সাজেশন

রসায়নের যত শর্টকাট টেকনিক ! (HSC Suggestion)

রসায়ন এমন একটি বিষয় যার টপিকস গুলা একটার সাথে আরেকটা সম্পর্কিত । কোন টপিকস পড়তে গেলে যখন পূর্বের টপিকসগুলো চলে আগে তখন পুনরায় এইগুলো বই ঘেটে দেখা অনেক ঝামেলার । কিন্তু টপিকসগুলা যদি তুমি কোন শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পার তাহলে তোমাকে আর  ঝামেলা পোহাতে হবে না । এই উদ্দেশ্যেই তোমাদের কথা চিন্তা করে আজকে আমাদের এই আয়োজন ”রসায়ন শর্টকাট টেকনিক”।

 রসায়ন শর্টকাট টেকনিক

লিটমাস পরীক্ষা

অ = অম্ল, নী = নীল, লা= লাল

* অনীলা = অল্প নীলকে লাল করে

আবিস্কারক

ই = ইলেকট্রন, টি = টমসন (থমসন) প = প্রোটন, রে = রাদারফোর্ড নী = নিউট্রন, চে = চ্যাডউইক

 * ইট পরে নীচে

নিস্ক্রিয় গ্যাস

হিলি = হিলিয়াম, নিলি = নিয়ন, আর = আর্গন, কৃপা = ক্রিপ্টন, যায় = জেনন, রংপুরে = রেডন

* হিলি নিলি আর কৃপা যায় রংপুরে

অপধাতু

আসেন = As, বিয়াই = Bi, সবাই = Sb, গিয়ে = Ge, টেবিলে/টুলে = Te, বা = B, সি = Si

* আসেন বিয়াই সবাই গিয়ে টুলে/টেবিলে বসি

তরল ধাতু

ফ্রান্সে = Fr, বেড়াতে = Br, গোলাম = Ge, হাজীর = Hg, yili(&I = Sb সুই

*ফ্রান্সে বেড়াতে গেলাম হাজীর সাথে

 

আইসোটোপ, আইসোবার, আইসোটন

  • আইসোটোপএর শেষে “প” আছে, [অর্থাৎআইসোটোপ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান]
  • আইসোবার এর শেষে “বার” আছে। [অর্থাৎ আইসোবার এর ক্ষেত্রে ভর সংখ্যা সমান]
  • আইসোটন এর শেষে “ন” আছে। [অর্থাৎ, এবং আইসোটন এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান]

 

পর্যায় সারণীর প্রথম 22টি মৌল মনে রাখার উপায়

H HeLi Be B C N O F Ne Na Mg Al Si  

P

 

হায় হেলি বেবিকে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও ম্যাকাইভার আলসি  

ফেলে

 

 

S Cl Ar K Ca Sc TI
সেই কাল আর কমলা ক্যামেলিয়ায়   সাজাবো তোমায়

 

অবশ্য এটি মনে রাখার চেয়ে মূল বিষয়টা মনে রাখা উচিত ও সহজ

 

 

ধাতুর সক্রিয়তা সিরিজ

 

K Na Ca Mg Al Zn Fe Sn Pb H Sb Bi  

AS

 

কে না কে ম্যাকাইভার এল যেন ফিরে সুস্মিতাকে পাবে হায় সবই বিফলে  

আজ।

 

 

Cu Hg Ag Pt Au

 

কাপুরুষ হাবলু আজি পেটাবে আমায়

 

 

উজ্জল ধাতু

Ca Na Mg Ag  

Al

 

কানা ম্যাকাইভার আগে  

এল

 

 

নরম ধাতু

Pb Na Ca K

 

পাব না কেয়া কে

 

 

D ব্লকের মৌল

Cu Mn Cr Co FeNi Zn
কাজল মার্সিটিজ কারে করে ফেনী যাবে

 

 

পর্যায় সারণীর শর্টকাট টেকনিক

গ্রুপ  1A
H Li Na K Rb CS Fr
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
গ্রুপ 2A
Be Mg .Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম

 

বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ

 

গ্রুপ 3A
B Al Ga In Ti
বরুন অল্পতেই গেল ইন্ডিয়া তে

 

বাংলাদেশ আওয়ামীলীগ গেল ইন্ডিয়া টুরে
গ্রুপ 4A
C Si Ge Sn Pb
কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে।

 

কান্দলে শার্ট গেন্জি স্যান্ডেল পাবে

 

গ্রুপ5A
N P As Sb Bi
নাই প্রিয়া আজি সবই বিরহের

 

নাই পারুল আছে সাবিনা বিয়ান
গ্রুপ 6A
 O S Se Te Po

 

অফিস শেষে  

সেলিনা

টেলিফোন পেল

 

এস এস-ই তে পড়ে

 

নিস্ক্রিয় ধাতু

He Ne Ar Kr Xe Rn
হে না আর করিম যাবে রমনায়

* Xe=জেনন

জারনবিজারন  জারকবিজারক মনে রাখার শর্টকাট টেকনিক

           জাগ্ৰত বিদ্বান

 

জা- জারক গ্র- গ্রহন বি-বিজারক  দ্বান-দান

 

*জারকের – বিজারন হয়

* বিজারকের – জারন হয়

*মনে রাখবেন

জারন মানে ছাড়ন অর্থাৎ ইলেকট্রন ত্যাগ , বিজারন তার বিপরীত ।

জা ই ত্যা জারন ইলেকট্রন ত্যাগ
বি ই গ্রহ বিজারক  ইলেকট্রন গ্রহন

 

জারণ (ইলেকট্রন ছাড়ন) বিজারন (ইলেকট্রন গ্রহণ)
বিজারক (যে ইলেকট্রন দেয়) জারক (যে ইলেকট্রন গ্ৰহণ করে)
জারিত ( ইলেকট্রন দিয়ে যা হয়) বিজরিত ( ইলেকট্রন নিয়ে যা হয়)

আজ শর্ট সাজেশন এই পর্যন্তই । আগামী কোন দিন অন্য কোন বিষয়ের শর্টকাট টেকনিক বা শর্ট সাজেশন নিয়ে হাজির হব ।

আমাদের অন্যান্য সাজেশন সমূহ…………

HSC Suggestion 2018

 ICT Suggestion 2018 

Chemistry 1st Part Suggestion 2018

 Chemistry 2nd Part Suggestion 2018

 Biology  1st Part Suggestion 2018

 Biology 2nd Part Suggestion 2018

 Physics 1st Part Suggestion 2018

 

 

 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!