অন্যান্য

প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপ ফলাফল ২০২৪ (সংশোধিত রেজাল্ট )

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৪ (৩য় ধাপ) । প্রাইমারি পরীক্ষার ফলাফল (মেঘনা ও যমুনা সেট) ২০২৪ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট dpe.gov.bd এ প্রকাশ করা হবে । বিভিন্ন জাতীয় দৈনিকের বরাতে জানা যায়, চলতি বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপ ফলাফল ২০২৪

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিন ধাপে প্রকাশিত হয়েছিল এবং ভিন্ন ভিন্ন সময় অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। এই নিয়োগের অধীনে ২হাজার ছয় শত  প্রার্থীকে নিয়োগ দেয়া হবে। এ বছর  সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিন ধাপে সহকারী শিক্ষক পদে  প্রায়  ১১,৪৯,৪৩১ জন চাকরী প্রার্থী উল্লেখিত পদের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করেছে । উল্লেখ্য যে, প্রথম ধাপে (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৭০০ জন। দ্বিতীয় ধাপে (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগ) আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। ইতিমধ্যে ১ম ও২য় ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে।

তৃতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) আবেদন করেছেন ৩ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন। বিভিন্ন সুত্র মতে ৩য় ধাপের ফলাফল ২১ এপ্রিল ২০২৪ প্রকাশিত হবে।

সহকারী শিক্ষক ৩য় গ্রুপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) এর প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ

প্রাইমারি নিয়োগ ফলাফল পরিসংখ্যান

ধাপ জেলার সংখ্যা লিখিত পরীক্ষায় পাস লিখিত পরীক্ষার
ফলাফলের তারিখ
১ম ধাপের পরীক্ষা ১৮ জেলা ৯৩৩৭ জন ২০ ডিসেম্বর ২০২৩
২য় ধাপের পরীক্ষা ২২ জেলা

২০,৬৪৭ জন

২০ ফেব্রুয়ারি ২০২৪
৩য় ধাপের পরীক্ষা ২১ জেলা

৪৬১৯৯ জন

২১ এপ্রিল ২০২৪
মোট = ৭৬১৮৩ জন

প্রাইমারিতে ৩ ধাপে মোট ৭৬১৮৩জন উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময় জানানো হবে।

438245610-348687681548522-6004131180470722024-n

 ঢাকা ও চট্টগ্রাম বিভাগ  প্রাইমারি পরীক্ষার ফল ২১ এপ্রিল-২০২৪

আজ ২১ এপ্রিল ২০২৪ তারিখে  ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আমাদের ওয়েবসাইট ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় ৩ লাখ ৪০ হাজার প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ লিখিত পরীক্ষার ফলাফল-২য় গ্রুপ (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের  ফলাফল ২১ এপ্রিল ২০২৪ ডিপিই’র ওয়েবসাইটে (http://www.dpe.gov.bd) ফল প্রকাশ করা হবে (ফলাফলের pdf কপি ডাউনলোডের লিংক নিচে দেয়া আছে) এছাড়া, প্রার্থীদের মোবাইলে ফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানানো হবে।


Primary Viva Result 2022

  • প্রথমত, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (DPE) অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • ওয়েবসাইটে যেতে সরাসরি এই লিঙ্কে ক্লিক করুন- dpe.gov.bd
  • ওয়েবসাইটের হোমপেজে অবস্থিত নোটিশ বোর্ডটি খুঁজুন।
  • তারপর সহকারী শিক্ষক নিয়োগ- সহকারী শিক্ষক নির্বাচন-২০২৪ (৩য় ধাপ ফলাফল) ফাইলটিতে ক্লিক করুন এবং পিডিএফ ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে শুরু করবে।
  • ফাইলটি ওপেন করে আপনার রোল নম্বরটি খুজুন ।

সহকারী শিক্ষক ৩য় গ্রুপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ সংশোধিত ফলাফল

২১/০৪/২০২৪ তারিখ দুপুরে প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র আইআইসিটি, বুয়েটের কারিগরি টিম ইতোমধ্যে পূনঃমূল্যায়ন কাজ শুরু করে। পরে ২১/০৪/২০২৪ তারিখ রাত ১২ ঘটিকার মধ্যে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পূনঃমূল্যায়নপূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।
DPE-3rd-phase-Written-Result-page-0001

৩য় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল

গত ২৯ মার্চ ৩য় ধাপের  প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  ২১ জেলার  পরীক্ষা নেওয়া হয়।  উল্লেখ্য, ১ম ধাপে দেশের ১৮টি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ৮ ডিসেম্বর ২০২৩, এর ফলাফল গত ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে । পরীক্ষার ১২ দিনের মাথায় প্রকাশিত ফলে ৯৩৩৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। এরপর গত ২ ফেব্রুয়ারি ২২ টি জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। সবশেষ, গত ২৯ মার্চ ২১ জেলায় পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৩ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী।
AT-3rd-phase-Written-Result-page-0002

মৌখিক পরীক্ষার জন্য নির্দেশনা

লিখিত পরীক্ষায় যেসব প্রার্থীরা পাশ করেছেন এবং মৌখিক পরীক্ষায় অংশ নেবেন, সেসব প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার স্বপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ পোষ্য সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি (সত্যায়িত) জমা প্রদানের সময় ওইসব কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের মৌখিক পরীক্ষার কার্ড দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষার সময় এসব কাগজপত্রের মূল-কপি সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এবং তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আমাদের সাইট থেকে যারা ফলাফল দেখলেন তারা  অন্যদের মাঝে পোষ্টটি শেয়ার করুন।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!