১৫ তম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ২০২১। (৬ষ্ঠ,৭ম,৮ম ও ৯ম শ্রেণি)

১৫ তম এসাইনমেন্টের প্রশ্ন পিডিএফ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ওয়েবসাইট www.dshe.gov.bd এ প্রকাশ করা হয়েছে । পনেরতম এসাইনমেন্টের সকল প্রয়োজনীয় তথ্যাবলী নিচে আলোচনা করা হল ।
১৫তম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ২০২১
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির জন্য ১৫তম সপ্তাহের এসাইনমেন্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ৭ই সেপ্টেম্বার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলোকে বিতরণ করা হয়েছে।
৬ষ্ঠ, ৭ম এবং ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা এই দুই বিষয়ের উপর এসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে । ৯ম শ্রেণির জন্য রয়েছে গণিত ও নিজ নিজ ধর্ম শিক্ষার উপর এসাইনমেন্ট।
৬ষ্ঠ শ্রেনীর এসাইনমেন্ট
এই পনের তম সপ্তাহে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের দুই বিষয়ের উপর এসাইনমেন্টের প্রশ্ন প্রকাশ করা হয়েছেঃ ১. বিজ্ঞান এবং ২. কর্ম ও জীবনমুখী শিক্ষা।
বিজ্ঞান
বিজ্ঞান বিষয়ের চতুর্থ এসাইনমেন্ট প্রশ্ন মূল বই এর পঞ্চম অধ্যায়ঃ সালোকসংশ্লেষণ হতে নেওয়া হয়েছে।
নির্ধারিত কাজ:
পঞ্চম অধ্যায় এর পাঠ ১-২, পাঠ ৩-৬ এবং পাঠ ৭ এর আলোকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে, এই অনুচ্ছেদের আলোকে নিচের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে।
প্রশ্ন ১- এই বিশেষ প্রক্রিয়ার নাম কি? কেন এটি শুধু সবুজ উদ্ভিদের ঘটে?
প্রশ্ন ২- সামগ্রিক প্রক্রিয়াটি দেখাও এবং অক্সিজেন বের হওয়ার, পরীক্ষা করার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধা ব্যাখ্যা করো।
প্রশ্ন ৩- এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণীকুলের জন্য হুমকিস্বরূপ হবে কিনা যুক্তিকতা নিরূপণ করো।
কর্ম ও জীবনমুখী শিক্ষা
কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ক তৃতীয় এসাইনমেন্ট মূল বইয়ের প্রথম অধ্যায়ের কর্মেই আনন্দ হতে নেওয়া হয়েছে।
নির্ধারিত কাজ:
তোমার পরিবারের কায়িকশ্রম ও মেধাশ্রম এর একটি তালিকা প্রস্তুত করতে হবে, এর মধ্যে কোন ধরনের শ্রমকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করো ব্যাখ্যা করতে হবে।
৭ম শ্রেণির এসাইনমেন্ট
বিজ্ঞান ও কর্ম জীবনমুখী শিক্ষা এই দুটি বিষয়ের উপর সপ্তম শ্রেণীর ১৫ তম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন নির্ধারণ করা হয়েছে ।
বিজ্ঞান
সপ্তম শ্রেণির বিজ্ঞান বিষয়ক চতুর্থ এসাইনমেন্ট মূল পাঠ্য পুস্তকের ষষ্ঠ অধ্যায়ের পদার্থের গঠন হতে নেওয়া হয়েছে।
নির্ধারিত কাজ:
১. কাদা মাটির তৈরি মার্বেল ও কাঠি অথবা তোমার নিজের মত করে এমোনিয়া, পানী ও মিথেন গ্যাসের মডেল তৈরি করতে হবে এবং খাতায় উপস্থাপন করতে হবে।
২. তোমার তৈরি মডেল উপলব্ধি করে অণু ও পরমাণু সম্পর্কে ডাল্টনের মতবাদটি ব্যাখ্যা করে খাতায় লিখতে হবে।
কর্ম ও জীবনমুখী শিক্ষা
কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের তৃতীয় এসাইনমেন্ট প্রশ্ন নির্ধারিত করা হয়েছে প্রথম অধ্যায়ঃ কর্ম ও মানবিকতা হতে।
নির্ধারিত কাজ:
ঘর সাজানোর ক্ষেত্রে তুমি যে সকল জিনিস নিজে তৈরী করতে পারো তার একটি তালিকা প্রস্তুত করতে হবে এবং প্রদর্শিত তালিকার জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে
৮ম শ্রেণির এসাইনমেন্ট
উপরে উল্লিখিত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কেও বিজ্ঞান এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা এই দুটি বিষয়ের উপর এসাইনমেন্ট প্রশ্ন নির্ধারিত করা হয়েছে।
বিজ্ঞান
অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের চতুর্থ এসাইনমেন্ট দেওয়া হয়েছে মূল পাঠ্যপুস্তকের সপ্তম অধ্যায়ঃ পৃথিবী এ মহাকর্ষ হতে।
নির্ধারিত কাজ:
একটি কাগজ ও একটি ছোট ভারী জল নিয়ে এই পরীক্ষাটি সম্পন্ন করতে হবেঃ
১. প্রায় ১০ ফিট উচ্চতা থেকে বল ও কাগজ থেকে ছেড়ে দিতে হবে এবং কি ঘটছে লক্ষ করতে হবে।
২. কাগজটিকে মুড়িয়ে একটি গোল বলের মতো তৈরি করতে হবে এবং বস্তু দুটি নিয়ে একই পরীক্ষণ ও পর্যবেক্ষণ করতে হবে।
কারণ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যবেক্ষণ ধারাবাহিক ভাবে লিখতে হবে।
সংকেতঃ
ক) উভয় ক্ষেত্রে বস্তুর দুটি একই সময়ে মাটিতে পড়ছে কিনা, কারণ বিশ্লেষণ, অভিকর্ষজ ত্বরণের ওপর ভরের এর প্রভাব
খ) মহাকর্ষ ও অভিকর্ষ সূত্র এর সঠিক ব্যবহার।
কর্ম ও জীবনমুখী শিক্ষা
কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের তৃতীয় এসাইনমেন্ট প্রশ্ন মূল পাঠ্য পুস্তকের প্রথম অধ্যায়ঃ মেধা, কায়িক শ্রম ও আত্ম-অনুসন্ধান হতে নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত কাজ:
প্রশ্ন- তুমি কি নিজেকে আত্মমর্যাদাসম্পন্ন মনে করো?
এই প্রশ্নের পাশাপাশি একটি ছক সংযোজন করা হয়েছে এবং এই ছকের সাহায্যে তোমার বাবা/মা/একজন অভিভাবকের আত্মমর্যাদা পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার অবস্থান নির্ণয় করতে হবে।
৯ম শ্রেণির এসাইনমেন্ট
নবম শ্রেণির শিক্ষার্থীদের পনেরতম সপ্তাহের জন্য গণিত এবং যার যার নিজ ধর্মের (ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা) ওপর এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
গণিত
নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের চতুর্থতম এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে মূল পাঠ্য পুস্তক বইয়ের সপ্তম অধ্যায়ঃ ব্যবহারিক জ্যামিতি থেকে।
নির্ধারিত কাজ:
একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং প্রস্থ 16 সেন্টিমিটার হলে নিচের প্রশ্নগুলোর সমাধান করতে হবে,
১. কাঠের বাক্সের দৈর্ঘ্যের 1/3 অংশের সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। (অঙ্কনের চিহ্ন আবশ্যক)
২. একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে যার অতিভুজ কাঠের বাক্সের দৈর্ঘ্যের 1/6 অংশ এবং ভূমি কাঠের বাক্সের প্রস্থের 1/4 অংশের সমান। (অঙ্কনের চিহ্ন আবশ্যক)
৩. একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কাঠের বাক্সের প্রস্থের 1/4 অংশের সমান। (অঙ্কনের চিহ্ন আবশ্যক)
৪. কোন চতুর্ভুজের কর্ণদ্বয় এর দৈর্ঘ্য যথাক্রমে কাঠের বাক্সের দৈর্ঘ্যের 1/5 অংশ এবং প্রস্থের 1/4 অংশের সমান হলে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে । (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
ইসলাম ও নৈতিক শিক্ষা
ইসলাম ধর্মী শিক্ষার্থীদের কে এই এসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে মূল পাঠ্য পুস্তক এর দ্বিতীয় অধ্যায়র শরীয়তের
নির্ধারিত কাজ:
“সৎকর্মের সফলতা ও অসৎ কর্মে ব্যর্থতা” -এর নিরঙ্কুশ সর্বজনীনতা দিয়েছে ইসলাম। এর স্বপক্ষে তোমার পাঠ্যবইয়ের আলোকে যৌক্তিকতা নিরূপণ করতে হবে।
হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা
নবম শ্রেণীর হিন্দু ধর্ম অনুসারি শিক্ষার্থীরা এই এসাইনমেন্ট সম্পন্ন করবে। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে মূল বইয়ের দ্বিতীয় অধ্যায় হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও ক্রমবিকাশ পরিচ্ছেদ 2.2 -হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ হতে।
নির্ধারিত কাজ:
উনবিংশ শতকে হিন্দুধর্ম বিকাশে অবদান স্থাপনকারী মহাপুরুষদের উপর একটি পোস্টার তৈরি করতে হবে।
সংকেতঃ
১. মহাপুরুষদের নাম
২. তাদের অবদান ও স্থাপিত আশ্রম এর কার্যক্রম
৩. সমাজকল্যাণে উক্ত আশ্রম গুলোর ভূমিকা
৪. আশ্রমের সাথে নিজের সম্পৃক্ততা।
বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা
বৌধ্য ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক ২য় এসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ঃ বুদ্ধ ও বোধিসত্ত্ব হতে। বৌদ্ধ ধর্ম অবলম্বী শিক্ষার্থীরা এসাইনমেন্ট সম্পন্ন করবে।
নির্ধারিত কাজ:
গৌতম বুদ্ধের বোধিসত্ত্ব জীবনের গুণসমূহ তোমার জীবনে কিভাবে প্রয়োগ করতে পারে সে সম্পর্কে ‘আমার জীবনে বোধিসত্ত্বের প্রভাব’ শিরোনামে একটি প্রবন্ধ লিখতে হবে ।
সংকেতঃ
১. বোধিসত্ত্ব পরিচিতি
২. বোধিসত্ত্বের গুণাবলী
৩. গৌতম বুদ্ধের জীবনের ঘটনা সমূহ
৪. গৌতম বুদ্ধের পূর্ব জন্মের ঘটনা সমূহ
খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা
খ্রিস্টান ধর্ম অনুসারী শিক্ষার্থীরা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক দ্বিতীয় এসাইনমেন্ট সম্পন্ন করবে। এই দ্বিতীয় এসাইনমেন্ট নেওয়া হয়েছে মূল পাঠ্য পুস্তকের প্রথম অধ্যায়ঃ মুক্তির পথে আহবান হতে।
নির্ধারিত কাজ:
প্রশ্ন ১- ক) তোমার পরিবারে কেউ অসুস্থ হলে তুমি কি সেবা করো? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
খ) যিশুর শিক্ষা থেকে তুমি কিভাবে মানব সেবা করবে?
গ) সমাজের প্রতিবন্ধীদের প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত?
প্রশ্ন ২- কিভাবে আবেগিক মুক্তিলাভ সম্ভব?
প্রশ্ন ৩- “সদা সত্য কথা” বললে কি ধরনের মুক্তি লাভ করবে ব্যাখ্যা করো।
প্রশ্ন ৪- মুক্তির মূল ভিত্তি কি?
প্রশ্ন ৫- সামাজিক ও অর্থনৈতিক যুক্তিতে তোমার করণীয় ব্যাখ্যা করতে হবে।
সকল সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন পেতে যোগ দিন আমাদের ফেসবুক পেইজে ।
আপনারা কি উত্তর দেন না?