চাকরির নিয়োগ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ । ৭১২ পদের জব সার্কুলার।

বিভিন্ন পদে নির্দিষ্ট সংখ্যক শূন্যস্থানে লোকবল নিয়োগ করার লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ করেছে। বিবিএস চাকরির বিজ্ঞপ্তি ২০২০ কর্তৃপক্ষের দাপ্তরিক ওয়েবসাইট www.bbs.com.bd-তে প্রকাশিত হয়। ডাউনলোড করে নিন ৭১২ পদের পরিসংখ্যান জব সার্কুলার ২০২০  পিডিএফ ফাইলটি। এছাড়া আবেদন সংক্রান্ত সকল প্রকার নির্দেশনা,তথ্য কিংবা আলোচনা পেতে এই আর্টিকেলটিতে চোখ রাখুন এবং যে কোন প্রয়োজনে কমেন্ট করুন নিচে প্রদত্ত কমেন্ট বক্সে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

১৫ জুলাই ২০২০ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজস্ব খাত ভুক্ত নিম্নবর্ণিত শ্যূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এ নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বিবিএস চাকরির টাইমলাইন
  • আবেদনের সময়সীমাঃ.১৬ জুলাই সকাল ১০ঃ০০ টা হতে ১৫ সেপ্টেম্বর বিকাল ০৫ঃ০০ টা পর্যন্ত।
  • আবেদন ফীঃ পদ অনুসারে।
  • শূন্যপদ সংখ্যাঃ ৭১২ টি।
  • বেতনঃ পদ অনুসারে।
  • শিক্ষাগত যোগ্যতাঃ পদ অনুসারে।
  • আবেদন লিংকঃ নিচে দেখুন।

বিবিএস নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর ন্যুনতম যোগ্যতা

  1. জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ০৩/০২/২০২০ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে।  মুক্তিযোদ্ধার সন্তান/ প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।বয়স প্রমাণের সনদ মোখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
  2. সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের  অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মোখিক পরীক্ষার সময় প্রদশন করতে হবে।

 পরিসংখ্যান ব্যুরো জব সার্কুলার ২০২০

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জব সার্কুলার ২০২০ ডাউনলোড করতে নিচে প্রদত্ত “বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন” বাটনে ক্লিক করুন।এছাড়া আপনি এখান থেকে সরাসরি আবেদন ও করতে পারবেন সরাসরি আবেদন করতে ক্লিক করুন “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।অবশ্য আবেদনের পূর্বে সার্কুলারটি যথাযথ মনোযোগ সহকারে পড়ে ভালোভাবে বুঝে আবেদন করুন এবং যথাসময়ে আবেদন ফি ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এ উল্লিখিত নিয়ম অনুসারে প্রদান করুন।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি

ব্যুরো জব সার্কুলার আবেদন প্রক্রিয়া

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এ আবেদন করতে সর্বপ্রথন উপরে প্রদত্ত “আবেদন করুন” বাতনে ক্লিক করুন আমাদের সিটেম আপনাকে ব্যুরো জব সার্কুলারের অফিসিয়াল ওয়াব সাইট bbs.teletalk.com.bd তে রিডাইরেক্ট করবে। সেখানে আপনার যথাযথ তথ্যসমূহ দিয়ে ফর্মটি পূরন করুন। অবশ্যই এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ পত্র  সাথে নিয়ে বসুন এবং নির্ভুল ভাবে আবেদনটি সম্পন্ন করুন। এরপর ব্যুরো চাকরির বিজ্ঞপ্তি অনুসারে আপনার আবেদনকৃত পদ সমূহের জন্য আবেদন ফি পরিশোধ করুন।

  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bbs.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
    উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগন Online এ আবেদনপত্র Submit এর সময় হতে পরবর্তী ৭২ (বাহাত্তর)  ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
  •  Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈঘ ৩০০* প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি ( দৈঘ ৩০০* প্রস্থ ৩০০ pixel)স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।
  • Online এ আবেদনপত্র  পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কাযক্রমে ব্যাবহার হবে, সেহেতু অনলাইনে এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  • পাবলিক হেলথ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক ডকুমেণ্ট হিসেবে আবশ্যিকভাবে সংরক্ষণ করবেন।
  • SMS প্রেরনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রধানঃ Online এ আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পূর্ণ হলে কম্পিউটারে  ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পূর্ণ করা প্রার্থীগন নিজ ছবি, স্বাক্ষর এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী  নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন  Teletalk Pre paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) SMS প্রেরন করে পরীক্ষার ফি অনধিক ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে।এখানে বিশেষভাবে উল্লেখ্য Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online এ Submit কৃত আবেদনপত্র কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। 

টেলিটক আবেদন প্রক্রিয়া –bbs.teletalk.com.bd

ব্যুরো চাকরির বিজ্ঞপ্তি ২০২০ অনুসারে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে এসএমএস প্রতি ২.৪৪ পয়সা চার্জ প্রযোজ্য।

বিঃদ্রঃ অবশ্যই সিমে আবেদন ফি এবং দুইটি এসএমএস এর খরচ সহ পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে।

প্রথম SMS:  BBS <space>User ID

লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: BBS  ABCDEF
Reply: Applicants Name Tk 112/- will be charged as applications fee Your PIN is xxxxxxx

দ্বিতীয় SMS: BBS <space> Yes <space> PIN

লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: BBS Yes *************


Reply: Congratulations! Applicants Name, Payment completed successfully for DPHE Application for post *************** User ID is (ABCDEF) Password (************)

দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS ও Password  পাবেন। এই Password  টি Admit Card Download এর জন্য প্রার্থী  সংরক্ষণ করবেন।


চাকরি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

admissionwar-fb-page

aw-fb-group

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!