
৯ম শ্রেণীর গণিত অধ্যায় ৬ষ্ঠ পরিমাপে ত্রিকোণমিতি
পরিমাপে ত্রিকোণমিতি হল মাধ্যমিক ও দাখিল শ্রেণীর ৬ষ্ঠ অভিজ্ঞতার শিরোনাম । এ অধ্যায়ের সমাধান আমাদের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে । নিচে বিস্তারিত আলোচনা করা হল।
৯ম শ্রেণি পরিমাপে ত্রিকোণমিতি সমাধান ২০২৪
নতুন কারিকুলাম অনুসারে রচিত মাধ্যমিক ও দাখিল ৯ম শ্রেণীর গণিত বইয়ে পরিমাপে ত্রিকোণমিতি অভিজ্ঞতার শিরোনামটি খুবই গুরুত্বপূর্ণ।পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমরা পূর্বের শ্রেণিতে খুঁজে পেয়েছিলে। আর তা হলো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সম্পর্কটি তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে। কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে। বাহু এবং কোণ ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় এবং সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় । ত্রিভুজের কোণ এবং বাহুর অনুপাত ব্যবহার করে প্রাচীনকালেও মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করেছে। যেমন, গাছে না উঠেও কীভাবে গাছের উচ্চতা মাপা যায়, নদীর এক তীরে দাঁড়িয়ে কীভাবে নদীর প্রস্থ মাপা যায় ইত্যাদি। এসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি (Trigonometry) নামে সৃষ্টি হয়েছে গণিতের এক বিশেষ শাখা। আর Trigonometry শব্দটি গ্রিক শব্দ tri (অর্থ তিন), gon (অর্থ ধার) ও metron (অর্থ পরিমাপ) দ্বারা গঠিত। মিশরীয় ভূমি জরিপ ও প্রকৌশল কাজে ত্রিকোণমিতি ব্যবহার করত বলে ধারণা করা হয়। ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধানসহ গণিতের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে।






আমরা ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির গনিত সমাধান – Class 9 Math Solution PDF Download পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের সমাধান করে দিয়েছি ও PDF যুক্ত করে দিয়েছি।