ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। আইএইউ নিয়োগের ব্যাপারে আগ্রহী হন তাহলে অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চাকুরী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ বিস্তারিত দেওয়া হল।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (আইএইউ)১২ টি পদে মোট ৪৯ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা এবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানুন- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় হল ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের অধিভুক্ত প্রথম আরবি বিশ্ববিদ্যালয়। মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগী করতে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। আপনি যদি এ নিয়োগের ব্যাপারে আগ্রহী হন তাহলে নিচের নিয়োগটি মনযোগ সহকারে পড়ুন তাছাড়া নিম্নে আমরা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চাকুরী বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি উল্লেখ করেছি।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
প্রতিষ্ঠান / সংস্থার নাম | ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (আইএইউ) |
নিয়োগ প্রকাশের তারিখ | ২১ সেপ্টেম্বর ২০২০ |
আবেদন শুরু | ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখ সকাল ০৯:০০ টা থেকে আবেদন করা যাবে। |
আবেদনের শেষ তারিখ | ১১ অক্টোবর ২০২০ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। |
আবেদনের ফি | ০১ হতে ৫ নং পদের জন্য ৫০০ টাকা,০৬ হতে ১২ নং পদের জন্য
৩০০ টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। |
চাকরির বিজ্ঞপ্তির সূত্র | অনলাইন চাকরীর পোর্টাল / খবরের কাগজ। |
আবেদনের লিংক | iau.teletalk.com.bd |
আইএইউ নিয়োগ ২০২০
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জব সার্কুলার ২০২০
পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত ও অনান্য যোগ্যতা | বেতন |
সেকশন অফিসার/শাখা কর্মকর্তা | ০৩ টি | স্নাতক ডিগ্রী | ২২,০০০-৫৩,০৬০ |
বাজেট অফিসার | ০১ টি | বানিজ্য অনুষদ/ ব্যবসা প্রশাসনের যে কোন শাখায়/ অর্থনীতিতে স্নাতক (সম্মান) ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ |
অডিট অফিসার | ০১ টি | বানিজ্য অনুষদ/ ব্যবসা প্রশাসনের যে কোন শাখায় স্নাতক (সম্মান) ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ |
লিয়াজোঁ ও প্রটোকল অফিসার | ০১ টি | স্নাতক (সম্মান) ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ |
প্রশাসনিক কর্মকর্তা | ০২ টি | স্নাতক (সম্মান) ডিগ্রী। | ২২,০০০-৫৩,০৬০ |
কম্পিউটার অপারেটর | ১৫ টি | স্নাতক ডিগ্রী। | ১২,৫০০-৩০,২৩০ |
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর | ০৪ টি | *উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
*কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ৩০ শব্দ। |
৯,৩০০-২২,৪৯০ |
ডেসপাচ রাইডার | ০১ টি | উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ। | ৯,০০০-২১,৮০০ |
বার্তা বাহক | ০২ টি | উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ। | ৮,৮০০-২১,৩১০ |
নিরাপত্তা প্রহরী | ০৫ টি। | এসএসসি পাশ। | ৮,২৫০-২০,০১০ |
অফিস সহায়ক | ০৯ টি। | এসএসসি পাশ। | ৮,২৫০-২০,০১০ |
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির আবেদনের নিয়মাবলি
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। নিম্নে আবেদন পদ্ধতি বিস্তারিত দেয়া হল।
- সর্বপ্রথম ইসলামি আরবি বিশ্ববিদ্যাল এর ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।ওয়েব সাইটি হল: iau.teletalk.com.bd
- ওয়েব সাইটে প্রবেশ করে ফরম টি সাফল্যজনকভাবে পূরণ করতে হবে।
- Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যাল বিজ্ঞপ্তির SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
প্রথম SMS: IAU <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: IAU ABCDEF
Reply: Applicant’s Name, TK- 300/500 will be charged as application fee. Your PIN is *********. To pay fee Type IAU <Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: IAU <space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।