চাকরির নিয়োগ

সমন্বিত ৬ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে । ৬ ব্যাংক   নিয়োগ বিজ্ঞপ্তি তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করছে।তাই আর দেরি না করে নিচের Combined 6 bank job circular 2020 দেখে নিন ও সময় থাকতে আবেদন করে ফেলুন।

সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

চাকুরী প্রত্যাশীদের জন্য এটা খুবই আনন্দের বিষয় এই যে এখন প্রায় প্রতিদিনেই বিভিন্ন ধরণের সরকারী, বেসরকারী ও ব্যাংক জব সহ ভালো বেতনের বিভিন্ন পোস্টে চাকুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এতে টি পদে মোট ৭৬ জনকে নিয়োগ দেবে।সম্পুর্ণ সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন।

সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ টাইমলাইন

  • প্রতিষ্ঠানঃ ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে সমন্বিত ৬ ব্যাংক
  • পদের নামঃ সহকারী প্রোগ্রামার
  • পদ সংখ্যাঃ ৭৬টি
  • আবেদন ফীঃ ২০০/- টাকা
  • আবেদনের লিংকঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
  • আবেদনের শেষ তারিখঃ ১৪ জানুয়ারি ২০২১

সমন্বিত ৬ ব্যাংক জব সার্কুলার ২০২০

বাংলাদেশে বর্তমানে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে বেকাররা হন্য হয়ে ঘুরছে চাকুরী পাবার আশায় এ অবস্থায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক এ রকম প্রকাশিত হওয়া সত্যিই আনন্দের ব্যাপার তাই যোগ্যতা থাকলে আপনিও এতে আবেদন করতে পারেন। আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত সম্পূর্ণ  ৬ ব্যাংক জব সার্কুলার নীচে দেওয়া হয়েছে।


Combined 6 Bank Job Circular

Combined 6 Bank Job Circular

৬ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

সমন্বিত ৬ ব্যাংক চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে অর্থাৎ সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন। 6 bank job circular 2020 অনুসারে পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন আগামী ১৪ জানুয়ারি ২০২১ ।তাই আর দেরী না করে এখনই আবেদন করে ফেলুন।

সমন্বিত ৬ ব্যাংক নিয়োগের আবেদনের নিয়ম

  • প্রথম আপনারা বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট   erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • ওয়েব সাইটে প্রবেশ করে ফরম টি  নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

আপনি যদি আরোও সরকারি, বেসরকারি ও ব্যংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খবরাখবর জানতে চান আমাদের ফেইসবুক পেজে লাইক দিন।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button