বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে । বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তে কর্তৃপক্ষ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করছে।তাই আর দেরি না করে নিচের Bangladesh Data Center Company (bdccl) job circular 2020 দেখে নিন ও সময় থাকতে আবেদন করে ফেলুন।
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
চাকুরী প্রত্যাশীদের জন্য এটা খুবই আনন্দের বিষয় এই যে এখন প্রায় প্রতিদিনেই বিভিন্ন ধরণের সরকারী, বেসরকারী ও ব্যাংক জব সহ ভালো বেতনের বিভিন্ন পোস্টে চাকুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানিও তাদের ওয়েবসাইটের মাধ্যমে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এতে ২৭ টি পদে মোট ৪৬ জনকে নিয়োগ দেবে।সম্পুর্ণ বিডিসিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন।
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি পদের নাম ও পদসংখ্যা
- উপ ব্যবস্হাপনা পরিচালক-১
- কোম্পানি সচিৰ-১
- ব্যবস্থাপক (নেট ওয়ার্ক ও ট্রান্সমিশন)-১
- ব্যবস্থাপক (ক্লাউড নিরাপত্তা)-১
- ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ)-১
- সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল)-২
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ)-১
- সহকারী ব্যবস্থাপক (হিসাব ও অর্থ)-১
- সহকারী ব্যবস্থাপক (বিপণন ও ব্যবসায় প্রসার)-১
- ক্রয় কর্মকর্তা-১
- নিরাপত্তা কর্মকর্তা-১
- উপ সহকারী প্রকৌশলী (এসি পাওয়ার)-৪
- উপ সহকারী প্রকৌশলী (ডিসি পাওয়ার)-৩
- উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল)-৩
- উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রনিক্স)-২
- উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-৪
- উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-১
- উপ-সহকারী প্রকৌশলী (ট্রোন্সমিশন)-৩
- উপ-সহকারী প্রকৌশলী (নেটওয়ার্ক)-৩
- ব্যক্তিগত কর্মকর্তা-১
- হিসাবরক্ষক-১
- অভ্যর্থনা কর্মী-১
- স্টোর কিপার (টেকনিক্যাল)-১
- ইলেক্ট্রিশিয়ান-২
- প্লাম্বিং মিষ্টি- ১
- সহকারী বাবুচী-১
- পরিচ্ছন্নতা কর্মী-২
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
বাংলাদেশে বর্তমানে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে বেকাররা হন্য হয়ে ঘুরছে চাকুরী পাবার আশায় এ অবস্থায় বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডে কর্তৃক এ রকম প্রকাশিত হওয়া সত্যিই আনন্দের ব্যাপার তাই যোগ্যতা থাকলে আপনিও এতে আবেদন করতে পারেন। আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত সম্পূর্ণ bdccl Job Circular 2021নীচে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি জব সার্কুলার ২০২০
- প্রতিষ্ঠানঃ বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (bdccl)
- পদের নামঃ ২৭ ক্যাটাগরির বিভিন্ন পদ
- পদ সংখ্যাঃ ৪৬ টি
- আবেদন ফীঃ ১০০০/- ও ৫০০/- টাকা
- আবেদনের লিংকঃ https://erecruitment.bcc.gov.bd
- আবেদনের শেষ তারিখঃ ২১ জানুয়ারি ২০২১
বিডিসিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডে চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে অর্থাৎ সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডে জব সার্কুলার ২০২০ অনুসারে পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২১ জানুয়ারি ২০২১ ।তাই আর দেরী না করে এখনই আবেদন করে ফেলুন।
আবেদনের যোগ্যতা
- ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের প্রার্থীদের জন্য শিক্ষা জীবনে কোন পরীক্ষায় ৩য় শ্রেণী এবং এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় গড়ে জিপিএ ৫.০০ এর মধ্যে ৪.৫০ ও স্নাতক/স্নাতােকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে।
- ৭ম ও ৮ম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়ােগের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোন পরীক্ষায় ৩য় শ্রেণী, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় গড়ে জিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০ এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ২.৫০ থাকতে হবে।
আবেদনের নিয়মাবলী
সকল প্রার্থীদেরকে অনলাইনে https://erecruitment.bcc.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আপনি যদি আরোও সরকারি, বেসরকারি ও ব্যংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খবরাখবর জানতে চান আমাদের ফেইসবুক পেজে লাইক দিন।