৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২০২১ । ৬ষ্ঠ,৭ম,৮ম ও ৯ম শ্রেণি
ষষ্ঠ থেকে নবম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠসূচির আলােকে ৮ম সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর । ৬ষ্ঠ,৭ম,৮ম ও ৯ম শ্রেণির এসাইনমেন্ট ২০২১ মাওশি ওয়েবসাইট dshe.gov.bd প্রকাশিত করা হয়েছে । ২০২১ শিক্ষাবর্ষেও শিক্ষা প্রতিষ্ঠান খুলতে না পারায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাওশি) পূণরায় নির্ধারিত কাজ বা এ্যাসাইনমেণ্ট নেওয়া জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে । আজকে আমরা সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ সম্পর্কে বিস্তারিত জানব ।
৮ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২০২১
কোভিড-১৯ মহামারীর কারণে এবছরের এপ্রিল মাসের শেষের চলমান নির্ধারিত কাজ (এসাইনমেন্ট) কার্যক্রম স্থগিত করা হয় এবং পরবর্তীতে মে মাসের ২৪ তারিখে পূণরায় এ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু করা হয়। ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার ধারা বজায় রাখার জন্য পূণরায় ৬ষ্ঠ,৭ম,৮ম ও ৯ম শ্রেণির বিভিন্ন বিষয়ের উপর এসাইনমেন্ট গ্রহন করার প্রক্রিয়া চলতে থাকবে ।
ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর নির্ধারিত কাজ
সপ্তাহ শুরুর প্রথম দুইদিন পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাওশি) এর অফিসিয়াল ওয়েবসাইটে এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলাে নোটিশ আকারে দেওয়া হবে । সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে সরাসরি অনলাইনে নতুন এ্যাসাইনমেন্ট গ্রহণ করবে।
নির্ধারিত কাজের আওতায় বিভিন্ন অধ্যায়ের ব্যাখ্যামূলক প্রশ্ন, নিবন্ধ, রচনা,সাহিত্য পর্যালােচনা, কেইস স্টাডি, সারসংক্ষেপ, সারাংশ লিখন, মডেল, চার্ট, পোষ্টার তৈরি, অংকন, প্রতিবেদন প্রণয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।
৮ম শ্রেণীর এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১
ষষ্ঠ শ্রেণীর মোট উনিষটি পাঠ্য বিষয় রয়েছে । প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি বিষয়ের উপর নির্ধারিত কাজ বা এসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হবে । নির্ধারিত সপ্তাহের কাজ শেষ করে জমা দেওয়ার পর, পরবর্তী সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হবে । ৬ষ্ঠ শ্রেণীর সকল এ্যাসাইনমেন্ট প্রকাশিত হওয়ার পরপরই এর উত্তর আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে ।
৮ম সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর
ষষ্ঠ শ্রেণীর জন্য ৮ম সপ্তাহে ০২ বিষয়ের এসাইনমেন্ট দেওয়া হবে। বিষয়গুলো হল- ০৩টি হলো ইংরেজী ও চারুকলা।
- ৬ষ্ঠ শ্রেণী ইংরেজী এসাইনমেন্ট
- ৬ষ্ঠ শ্রেণী চারুকারু কলা এসাইনমেন্ট
পরবর্তী সপ্তাহের বিষয়সমূহ
- ৯ম সপ্তাহ – বাংলা এবং বিজ্ঞান
- ১০ম সপ্তাহ – বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
- ১১ তম সপ্তাহ- ইংরেজী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- ১২ তম সপ্তাহ- বিজ্ঞান এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা
৭ম শ্রেণীর এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১
ষষ্ঠর মত সপ্তম শ্রেণীতেও মোট উনিষটি পাঠ্য বিষয় রয়েছে । তবে এখান থেকে কিছু বিষয়কে হয়ত নির্ধারিত কাজের বাইরে রাখা হতে পারে যেমন: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি । ২০ মার্চ থেকে প্রতি সপ্তাহে তিন থেকে চারটি বিষয়ের উপর নির্ধারিত কাজ বা এসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হবে । নির্ধারিত সপ্তাহের কাজ শেষ করে জমা দেওয়ার পর, পরবর্তী সপ্তাহের এসাইনমেন্ট বা নির্ধারিত কাজের প্রশ্ন দেওয়া হবে । ৭ম শ্রেণীর সকল বিষয়ের এ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে এবং নিচে প্রশ্ন ও উত্তর লিংক যুক্ত করা হয়েছে ।
৮ম সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণীর জন্য অষ্টম সপ্তাহে ০২ টি বিষয়ের এসাইনমেন্ট দেওয়া হবে। এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর নিচে দিয়ে দেওয়া হয়েছে।
- ৭ম শ্রেণী ইংরেজী এসাইনমেন্ট
- ৭ম শ্রেণী চারু ও কারুকলা এসাইনমেন্ট
পরবর্তী সপ্তাহের বিষয়সমূহ
-
- ৯ম সপ্তাহ – বাংলা এবং বিজ্ঞান
- ১০ম সপ্তাহ – বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
- ১১ তম সপ্তাহ- ইংরেজী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- ১২ তম সপ্তাহ- বিজ্ঞান এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা
৮ম শ্রেণীর এসাইনমেন্ট সমাধান ২০২১
অষ্টম শ্রেণীর বিষয়গুলো ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সাথে সামাঞ্জস্য রয়েছে । কয়েকটি বিষয়ের উপর এক বা একাধিক এ্যাসাইনমেন্ট নেওয়া হতে পারে । ৮ম শ্রেণীর ৮ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে ।
৮ম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর
অষ্টম শ্রেণীর জন্যও ৮ম সপ্তাহে ০২টি বিষয়ের এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হবে।
- ৮ম শ্রেণী ইংরেজী এসাইনমেন্ট
- ৮ম শ্রেণী চারু ও কারু কলা এসাইনমেন্ট
পরবর্তী সপ্তাহের বিষয়সমূহ
- ৯ম সপ্তাহ – বাংলা এবং বিজ্ঞান
- ১০ম সপ্তাহ – বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
- ১১ তম সপ্তাহ- ইংরেজী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- ১২ তম সপ্তাহ- বিজ্ঞান এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা
৯ম শ্রেণীর এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১
নবম শ্রেণীতে আবশ্যিক ও তিনটি বিভাগ মিলে মোট ত্রিশটি বিষয় রয়েছে । প্রতি সপ্তাহে আবশ্যিক বিষয়ের পাশাপাশি নিজ নিজ বিভাগের দুই থেকে তিনটি বিষয়ের উপর নির্ধারিত কাজ জমা দিতে হবে । নিচে ৯ম শ্রেণির আবশ্যিক বিষয়সহ তিনটি বিভাগের বিষয়সমূহের এ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর দেওয়া হল ।
৮ম সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর
নবম শ্রেণীর জন্যও ৮ম সপ্তাহে চারটি বিষয়ের উপর এসাইনমেন্ট দেওয়া হবে । প্রতি সপ্তাহের মত এ সপ্তাহেও নবম শ্রেণীর এসাইনমেন্ট উত্তর নিচে দেওয়া হবে।
- ৯ম শ্রেণী বাংলা এসাইনমেন্ট
- ৯ম শ্রেণী উচ্চতর গণিত এ্যাসাইনমেন্ট
- ৯ম শ্রেণী কৃষি শিক্ষা এসাইনমেন্ট
- ৯ম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট
- অর্থনীতি এসাইনমেন্ট
- চারুকলা এসাইনমেন্ট
শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা
১. নির্ধারিত কাজ সঠিকভাকে সম্পদনের মাধ্যমে পরবর্তী শ্রেণির পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে। তাই এসব এসাইনমেন্ট মনযোগ সহকারে সম্পন্ন করতে হবে।
২. এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৈরি করতে এনসিটিবি প্রণীত ও প্রকাশিত ২০১১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার
করলেই চলবে।
৩. মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নােট, গাইড বা অন্যের লেখা
দেখে এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিলে তা বাতিল হয়ে যাবে এবং পুনরায় সেই এসাইনমেন্ট জমা দিতে হবে;
৬. নির্ধারিত কাজ নিজের হাতে লিখতে হবে। এতে হাতের লেখার যেমন অনুশীলন হবে তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে;
৫. এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লেখার ক্ষেত্রে যে কোনাে কাগজ ব্যবহার করলেই চলবে। এ্যাসাইনমেন্টের ১ম পৃষ্ঠায়
শিক্ষার্থীর নাম, শ্রেণি, আইডি, বিষয় ও এ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজের শিরোনাম স্পষ্টভাবে লিখতে হবে।