ) থেকে আগত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০ এর কম হতে পারবে না ।
- ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ হতে হবে । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে ।
- বিজ্ঞান, মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে আগত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫ এর কম হতে পারবে না ।
আরও পড়ুন: কোন বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি পরীক্ষা নিবে
ভর্তি পরীক্ষার মান বন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি পরীক্ষা লিখিত ও এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে ।
- ভর্তি পরীক্ষার মোট নম্বরঃ ১০০।
- সময় ১ ঘন্টা ৩০ মিনিট
- MCQ -৬০ নম্বর। যেখানে প্রতিটা প্রশ্নের মান ১ এবং প্রতিটা ভুল উত্তরে জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। সময় ৪৫ মিনিট।
- লিখিত পরীক্ষা ৪০ নম্বরের হবে এবং সময় থাকবে ৪৫ মিনিট।
আরও পড়ুন: ঘ ইউনিট ভর্তি পরীক্ষার জন্য যে বইগুলো পড়তেই হবে। (পিডিএফ)
বহুনির্বাচনী (MCQ) এর নম্বর বন্টন
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
বাংলা / Advanced English* | ১৫ | ১৫ |
ইংরেজি | ১৫ | ১৫ |
সাধারণ জ্ঞান | ৩০ | ৩০ |
মোট | ৬০টি | ৬০ নম্বর |
* যারা A-Level পাশ করেছে কেবল তারাই Advanced English উত্তর দিবে। |
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট প্রশ্নব্যাংক পিডিএফ
লিখিত পরীক্ষার নম্বর বন্টন
বাংলা/ Advanced English* | ১৫ |
ইংরেজি | ১৫ |
সাধারণ জ্ঞান (বিশ্লেষণধর্মী) | ১০ |
মোট | ৪০ নম্বর। |
*যারা A-Level পাশ করেছে কেবল তারাই Advanced English উত্তর দিবে। | |
ঢাবি ঘ ইউনিট পাশ নম্বর
ক) MCQ পরীক্ষায় বাংলায়/ Advance English ন্যূনতম -০৬ নম্বর, ইংরেজী ন্যূনতম -০৬ নম্বর, সাধারণ জ্ঞানে ন্যূনতম -১২ নম্বর পেলে উত্তীর্ণ বলে বিবেচিত হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী প্রত্যেক গ্রুপের (বিজ্ঞন, ব্যবসায় ও মানবিক শাখার) মোট আসন সংখ্যার কমপক্ষে পাঁচ (০৫) গুন লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
খ) লিখিত পরীক্ষার অংশে ন্যূনতম ১২ নম্বর পেতে হবে। MCQ ও লিখিত উভয় পরীক্ষা মিলিয়ে সর্বমোট পাশ নম্বর ৪০ হবে।
গ) উল্লেখিত (ক) ও (খ) নং বিধি সকল কোটার (ওয়ার্ড, মুক্তি্যোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও খেলোয়ার) ক্ষেত্রে প্রযোজ্য হবে।
মেধাতালিকা
- ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ও উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মােট ১২০ নম্বরের মেধাস্কোর তৈরী করা হবে।
- মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ ১০ + ১০ = ২০ নম্বর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যােগ করা হবে। সেক্ষেত্রে ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে (৪র্থ বিষয়সহ) ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে (৪র্থ বিষয়সহ) ২ দিয়ে গুণ করে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে যােগ করা হবে।
আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা
ঢাবি ঘ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি
আপনি যে ইউনিট সম্পর্কে বিস্তারিত জানতে চান
ক-ইউনিট (বিজ্ঞান বিভাগ) | বিস্তারিত |
খ-ইউনিট (মানবিক বিভাগ) | বিস্তারিত |
গ-ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ) | বিস্তারিত |
চ-ইউনিট (চারুকলা বিভাগ) | বিস্তারিত |
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, প্রশ্নব্যাংক, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।