চাকরির নিয়োগ

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এডমিট কার্ড ২০২১

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রবেশ পত্র ২০২১ খুব শ্রীঘ্রই প্রকাশিত হবে এ hed.teletalk.com.bd ওয়েবসাইটে, প্রকাশিত হওয়ার সাথে সাথেই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এডমিট সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েব সাইট থেকে।নিচে hed admit card 2021 কিভাবে ডাউনলোড  করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হল।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এডমিট কার্ড ২০২১

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ হিসাব রক্ষক,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক  পদে আবেদন করার পর আবেদন প্রার্থীরা এখন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছে আশা করা যায় খুব শ্রীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একজন প্রার্থীর সাথে এডমিট কার্ড থাকা আবশ্যক তা্ই যে প্রার্থীরা আবেদন করেছিলেন তারা যাতে খুব সহজেই আমাদের এ পোস্ট থেকে আবেদন করতে পারেন তাই আমাদের এ আয়োজন।উল্লেখ্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বিভিন্ন পদের জন্য আবেদন শুরু হয়েছিল ৫ জানুয়ারি ২০২১ থেকে আর আবেদন প্রক্রিয়া চলেছিল প্রায় এক মাস যাবৎ।আমাদের এ পোস্টে আপনি পাবেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হিসাব রক্ষক এডমিট কার্ড ২০২১, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এডমিট কার্ড ২০২১ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস সহায়ক এডমিট কার্ড ২০২১।

 এক নজরে গুরত্বপূর্ণ তথ্যসমূহ
  • প্রতিষ্ঠানঃ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)
  • আবেদন শুরু হয়েছিলঃ ৭ ডিসেম্বর ২০২০
  • শেষ হয়েছিলঃ  ২৭ ডিসেম্বর ২০২০
  • পদ সংখ্যাঃ  ৬৬টি
  • আবেদন ফিঃ ১১২/- টাকা ও ৫৬/- টাকা
  • এডমিট কার্ড ডাউনলোড লিঙ্কঃ hed.teletalk.com.bd

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এডমিট কার্ড ডাউনলোড ২০২১

পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এডমিট কার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা এডমিট কার্ড ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না।আপনি যদি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষক,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক  পদের জন্য এডমিট কার্ড পেতে চান তাহলে নিমোক্ত প্রক্রিয়ায় ডাউনলোড করতে পারেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েব সাইটে এখনও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রবেশ পত্র ইস্যু হয়নি । যখন ইস্যু করা হবে তখন আপনাকে নিচের নিয়ম অনুসরণ করতে হবে।

  • প্রথমে আপনাকে এই লিঙ্কে hed.teletalk.com.bdপ্রবেশ করতে হবে।
  • এখন User ID বক্সে আপনার User ID লিখতে হবে।
  • Password বক্সে আপনার Password লিখতে হবে।
  • সবশেষে Submit বাটনে ক্লিক করে আপনার এডমিট ডাউনলোড করুন ।

User ID ভুলে গেলে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।

  • প্রথমে এই লিঙ্কে hed.teletalk.com.bd প্রবেশ করতে হবে।
  • তারপর download applicant’s copy তে ক্লিক করতে হবে।
  • এখন Recover user id তে ক্লিক করতে হবে।
  • Name বক্সে আপনার নাম লিখতে হবে।
  • Father’s Name বক্সে আপনার পিতার নাম লিখতে হবে।
  • Mobile Number বক্সে আপনার মোবাইল নম্বর লিখতে হবে।

Password ভুলে গেলে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।

  • প্রথমে এই লিঙ্কে teletalk.com.bd প্রবেশ করতে হবে।
  • তারপর download applicant’s copy তে ক্লিক করতে হবে।
  • Recover Password তে ক্লিক করতে হবে।
  • এখন user id লিখতে হবে।
  • সবশেষে Mobile Number বক্সে আপনার মোবাইল নম্বর লিখতে হবে।

সরকারি বেসরকারি চাকুরির সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, প্রবেশ পত্র ও ফলাফল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!