চাকরির নিয়োগ

৮৫ BAFA কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ । বিমান বাহিনী অফিসার ক্যাডেট

৮৫তম বিমান বাহিনী অফিসার ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০

বাংলাদেশ বিমান বাহিনী ৮৫ BAFA কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে।বাংলাদেশ বিমান বাহিনী  সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত কর্মকর্তা/ কর্মচারীর শূন্য পদে নিয়োগের উদ্দেশে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিচে আমরা বাংলাদেশ বিমান বাহিনী ৮৫তম অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব।

৮৫ BAFA কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০

সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৫ BAFA কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ অনুসারে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সার্কুলারে প্রতিষ্ঠানটি যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত সম্পূর্ণ বাংলাদেশ বিমান বাহিনী চাকরি বিজ্ঞপ্তিটি নীচে দেওয়া হয়েছে।

 এক নজরে গুরত্বপূর্ণ তথ্য সমুহ
প্রতিষ্ঠান / সংস্থার নামঃ  বাংলাদেশ বিমান বাহিনী
আবেদন প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২০
আবেদনের শেষ তারিখঃ  ০৮ মার্চ ২০২১, এবং ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।
বেতনঃ সরকারী বেতন স্কেল অনুসারে
আবেদনের ফিঃ  ১০০০/- টাকা পরিশোধ করতে হবে।
ওয়েবসাইটঃ www.baf.mil.bd.

BAFA Job Circular 2020

আবেদন জমাদানের নিয়মাবলীঃ 

১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।

২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ,  বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে।

৩। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১২ কপি সত্যায়িত ছবি। ( অবশ্যই ল্যাব প্রিন্ট এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে।

৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদ্দত্ত চারিত্রিক  সনদপত্র।

৫। চাকরী প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতি পত্র

৬। জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি

৭। জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলার কোন কৃতিত্ত বা সনদপত্র থাকলে তার সত্যায়িত ফটোকপি।

৮। দাবী কৃত সমমানে  শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স  সনদের সত্যায়িত ফটোকপি।

বাংলাদেশ বিমান বাহিনী ৮৫ BAFA কোর্স-এ আবেদনের নিয়মাবলীঃ

সরাসরি www.joinbangladeshairforcc.mil.bd ওয়েবসাইটে ‘Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশােধ করা হলে রেজিস্ট্রকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ‘Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তােলা পাসপাের্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যােগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!