বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে শুরু করবেন?

প্রথমবার তো স্বপ্ন সফল হল না। তাই বলে কি থেমে থাকবেন। বিখ্যাত ব্যক্তিদের জীবনেও তো ব্যর্থতা ছিল তাই বলে কি তারা সফল হন নি। আসলে সফলতার জন্য দরকার হয় কঠিন মনোবল আর কঠোর সাধনা। এই দুটি জিনিস যদি তোমার থাকে তবে তুমি সফল হবেই।

এত গেল সফলতা ব্যর্থতার গল্প। তোমার যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ভঙ্গ হল তার কি হবে। এমন স্বপ্ন আমারও হয়েছিল কিন্তু কঠিন সাধনায় সফল হতে হয়েছে।

দ্বিতীয় বার পরীক্ষা দেওয়াটা একটা চ্যালেন্জ কারন একবার ব্যর্থতার গ্লানি আর পারিপার্শ্বিক চাপ। তাই নিজেই নিজের সকল প্রতিকুলতাকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়া ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রেখে তোমার যাত্রা শুরু করতে হবে। আজ আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব।

সিদ্ধান্ত গ্রহন

সিদ্ধান্ত গ্রহন দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কারন তোমাকে অনেক কিছু ভেবে সিদ্ধান্তটা গ্রহন করতে হবে। একদিকে একটা বছর নষ্ট হওয়ার দুশ্চিন্তা আর অন্য দিকে কোন কলেজে ভর্তি হলে সেটার ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা। তাই তোমাকে অনেক ভেবে চিন্তে আগাতে হবে। আর এজন্য কিছুটা সময় নিয়ে সিদ্ধান্তটা গ্রহন কর। যেন মাঝপথে থেমে যেতে না হয়। আর হ্যা, তোমার সিদ্ধান্তটা তোমাকই নিতে হবে।

 


2nd time versity preparetion


খোজ খবর নেওয়া

সিদ্ধান্ত গ্রহনের পর তোমাকে জানতে হবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এটা জানার পর তোমাকে সেই বিশ্ববিদ্যালগুলোর ভর্তি পরীক্ষার খুটিনাটি বিষয়গুলোর সম্পর্কে ভালভাবে ধারনা নিতে হবে। যেমন : কোন ইউনিটে প্রশ্নের ধরন কেমন কতগুলো আসন রয়েছে ইত্যাদি ইত্যাদি।

টার্গেট করা

সব খোজ খবর নেওয়ার পর নির্বাচন করবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে ভর্তি হতে চাও। একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করার পর তুমি অন্য বিশ্ববিদ্যালয় গুলোকে পছন্দের ক্রম অনুসারে সাজাবে।

কম্পিটিশন নিয়ে মাথা না ঘামানো

অনেকেই আছে যারা কিনা কম্পিটিশনের দোহাই দিয়ে নিজেই নিজেকে হতাশাগ্রস্থ করে। তাদের জন্য বলি, প্রতি বছর যে পরিমান শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয় তাদের ৮০ ভাগই স্বপ্ন নিয়ে পরীক্ষা দেয়, প্রস্তুতি দিয়ে নয়। আর একটা কথা হল যারা কিনা প্রথমবার পরীক্ষা দিচ্ছে তাদের চেয়ে তো তোমার প্রস্তুুতি অনেক গুন ভাল তাহলে চিন্তা কিসের।

পূর্বের ভূলগুলো খুজে বের করা

প্রথমবার ভর্তি পরীক্ষার সময় তোমার কি কি ভূল ছিল বলে তোমার মনে হয় তা খুজে বের করা। হয়ত তোমার মনে হতে পারে এই ভুলটা না হলে আরো ভাল কিছু হতে পারত। এসব ভুলগুলো খুজে বের করে সমাধান করার চেষ্টা করবে।

 বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে বইগুলো পড়তেই হবে।(PDF সহ)

পড়াশোনা শুরু করা

সব খোজ খবর পছন্দ নির্বাচন করার তুমি এখন পড়াশোনা শুরু করতে পার। তবে পড়াশোনা শুরু করার ক্ষেত্রে আবশ্যিক বিষয়গুলো আগে শুরু করবে। মানে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কমন বা পড়ততেই হবে যে বইগুলো।

শুধু পড়াশোনা দিয়ে সব সময় সফল হওয়া যায় না। কিছু বিষয় থাকে যেগুলো তোমার পড়াশোনাকে আরো কার্যকারী করে তোলে।

পড়া মনে রাখার ৭টি কার্যকারী কৌশল ।

তাহলে শুরু করে দাও তোমার মিশন। তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমরা তো আছিই। আমাদের সবপোষ্টগুলোর আপডেট পেতে আমাদের ফেইজবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাক অথবা ইমেইলে আমাদের পোষ্টগুলো পেতে সাবসক্রাইব কর।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!