চাকরির নিয়োগ

প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে । প্রবাসী কল্যাণ ব্যাংক সার্কুলার তে কর্তৃপক্ষ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করছে।তাই আর দেরি না করে নিচের Probashi Kallyan Bank Job Circular 2021 দেখে নিন ও সময় থাকতে আবেদন করে ফেলুন।

প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংকে চাকরি খুব জনপ্রিয়তা লাভ করেছে কেননা এ পেশায় কিছু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়।যাইহোক যে সকল ছাত্রছাত্রী তাদের পড়াশুনা শেষ করে ব্যাংকিং খাতে নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য স্বপ্ন দেখেন তাদের জন্য বিশাল সুযোগ এসেছে কেননা ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত প্রবাসী কল্যাণ ব্যাংক ইতিমধ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।।সম্পুর্ণ PKB Job Circular 2021 টি দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • প্রতিষ্ঠান / সংস্থার নাম : প্রবাসী কল্যাণ ব্যাংক (PKB)
  • পদ সংখ্যা: ২৭৯ টি
  • আবেদনের শেষ তারিখ: ২১ জানুয়ারী ২০২১
  • আবেদনের ফি: ২০০ টাকা ।
  • আবেদনের পদ্ধতি : অনলাইনে
  • আবেদনের লিংক:bb.org.bd/onlineapp/joblist.php

প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ ২০২১

চাকুরী প্রত্যাশীদের জন্য এটা খুবই আনন্দের বিষয় এই যে এখন প্রায় প্রতিদিনেই বিভিন্ন ধরণের সরকারী, বেসরকারী ও ব্যাংক জব সহ ভালো বেতনের বিভিন্ন পোস্টে চাকুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ব্যাংকও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এতে ৩ টি পদে মোট ২৭৯ জনকে নিয়োগ দেবে।সম্পুর্ণ প্রবাসী কল্যাণ ব্যাংক বিজ্ঞপ্তিটি দেখুন। প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক, প্রবাসীদের জন্য বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান সুতরাং নিঃসন্দেহে সময় থাকতে আবেদন করে ফেলুন।

পদের নাম, পদসংখ্যা ও অনান্য তথ্য

১।পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)

পদসংখ্যা: ৮১

শিক্ষাগত যোগ্যতা:

* স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী।

* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে।

* কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য হবে না ।

২।পদের নাম: অফিসার (সাধারণ)

পদসংখ্যা: ১১২

শিক্ষাগত যোগ্যতা:

* স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী।

* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১(এক) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে।

* কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য হবে না ।

৩।পদের নাম: অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: ৮৬

শিক্ষাগত যোগ্যতা:

* স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী।

* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১(এক) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে।

* কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য হবে না ।

 পিকেবি নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন পদ্ধতি

  • প্রথমে আপনাকে বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট bb.org.bd/onlineapp/joblist.php এ প্রবেশ করতে হবে।
  • ওয়েব সাইটে প্রবেশ করে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে । প্রার্থীকে অবশ্যই প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে Online আবেদনে ঠিক সেভাবে লিখতে হবে।প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই Online Application Form এর নির্ধারিত স্থানে 600×600 pixel এর কম বা বেশি নয় এবং file size 100 KB এর বেশি নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তােলা প্রার্থীর রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত) scan করে আপলােড করতে হবে।

আবেদন ফি প্রদান

একজন প্রার্থী দুভাবে ফি প্রদান করতে পারবেন তাহল Instant এবং Prepaid পদ্ধতি। নিচে উভয় পদ্ধতির মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়মাবলী বিস্তারিত আলোচনা করা হল।

*Instant পদ্ধতি: Instant পদ্ধতিতে একজন আবেদনকারী তার রকেট একাউন্ট ব্যবহার করে সরাসরি ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ।

*Prepaid পদ্ধতি: Prepaid পদ্ধতিতে একজন আবেদনকারী এজেন্ট অথবা নিজের একাউন্ট এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

প্রার্থীগণ নির্ধারিত Job ID No এবং তাদের CV ID No. এর ১ম অংশ (হাইফেনের(-) পূর্বের অংশ] এর বিপরীতে আবেদন ফি প্রদান করবেন। আবেদন ফি প্রদান করলে প্রার্থী জমাকৃত ফি এর বিপরীতে একটি Txn ID নম্বর পাবেন।

আপনি যদি আরোও সরকারি, বেসরকারি ও ব্যংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খবরাখবর জানতে চান আমাদের ফেইসবুক পেজে লাইক দিন।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!