সাজেশন

এইচএসসি পৌরনীতি ১ম পত্র সাজেশন

এইচএসসি পরীক্ষার্থীরা ব্যস্ত তাদের পরীক্ষার প্রস্তুতি । কারন হাতে খুব একটা সময় নেই । তাই হাতে যে কয়দিন সময় আছে সেটা কাজে লাগানোর চেষ্টা কর । আজকালকার শিক্ষার্থীদের মধ্যে একটা বিষয় মহামারী ধারন করছে সেটা হল পরীক্ষার আগে তো প্রশ্নই পাওয়া যায় তো পড়াশোনাার কি দরকার । আবার আরেক দল শিক্ষার্থী সাজেশনের পিছনে দৌড়ায় । তুমি হয়ত একটু খোজাখুজি করে সাজেশনটা পাবে কিন্তু এতে করে তোমার সত্যিকারের মেধাটা চাপা পড়ে পাবে । তাই সবসময় ডিটেইলস পড়ার চেষ্টা করবে । আর যদি একান্তই প্রয়োজন হয় তবে সাজেশন ফলো করবে নতুবা নিজের মেধাকে কাজে লাগাবে । যারা পরীক্ষার প্রস্তুতির দিক থেকে পিছিয়ে তাদের জন্য আমরা তৈরি করেছি এইচএসসি পৌরনীতি ১ম পত্র সাজেশন। তাহলে দেখে নেওয়া যাক :

যারা পৌরনীতি ২য় পত্রের সাজেশনটি পাওনি তারা নিচের লিংক থেকে দেখে নিতে পার।

এইচএসসি পৌরনীতি ২য় পত্র সাজেশন

১ম অধ্যায় – পৌরনীতি ও সুশাসন পরিচিতি

*পৌরনীতির ধারণা : পৌরনীতির পরিধি ও বিষয় বস্তু, পৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
প্রামাণ্য সংজ্ঞা: এফ.আই. গ্লাউড, ই. এম. হোয়াইট।

*সুশাসন : সুশাসন এর উপাদান ও বৈশিষ্ট্য।
প্রামাণ্য সংজ্ঞা: বিশ্বব্যাংক, ম্যাককরনী।

*পৌরনীতির সাথে অন্যান্য শাখার সম্পর্ক : এই টপিক্স থেকে সৃজনশীল এর জন্য তেমন গুরুত্বপূর্ণ না। কিন্ত কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে যা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য পড়তে হবে ভাল করে।

গুরুত্বপূর্ণ উক্তিগুলো:
অধ্যাপক সিলি: “ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন।
ফকস: “What is morally wrong can never be politically right.”

২য় অধ্যায়: সুশাসন

 সুশাসন  অধ্যায়টি বর্ণনামূলক তাই এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি থেকে এক বা একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।  সুশাসনের সমস্যা, সমাধানের উপায়, সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও নাগরিকের করণীয়। এই টপিক্সগুলার মূল পয়েন্টগুলা মনে রাখলেই নিজের ভাষায় অনেক লেখা যাবে।

৩য় অধ্যায়: মূল্যবোধ, আ্‌ইন, স্বাধীনতা ও সাম্য

*মূল্যবোধ: বৈশিষ্ট্য, উপাদান, শ্রেণি বিভাগ।
প্রামাণ্য সংজ্ঞা: স্টুয়ার্ট সি ডড, এম. আর উইলিয়াম, এফ. ই. মেরিল।

*আইন: আইনের উৎস, শ্রেণিবিভাগ।
প্রামাণ্য সংজ্ঞা: এরিস্টটল, টমাস হবস, অধ্যাপক হল্যান্ড, জন অস্টিন, উড্রো উইলসন।
আইন মান্য করার কারণ: জন অস্টিন, লর্ড ব্রাইস, এরিস্টটল, জন লক।

*নৈতিকতা: উৎপত্তি।
প্রামাণ্য সংজ্ঞা: ম্যুর,
সক্রেটিস: সৎগুণই জ্ঞান(Virtue is knowledge)

*স্বাধীনতা: ভিবিন্ন রূপ, স্বাধীনতার রক্ষাকবচ।
প্রামাণ্য সংজ্ঞা: হার্বার্ট স্পেনসার, টি. এইচ. গ্রিন, শেলী।

গুরুত্বপূর্ণ উক্তি:
রুশো: “Man is born free, but everywhere he is in chain.”
রুজভেল্ট : ” অর্থনীতির স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি”।
জন লক: যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা থাকতে পারে না।
ল্যাস্কি: “যে রাষ্ট্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ক্ষমতা অতি মাত্রায় পুঞ্জীভূত, সেখানে কোন প্রকার স্বাধীনতা থাকতে পারে না”
নেভিনসন: “স্বাধীনতার সংগ্রাম কোন দিন শেষ হয়না, এর সংগ্রামের ক্ষেত্র কোনদিন নিরব থাকেনা। ”
বার্কার: “স্বাধীনতা ও আইনের বিরোধ নেই”
স্পেনসার: “আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী”।

*সাম্য: শ্রেণীবিভাগ ও গুরুত্ব।
প্রামাণ্য সংজ্ঞা: ল্যাস্কি।

 

৪র্থ অধ্যায়: ই-গভর্ন্যান্স ও সুশাসন

*ই-গভর্নেন্স: উদ্দেশ্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা/সুবিধা-অসুবিধা, প্রতিবন্ধকতা ও তা সমাধানের উপায়।
প্রামাণ্য সংজ্ঞা: বিশ্বব্যাংক, জাতি সংঘ।

৫ম অধ্যায়: নাগরিক অধিকার, কর্তব্য এবং মানবধিকার

*অধিকার: শ্রেণীবিভাগ।
প্রামাণ্য সংজ্ঞা: লাস্কি, আর্নেস্ট বার্কার।
উক্তি: লাস্কি: “জনগনেএ সার্বক্ষণিক সজাগ দৃষ্টিই স্বাধীনতা বা অধীকারের সতর্ক প্রহরী”।

*তথ্য অধিকার: সংজ্ঞা, প্রবর্তন এবং তথ্য অধিকারের লক্ষ্য ও উদ্দেশ্য।

*কর্তব্য : প্রকারভেদ, গুরুত্ব।
প্রামাণ্য সংজ্ঞা: লাস্কি, অধ্যাপক হবহাউস।
উক্তি: এরিস্টটল: “মানুষ স্বভাবতই রাজনৈতিক ও সামাজিক জীব এবং যে সমাজে বাস করেনা সে হয় পশু না হয় দেবতা”।

*মানবাধিকার ও মৌলিক অধিকার।

৬ষ্ঠ অধ্যায়: রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

*রাজনৈতিক দল: বৈশিষ্ট্য, কার্যাবলী, গনতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা।
প্রামাণ্য সংজ্ঞা: যোশেফ এস সুম্পিটার, এডমন্ড বার্ক, ম্যাকাইভার।

*উপদল: রাজনৈতিক দলের সাথে পার্থক্য।

*চাপসৃষ্টিককারী গোষ্ঠী

প্রামাণ্য সংজ্ঞা: আলফ্রেড গ্রাজিয়ার, এলান আর বল।

*নেতৃত্ব: প্রকারভেদ ও গুণাবলি।
প্রামাণ্য সংজ্ঞা: ডব্লিউ গুল্ডনার ও কিম্বল ইয়ং।

সৃজনশীল পরীক্ষায় ভালো মার্কস তোলার কিছু শর্টকাট কৌশল

৭ম অধ্যায়: সরকার কাঠামো

*সরকার:  শ্রেণীবিভাগ।

*গণতন্ত্র: দোষ, গুণ, সফলতার শর্ত।
প্রামাণ্য সংজ্ঞা: অধ্যাপক ডাইসি, আব্রাহাম লিংকন।

গুরুত্বপূর্ণ উক্তি:
লেকি: “গণতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা দরিদ্র, অজ্ঞ ও অকর্মণ্য ব্যক্তির শাসন”।
জন স্ট্রুয়াট মিল: “সর্বজনীন ভোটাধিকারের আগে সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে”।

*একনায়কতন্ত্র: বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, গণতন্ত্রের সাথে তুলনা।

*সংসদীয় শাসনব্যবস্থা : বৈশিষ্ট্য, দোষ-গুণ
প্রামাণ্য সংজ্ঞা: এ. ভি. ডাইসি, অধ্যাপক গার্নার।

*রাষ্ট্রপতি শাসিত সরকার: বৈশিষ্ট্য, দোষ-গুণ
প্রামাণ্য সংজ্ঞা: গার্নার, এফ আর সিলি।

* এককেন্দ্রিক সরকার : বৈশিষ্ট্য, দোষ-গুণ
প্রামাণ্য সংজ্ঞা: অধ্যাপক ডাইসি, অধ্যাপক গেটেল।

*যুক্তরাষ্ট্রীয় সরকার: বৈশিষ্ট্য, দোষ-গুণ, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলি
প্রামাণ্য সংজ্ঞা: ফাইনার, ডাইসি

* সরকারের অঙ্গসমূহ:
আইন বিভাগ: প্রকারভেদ, ক্ষমতা ও কার্যাবলি।
শাসন বিভাগ: ক্ষমতা ও কার্যাবলি।
বিচার বিভাগ:
প্রামাণ্য সংজ্ঞা: সিজউইক, লর্ড ব্রাইস, লাস্কি।
বিচার বিভাগের সংগঠন
বিচারকদের নিয়োগ পদ্ধতি
বিচার বিভাগে কার্যাবলি।

* বিচার বিভাগের স্বাধীনতা:
প্রামাণ্য সংজ্ঞা: কেন্ট, সিজউইক
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়।

*ক্ষমতার স্বতন্ত্রীকরণ:
উক্তি: এরিস্টটল, মন্টেস্কু।

পরীক্ষায় ভালো ফলাফল করার ১০টি কৌশল

৮ম অধ্যায়: জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

*জনমত:  বৈশিষ্ট্য, জনমতের বাহন
প্রামাণ্য সংজ্ঞা: কিম্বল ইয়ং, লর্ড ব্রাইস, স্টুয়ার্ট মিল।

*রাজনৈতিক সংস্কৃতি : বৈশিষ্ট্য
প্রামাণ্য সংজ্ঞা:এলান আর বল।

৯ম অধ্যায়:  জনসেবা ও আমলাতন্ত্র

*আমলাতন্ত্র: বৈশিষ্ট্য,কার্যাবলি, লালফিতার দৌরাত্ম
প্রামাণ্য সংজ্ঞা: অধ্যাপক ফাইনার।

১০ম অধ্যায়:  দেশপ্রেম ও জাতীয়তা

*জাতি
প্রামাণ্য সংজ্ঞা: লর্ড ব্রাইস, অধ্যাপক ম্যাকাইভার।

*জাতীয়তা: জাতীয়তার উপাদানসমূহ, জাতি ও জাতীয়তার পার্থক্য।
প্রামাণ্য সংজ্ঞা: স্টুয়ার্ট মিল, অধ্যাপক লাস্কি।

[বি:দ্র: এটি একটি সাজেশন মাত্র । এটা আপনার পরীক্ষার প্রস্তুতির সহায়ক কিন্তু ভিত্তি নয় ]

 

আমাদের অন্যান্য বিষয়ের সাজেশনগুলো পেতে নিচের লিংকে ক্লিক করুন।

এইচএসসি শর্টকাট সাজেশন ।

এইচএসসি বা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য জানতে চোখ রাখুন আমদের ফেইজবুক পেইজ এ অথবা যুক্ত হোন আমাদের সিক্রেট গ্রুপে ।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button