টুকরো খবর

জাবি ভর্তি পরীক্ষার নতুন মানবন্টন প্রকাশ ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্ণমান ও সময় কমানো হয়েছে

সর্বশেষ নোটিশ অনুযায়ী, জাবি ভর্তি পরীক্ষার মান ও সময় উভয়ই কমানো হয়েছে । সকল ইউনিটে ৮০ নম্বরের পরিবর্তে ৬০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট এ পরিবর্তে ৪০ মিনিট করা হয়েছে। তবে OMR পূরণের জনা আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। সকল সকল ইউনিটে পাশ নম্বর ২০ ( এমসিকিউ পরীক্ষার ৩৩% ) ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন মানবন্টন

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জাবি ভর্তি পরীক্ষার পূর্ণমান ও সময় উভয়ই কমানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। নতুন মানবন্টন অনুযায়ী সকল ইউনিটের বিষয়ভিত্তিক মানের তালিকা নিচে দেওয়া হল-
[adinserter name=”article ad”]

সর্বশেষ আপডেট:  জাবি সকল ইউনিট ভর্তি পরীক্ষার রোল অনুযায়ী সময়সূচী

A ইউনিট ( গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ )

  • গণিত -১৬
  • পদার্থবিজ্ঞান – ১৬
  •  রসায়ন – ১৬
  • বাংলা – ৩
  • ইংরেজি – ৩
  • সাধারন জ্ঞান – ৬

B ইউনিট ( সমাজবিজ্ঞান অনুষদ )

  • বাংলা – ১০
  •  ইংরেজি – ১০
  •  গণিত – ১০
  •  সাধারণ জ্ঞান – ২০
  •  বুদ্ধিমত্তা – ১০

C  ইউনিট  (কলা ও মানবিক অনুষদ)

  • বাংলা – ১৫
  • ইংরেজি – ১৫
  • অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় -৩০ নম্বর

[adinserter name=”Big Banner”]

C1 ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা )

  • বাংলা – ১০
  • ইংরেজি – ১০
  • নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ – ২০
  • চারুকলা-২০

D  ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)

  • বাংলা -০৩
  • ইংরেজি – ০৩
  • রসায়ন – ১৮
  • উদ্ভিদবিজ্ঞান – ১৬
  • প্রাণিবিদ্যা- ১৭
  • বুদ্ধিমত্তা – ০৩

E  ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)

ব্যবসায় শিক্ষা শাখা

  • বাংলা – ১১
  •  ইংরেজি -২৩
  •  গণিত -১১
  •  হিসাব বিজ্ঞান এবং বাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ১৫

বিজ্ঞান ও মানবিক শাখা

  • বাংলা – ১১
  • ইংরেজি – ২৩
  • গণিত – ১১
  • সাধারণ জ্ঞান- ১৫

F ইউনিট (আইন অনুষদ)

  • বাংলা – ২০
  • ইংরেজি – ২০
  • সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা – ২০

[adinserter name=”responsive”]

G ইউনিট (আইবিএ জেইউ)

  • বাংলা – ৫
  • ইংরেজি  – ২৫
  • Mathematical Aptitude and IQ -২০
  • সাম্প্রতিক ও বিশ্লেষণমূল বিষয় – ১০

H ইউনিট (আইআইটি)

  • বাংলা – ৫
  • ইংরেজি – ১০
  • গণিত – ৩০
  • পদার্থবিজ্ঞান – ১৫

[adinserter name=”Rectangular ad”]

I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)

  • বাংলা – ১১
  • ইংরেজি -১১
  • বিশ্ব সাহিত্য – ৮
  • সাধারণ জ্ঞান ,সংস্কৃতি, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব ,বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ,ইতিহাস-ঐতিহ্য – ৩০

________________

ভর্তি পরীক্ষার সংশােধিত নম্বর ও সময়ঃ

সকল ইউনিটে ৬০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে উক্ত ৬০ নম্বর ৮০ নম্বরে রূপান্তর করে
ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার সময় ৪০ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময়
দেয়া হবে।

বিষয় ভিত্তিক পাশ

  • C ইউনিটের বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যূনতম ৫০% এবং ইংরেজি অংশে ন্যূনতম ৪০% নম্বর।
  • ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৫০% নম্বর।
  • আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আর্ন্তজাতিক বিষয়াবলী অংশে ১০ নম্বরের মধ্যে ন্যূনতম ৭০% নম্বর।
  • জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
  • F ইউনিটের আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।

নোটিশ

0002
0003


ভর্তি বিষয়ক যেকোনো আপডেট তথ্য পেতে আমাদের ফেজবুক পেইজে যুক্ত হোন বা নোটিফিকেশন অপশনটি সাবস্ক্রাইব করুন।

��তামত

  1. বিষয় ভিত্তিক পাশ
    C ইউনিটের বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যূনতম ৫০% এবং ইংরেজি অংশে ন্যূনতম ৪০% নম্বর।
    ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৫০% নম্বর।
    আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আর্ন্তজাতিক বিষয়াবলী অংশে ১০ নম্বরের মধ্যে ন্যূনতম ৭০% নম্বর।
    জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
    F ইউনিটের আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।

    (ekhane i unit kontar moddhe ache janteh cacchilam,
    jodi ektu bolten)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!