উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাউবি বিএড ভর্তি বিজ্ঞপ্তি  ২০২০-২০২১ । www.bou.edu.bd

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি বিজ্ঞপ্তি  ২০২০-২০২১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় – বাউবি বিএড ভর্তি বিজ্ঞপ্তি  ২০২০-২০২১: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন প্রােগ্রামের  উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি বিজ্ঞপ্তি  ২০২০-২০২১  তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bou.edu.bd -তে প্রকাশিত হয়েছে। নিচে আমাদের পোস্টটি পড়ুন ও সঠিক সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করুন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় – বাউবি বিএড ভর্তি বিজ্ঞপ্তি  ২০২০-২০২১

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দুরশিক্ষণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু আছে যে বিশ্ববিদ্যালয়টি এধরণের শিক্ষাকার্যক্রম পরিচালনা করে তার নাম হল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। ঢাকা শহরের উত্তরে গাজীপুর জেলার বোর্ডবাজারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালের ২০ অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী গঠিত হয়।যাই হোক যেহেতু ব্যাচেলর অব এডুকেশন প্রােগ্রামের ২০২০-২০২১ (২০২১ ব্যাচ) শিক্ষাবর্ষে ভর্তির জন্য osaps.bou.edu.bd-এর মাধ্যমে শুধুমাত্র Online-এ আবেদন আহ্বান করা হয়েছে সুতরাং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি বিজ্ঞপ্তি  (২০২১ ব্যাচ) এর সকল কার্যাদি সঠিক ভাবে সম্পন্ন করতে আমাদের সাথেই থাকুন।

গুরুত্বপূর্ণ তথ্যাবলী

  • অনলাইনে আবেদন শুরু: ১১-০১-২০২১
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৮-০২-২০২১
  • আবেদন ফি: ২০০
  • ভর্তি পরীক্ষার তারিখ:  ১৯-০৩-২০২১
  • ভর্তির ন্যূনতম যােগ্যতা: অনুমােদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
  • ভর্তি পরীক্ষার সময়: সকাল ১০.০০ থেকে ১১.০০ ঘটিকা
  • ভর্তি পরীক্ষার স্থান: বিএড প্রােগ্রামের স্টাডি সেন্টারসমূহ।

 বাউবি বিএড ভর্তি পরীক্ষার মানবণ্টন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি পরীক্ষা বহু নির্বাচনী (MCQ) পদ্ধতিতে হবে মোট নম্বর হবে ১০০। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার জন্য নিচের মানবন্টনটি পড়ুন।

  • বাংলা- ২৫
  • ইংরেজি-২৫
  • গণিত- ২৫
  • সাধারণ জ্ঞান- ২৫

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১


বাউবি বিএড ভর্তি তথ্য ২০২০-২০২১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রোগ্রাম চালু আছে তাদের মধ্যে বিএড কোর্সটি অন্যতম।প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে বিএড কলেজগুলোতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী বিএডে ভর্তি হয়। অন্য বছর গুলোর ন্যায় এ বছরও শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি বিজ্ঞপ্তি  (২০২১ ব্যাচ), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি ২০২০-২০২১ প্রকাশিত হবে। যাইহোক সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে বাউবি বিএড ভর্তি বিজ্ঞপ্তি  ২০২০-২০২১ প্রকাশিত হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তির আবেদন পদ্ধতি

  • আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রথমে আপনাকে bou.edu.bd এই ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে SOE (স্কুল অব এডুকেশন ) সিলেক্ট করতে হবে।
  • স্কুল অব এডুকেশন সিলেক্ট করার পর এখন আপনাকে Bachelor of Education (B.Ed) এর উপর ক্লিক করতে হবে।
  • এ পর্যায়ে আপনাকে অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x১০০ সাইজ) এবং সদ্য তােলা ছবি (৩০০ X ৩০০ সাইজ) স্ক্যান করতে হবে।
  • আবেদন পক্রিয়া সম্পন্ন করার পর আবেদন কারীকে বিকাশ বা রকেট এর মাধ্যমে আবেদন ফি প্রেরণ করতে হবে।
  • সবশেষ আপনাকে User ID, Password এবং ফি সংশ্লিষ্ট মােবাইল SMS সমূহ সংরক্ষণ করে রাখতে হবে।

 আবেদন লিংকবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তির প্রথমিক তালিকা ২০২১-২০২১

আবেদন পক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাউবি’র ওয়েবসাইটে (www.bou.edu.bd) শিক্ষাগত যােগ্যতা এবং বয়সভিত্তিক পয়েন্টের ভিত্তিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক তালিকা প্রকাশের তারিখ ১০-০৩-২০২১।তাছাড়া যারা প্রাথমিক তালিকায় নির্বাচিত হয়েছেন তাদের মােবাইল SMS-এর মাধ্যমে জানানাে হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি প্রবেশ পত্র ২০২১-২০২১

নিচে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি প্রবেশ পত্র পাওয়ার পক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

  • যারা প্রাথমিক তালিকায় নির্বাচিত হয়েছেন তারা অনলাইনে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত SMS পাবেন। অনলাইনে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির তারিখ ১১-০৩-২০২১ থেকে ১৫-০৩-২০২১।
  • প্রবেশপত্র হাতে পেতে আপনাকে প্রথমে bou.edu.bd লিখে ক্লিক করতে হবে।
  • এখন Login-এর উপর ক্লিক করে আপনার User ID এবং Password লিখে Enter করুন।
  • সবশেষে প্রবেশপত্র প্রিন্ট করুন এবং তা ভর্তি প্ররীক্ষার সময় অবশ্যই সাথে আনতে হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তির সকল আপডেট তথ্য ও অনান্য সকল শিক্ষাবিষয়ক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ও আমাদের ফেইজবুক পেজে লাইক দিন্।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!