বিদ্যালয়ে ভর্তি লটারির ফলাফল ২০২৪ – gsa.teletalk.com.bd
দেশের সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি রেজাল্ট 2024 । বিদ্যালয় ভর্তি লটারির ফলাফল ২০২৪ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জিএসএ ওয়েবসাইট gsa.teletalk.com.bd এ প্রকাশ করা হবে । স্কল ভর্তির আবেদন গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখে শেষ হয় এবং আবেদনকারীরা ভর্তি লটারি ফলাফল দেখার জন্য অপেক্ষা করছেন । আজকে আমরা সরকারি ও বেসরকারি বিদ্যালয় ভর্তি ফলাফল দেখার বিস্তারিত আলোচনা করব । ইংরেজীতে দেখুন
বিদ্যালয়ে ভর্তি লটারির ফলাফল ২০২৪ – gsa.teletalk.com.bd
দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে অনলাইন ভর্তির আবেদন গ্রহণ করা হয় gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে । আবেদনকারীরা তাদের পছন্দের সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবেন । একই বিদ্যালয়ে দুইটি শিফটের জন্য আবেদন করলেও দুটি পছন্দক্রম বলে বিবেচিত হবে। প্রার্থীদের ভর্তির জন্য আলাদাভাবে কোন ভর্তি পরীক্ষার প্রয়োজন নেই কারণ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশির) তত্ত্ববধায়নে ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যালয়গুলো তাদের প্রার্থী নির্বাচর করবে । নভেম্বর মাসের ডিজিটাল লটারি হবে ২১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সকল বিদ্যালয় ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ।
একনজরে |
---|
লটারির ফলাফল প্রকাশ: ২১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে
ফলাফল লিংক: gsa.teletalk.com.bd |
সরকারি ও বেসরকারি বিদ্যালয় ভর্তি ফলাফল ২০২৪
বর্তমানে বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২০ হাজার ৩১৬ টি। তার মধ্যে নিম্নমাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে অস্টম) ২ হাজার ৩৫৭টি, মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম) ১৬ হাজার ৫১৬টি এবং স্কুল অ্যান্ড কলেজ ১ হাজার ৪৪৩টি। এই সকল বিদ্যালয়গুলোর ভর্তির অনলাইন কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশির) ডিজিটাল ওয়েবসাইটের মাধ্যমে নিয়ন্ত্রন করা হচ্ছে । প্রার্থীরা আবেদনের সময় একটি ইউনিট আইডি পান, যার মাধ্যমে বিদ্যালয় ভর্তি ফলাফল ২০২৪ দেখতে পারবেন ।
সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ফলাফল
দেশের যেকোন সরকারি মাধ্যমিক স্কুলের আবেদনকারী তার নির্দিষ্ট ইউজার আইডি ব্যবহার করে লটারি ভর্তি ফলাফল দেখতে পারবেন । লটারি রেজাল্ট দেখার সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে দেওয়া হল –
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জিএসএ ওয়েবসাইট gsa.teletalk.com.bd এ প্রবেশ করুন ।
- ‘ ফলাফল অনুসন্ধান (সরকারি)’ বিভাগে ক্লিক করুন ।
- আপনার ইউজার আইডি (User ID) লিখুন ।
- তারপর “Submit” বাটনে ক্লিক করুন ।
- আপনার প্রদত্ত তথ্য সঠিক থাকলে আপনার নামসহ কাঙ্খিত ফলাফল দেখতে পাবেন ।
বেসরকারি বিদ্যালয় ভর্তির লটারি ফলাফল
দেশের সরকারি বিদ্যালয়গুলোর মতই বেসরকারি বিদ্যালয়গুলো অনলাইনে আবেদন গ্রহন করছে এবং নির্দিষ্ট ইউজার আইডি ব্যবহার করে লটারি ভর্তি ফলাফল দেখতে পাওয়া যাবে । বেসরকারি স্কুল লটারি রেজাল্ট দেখার সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে দেওয়া হল –
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট gsa.teletalk.com.bd এ প্রবেশ করুন ।
- ‘ ফলাফল অনুসন্ধান (বেসরকারি)’ বিভাগে ক্লিক করুন ।
- আপনার ইউজার আইডি (User ID) লিখুন ।
- তারপর “Submit” বাটনে ক্লিক করুন ।
- আপনার প্রদত্ত তথ্য সঠিক থাকলে আপনার নামসহ কাঙ্খিত ভর্তি ফলাফল দেখতে পাবেন ।
বিদ্যালয়ভিত্তিক ভর্তি ফলাফল ২০২৪
নির্দিষ্ট আবেদনকারী ছাড়াও যেকোন ব্যক্তি চাইলে দেশের যেকোন সরকারি বা বেসরকারি বিদ্যালয় ভর্তি ফলাফলের পূর্ণাঙ্গ তালিকা পিডিএফ ডাউনলোড করতে পারবেন । বিদ্যালয় ভিত্তিক স্কুল ভর্তির লটারি রেজাল্ট দেখতে নিচের ধাপগুলো অনুসরন করুন ।
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিদ্যালয় ভর্তি বিষয়ক টেলিটক ওয়েবসাইট gsa.teletalk.com.bd এ প্রবেশ করুন ।
- ‘ ফলাফলের পূর্ণাঙ্গ তালিকা (সরকারি/বেসরকারি)’ বিভাগে ক্লিক করুন ।
- আপনার বিভাগ নির্বাচন করুন ।
- আপনার জেলা নির্বাচন করুন ।
- আপনার উপজেলা নির্বাচন করুন ।
- সঠিকভাবে স্থান নির্বাচন করা হলে উক্ত স্থানের বিদ্যালয়সমূহের তালিকা দেখাবে ।
- উক্ত তালিকা থেকে আপনার কাঙ্খিত বিদ্যালয়ে ক্লিক করুন ।
- সর্বশেষ আপনি আপনার লটারি ফলাফলের তালিকা দেখতে পাবেন ।
ইউজার আইডি (USER ID) অথবা পিন নম্বর ভুলে গেলে করণীয়
সরকারি বা বেসরকারি বিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য ইউজার আইডি (USER ID) ও পিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয় । অনেক সময় আবেদনকারীরা অসাবধানতার কারণে ইউজার আইডি (USER ID) ও পিন নম্বর হারিয়ে ফেলেন, আপনি যদি তাদের মধ্যে একহজন হোন তাহলে নিচের পদ্ধতি অনুসরন করুন ।
অনলাইনের মাধ্যমে
আপনি যদি সরকারি স্কুলের আবদনকারী হোন তবে এই লিংকে গিয়ে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি লিখে সাবমিট দিলেই আপনার ইউজার আইডিটি পেয়ে যাবেন । বেসরকারি স্কুলের আবেদনকারীরা এই লিংক থেকে ইউজার আইডি পুনরুদ্ধার করতে পারবেন ।
এসএমএসের মাধ্যমে
- যদি User ID জানা থাকেঃ GSA <স্পেস> Help <স্পেস> User <স্পেস> User ID লিখে এই 16222 নাম্বারে ম্যাসেজ সেন্ড করুন।
- যদি PIN নাম্বার জানা থাকেঃ GSA <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN No লিখে এই 16222 নাম্বারে ম্যাসেজ সেন্ড করুন।
অন্য সকল বছরের মত এবছরও নভেম্বর মাস থেকে পরবর্তী বছরের বিদ্যালয় ভর্তির প্রক্রিয়া শুরু হয় এবং ডিসেম্বরের মধ্যে সকল আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারীতে ক্লাশ শুরু হবে । আপনি যদি সবার আগের এনসিটিবির বই সংগ্রহ করতে চান তবে আমাদের এই আর্টিকেলটি দেখতে পারেন ”২০২৪ সালের সকল শ্রেণীর বই পিডিএফ”