জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫ ( CGPA মার্কশীটসহ রেজাল্ট)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৫ । অনার্স ৪র্থ বর্ষ ফলাফল ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট nubd.info/results এ প্রকাশ করা হয়েছে । এই পোষ্টে অনার্স ফাইনাল রেজাল্ট মার্কশীটসহ দেখার প্রক্রিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হল । ইংরেজীতে দেখুন 

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার  ফলাফল দেখা যাবে নিচের লিংক থেকে ।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৫

একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমােদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল  ১৩ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশােধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। উল্লেখ্য ১ম, ২য় ও ৩য় বর্ষে বিভিন্ন কোর্সে অকৃতকার্য পরীক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে তাদের CGPA সহ এ ফলাফল প্রকাশ করা হলাে।

আরও দেখুন:  অনার্স  ৪র্থ বর্ষ ফলাফল পুনঃনিরীক্ষন আবেদন পদ্ধতি

অনার্স ৪র্থ বর্ষ রেজাল্ট ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল ১৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে প্রকাশিত হয়েছে। যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সে সকল পরীক্ষার্থীর চার (০৪) বছরের সমন্বিত ফলাফল (CGPA) অদ্য রাত ১১:৪৫  থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (results.nu.ac.bd অথবা www.nubd.info/results) তে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষ  সমন্বিত ফলাফল নোটিশ

123-page-0001

অনলাইনে অনার্স ফাইনাল রেজাল্ট দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রিসহ সকল প্রকার পরীক্ষার রেজাল্ট দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা হল nubd.info/results । এই ওয়েবসাইটে প্রবেশ করার পর –

  • ডান পাশের বার থেকে অনার্স নির্বাচন করার পর , 4th Year অপশনে ক্লিক করার পর নিচের ছবিটির মত একটি পেইজ আসবে ।

image

  • আপনার নিজের অনার্স রেজাল্ট ২০২৫ দেখতে চাইলে “Individual Result” এবং যে কোন কলেজের সকল শিক্ষার্থীদের ফলাফল দেখতে ”College-wise Result ” অপশনটি সিলেক্ট করতে হবে ।
  • এরপর “Exam Roll” বক্সে আপনার পরীক্ষার রোল নম্বর লিখুন ।
  • “Registration” বক্সে  রেজিষ্ট্রেশন নম্বর লিখুন ।
  • সর্বশেষ একটি ছবি দেখতে পাবেন, ছবিটিতে কিছু নম্বর লেখা থাকবে সেটা “Enter the captha code above here” বক্সে লিখতে হবে ।
  • সকল তথ্য দেওয়ার পর সর্বশেষ “Search Result” বাটনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ফলাফলটি দেখতে পাবেন ।

এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি

অনলাইনের পাশাপাশি অনার্স চতুর্থ বর্ষের ফলাফল এসএমএসের মাধ্যমেও দেখা যাবে । তবে  যেকোন মােবাইলের মাধ্যমে রাত ০৯:০০ টার ফলাফল দেখা যাবে ।

প্রথমে আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন  nu<space>H4<space>Reg No (শেষের ০৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে ।

উদাহরণ – nu h4 123547

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল পূন:নিরীক্ষন

প্রকাশিত ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযােগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে তা নিম্ন-স্বাক্ষরকারীর বরাবরে লিখিত ভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল সম্পর্কিত কোন প্রকার আপত্তি/অভিযােগ গ্রহন করা হবে না।


জাতীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষ ফলাফল দেখতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে নিজের কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা জানান অথবা আমাদের ফেসবুক পেইজে আপনার রোল কমেন্ট করুন , আমাদের এডমিনগণ আপনার ফলাফলে দেখে আপনার ইনবক্সে জানিয়ে দিবে ।

  • Beta

Beta feature

 

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের (admin@admissionwar.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!