বিদ্যালয় ভর্তি

সরকারি স্কুল ভর্তি লটারি রেজাল্ট ২০২৫

২০২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি  মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি রেজাল্ট: সরকারি স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২৫ দেখা যাবে মাউশি এর অফিসিয়াল ওয়েবসাইট  gsa.teletalk.com.bd এ থেকে। আগের বছর গুলোর মত এবারও সরকারি স্কুল ভর্তি রেজাল্ট 2025 প্রকাশিত হবে লটারি পদ্ধতিতে। এ বছর অনলাইনে ভর্তির আবেদন ১২ নভেম্বর বেলা ১১টা থেকে অনলাইনে শুরু হয়েছিল যা শেষ হয় ৩০ নভেম্বর বিকেল ৫টায়। ১৮ দিনের এ আবেদন প্রক্রিয়া শেষে এবার ফলাফল পাওয়ার পালা নিচে আমরা ভর্তি ফলাফল দেখার নিয়ম বিস্তারিত আলোচনা করব ।

সরকারি স্কুল ভর্তি লটারি রেজাল্ট ২০২৫

আমাদের দেশের প্রায় সকল অভিভাবক তাদের সন্তানদেরকে ভালো স্কুলে ভর্তির জন্য চেষ্টা করেন এবং এ বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। তাই দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে ১ম, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হওয়ার সাথে সাথেই তাদের পছন্দমত স্কুলের আবেদন করেন। যেহেতু এবারও ভর্তি পরীক্ষা হচ্ছে না তাই ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া হবে। তাই অনেকটা ভাগ্যের উপর নির্ভর করেই সরকারি স্কুল ভর্তি লটারি রেজাল্ট ২০২৫ এর পর যার যার মনোনিত স্কুলে ভর্তি হতে হয়।

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যানুসারে, এবার সরকারি বেসরকারি মিলিয়ে ১৮ দিনে মোট আবেদন পড়েছে ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ টি। যার মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি। যাইহোক আবেদন প্রক্রিয়া শেষে বিশাল সংখ্যক শিক্ষার্থী ফলাফল লাভের আশায় অপেক্ষার প্রহর গুনছে। চিন্তার কোন কারণ নাই আমাদের এ পোস্টের মাধ্যমে তারা রেজাল্ট লাভের সকল নিয়মাবলী পেয়ে যাবেন।

সরকারি স্কুল ভর্তি ফলাফল ২০২৫

সরকারি স্কুলে ভর্তি হতে পরাটা যেন সোনার হরিণ হাতে পাওয়ার মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে কেননা বেসরকারী স্কুলের জন্য আবেদন করা হয়েছে সরকারি বিদ্যালয়ের অর্ধেক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাওয়া তথ্যমতে, ১২ নভেম্বর  ভর্তির আবেদন শুরর পর শিক্ষার্থীদের সরকারি স্কুলে আবেদন করার জোয়ার দেখা গিয়েছে, সময় শেষ হয়ে আসার সাথে সাথে তা আরো বেড়েছে। যাইহোক আবেদনের পর এবার সরকারি স্কুল ভর্তি ফলাফল ২০২৫ পাওয়ার পালা।

মাউশির সভার সিদ্ধান্ত অনুযায়ী- আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে  ১২ ডিসেম্বর ডিজিটাল লটারির কার্যক্রম শেষে ফল প্রকাশ করা হতে পারে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা আমাদের দেখানো নিয়মানুসারে নিচের লিংকগুলো থেকে ফলাফল সংগ্রহ কর।

গভর্নমেন্ট স্কুল ভর্তি লটারি রেজাল্ট gsa.teletalk.com.bd

ফলাফল প্রকাশিত হওয়ার দিন অনেকেই কিভাবে গভর্নমেন্ট স্কুল ভর্তি লটারি রেজাল্ট বের করতে হয় তা জানে না। না জানার কারণে তাদের অনেক সমস্যা পোহাতে হয় বা অন্যের নিকট ধারস্ত হতে হয়। যদি কেউ আমাদের দেখানো নিচের নিয়মগুলো অনুসরণ করে তাহলে খুব সহজেই তারা ফলাফল দেখতে পারবে। তাই সরকারী বিদ্যালয় ভর্তির লটারির রেজাল্ট পেতে নিম্নোক্ত নির্দেশনাগুলি অনুসরণ করুন:

  • সর্বপ্রথম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর  অফিসিয়াল ওয়েবসাইট gsa.teletalk.com.bd ভিজিট করুন।
  • তারপর ‘ফলাফল’ বিভাগে যেতে হবে।
  • এখন “ফলাফল অনুসন্ধান (সরকারি)” বাটনে ক্লিক করতে হবে।
  • লটারির ফলাফল জানতে ইউজার আইডি (User ID) লিখতে হবে।
  • এবার submit বাটনে ক্লিক করতে হবে।
  • সবশেষে submit বাটনে ক্লিক করার পর স্কুলের নাম এবং অর্জিত ফলাফল দেখা যাবে।


2


User ID অথবা PIN নম্বর ভুলে গেলে তা কিভাবে পুনরুদ্ধার করব?

যদি কেউ password/পাসওয়ার্ড বা পিন ভুলে যায় তাহলে হতাশ হওয়ার কারণ নাই কেননা নিচের নিয়ম অনুসরণ করে User ID এবং PIN নম্বরটি খুব সহজেই পুনরুদ্ধার করা যায়।

  • যদি User ID জানা থাকেঃ GSA <স্পেস> Help <স্পেস> User <স্পেস> User ID লিখে এই 16222 নাম্বারে ম্যাসেজ সেন্ড করুন।
  • যদি PIN নাম্বার জানা থাকেঃ GSA <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN No লিখে এই 16222 নাম্বারে ম্যাসেজ সেন্ড করুন।

এরপর পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

সরকারি জিলা স্কুল ভর্তি লটারি রেজাল্ট ২০২৫

ব্রিটিশ শাসনের সময় প্রতিষ্ঠিত পুরোনো মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জিলা স্কুল বলা হয়। সমগ্র বাংলাদেশে মোট জিলা স্কুল রয়েছে ১৫টি। আমাদের এ পোস্টে আমরা সকল জিলা স্কুলের ফলাফল দিয়ে দিব আর সেগুলো হল- কুমিল্লা জিলা স্কুল, কুষ্টিয়া জিলা স্কুল , খুলনা জিলা স্কুল, জামালপুর জিলা স্কুল,দিনাজপুর জিলা স্কুল, নওগাঁ জিলা স্কুল, নোয়াখালী জিলা স্কুল, পাবনা জিলা স্কুল, ফরিদপুর জিলা স্কুল, বগুড়া জিলা স্কুল,বরগুনা জিলা স্কুল, বরিশাল জিলা স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল,  যশোর জিলা স্কুল  ও রংপুর জিলা স্কুল।দেশের সকল জিলা স্কুলের ভর্তি লটারি রেজাল্ট ২০২৫ এ পোস্টের মাধ্যমে দেখতে পাবেন।

মেধা-অপেক্ষমাণ তালিকা প্রকাশ

ডিজিটাল লটারির ফল প্রকাশের পর এবার চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পালা আর এ ভর্তি কার্যক্রম শুরু হবে ১৭ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে ২১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে। আর যদি ২য় অপেক্ষমাণ তালিকা দেখতে চান তাহলে অপেক্ষা করতে হবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

চূড়ান্ত ভর্তির ফি ও অন্যান্য খরচ

পোস্টের এ অংশে আমরা আলোচনা করব সেশন চার্জসহ ভর্তি ফির ব্যাপারে। এবার ঢাকা শহরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ ভর্তি ফি হবে ৫ হাজার টাকা, আংশিক এমপিওভুক্ত ৮ হাজার টাকা আর  ইংরেজি ভার্সনে ভর্তি ফি ১০ হাজার টাকা। ঢাকা বাদে মহানগর এলাকায় ভর্তি ফি ৩ হাজার টাকা আর উপজেলা ও পৌর এলাকায় ১ হাজার টাকা। আর দেশের গ্রামের বিদ্যালয়গুলোতে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ৫০০ টাকার বেশি হবে না।

উন্নয়ন ফি হিসাবে রাজধানীর স্কুলগুলো ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর পুনঃভর্তি ফি নিতে পারবে না তবে সেশন চার্জ  নিতে পারবা।

আজ আর না আশা করি অন্য কোন দিন অন্যকোন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!