চাকরির নিয়োগ

রাজউক এডমিট কার্ড ২০২১ | rajuk.teletalk.com.bd

রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ পত্র

রাজউক এডমিট কার্ড ২০২১ এখনও প্রকাশিত হয়নি। Rajuk Admit Card 2021 প্রকাশিত হবে এই http://rajuk.teletalk.com.bd ওয়েবসাইট এ। রাজউক প্রবেশ পত্র ২০২১ প্রকাশিত হওয়া মাত্রই এই পোস্ট আপডেট করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। যেহেতু এখনও রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ পত্র প্রকাশিত হয়নি, তাহলে চলুন জেনে নেওয়া যাক, রাজউক প্রবেশ পত্র ২০২১ প্রকাশিত হলে আমরা কিভাবে তা Download করবো।

রাজউক এডমিট কার্ড ২০২১

গত বছর অর্থাৎ ২০২০ সালের নভেম্বর মাসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সংক্ষেপে রাজউক) ২৫টি ক্যাটাগরিতে ২১৯ জন লোক নিয়োগ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো। আগ্রহী প্রার্থীগণ Online-এ আবেদন করেছিলেন ৩ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ২২ ডিসেম্বর ২০২০ এর মধ্যবর্তী সময়ে।

যেসব প্রার্থীগণ ২৫টি ক্যাটাগরির বিভিন্ন পদে আবেদন করেছিলেন তাদের Rajuk Admit Card 2021 খুব শীঘ্রই প্রকাশিত হবে। প্রকাশিত হলে কিভাবে রাজউক প্রবেশ পত্র ২০২১ Download করবেন চলুন দেখে নেই।

 এক নজরে গুরত্বপূর্ণ তথ্যসমূহ
  • সংস্থাঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
  • আবেদন শুরু হয়েছিলঃ ৩ ডিসেম্বর, ২০২০
  • শেষ হয়েছিলঃ  ২২ ডিসেম্বর,  ২০২০
  • বেতন গ্রেডঃ ০৯-১৭ তম গ্রেড
  • পদ সংখ্যাঃ  ২১৯টি
  • আবেদন ফিঃ ৭০০/- টাকা ও ৫০০/- টাকা
  • এডমিট কার্ড প্রকাশের তারিখঃ জানিয়ে দেওয়া হবে
  • এডমিট কার্ড ডাউনলোড লিঙ্কঃ rajuk.teletalk.com.bd
  • অফিশিয়াল ওয়েবসাইটঃ www.rajuk.gov.bd

রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ দেখতে

চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে

 

রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ পত্র ২০২১ Download পদ্ধতি

এডমিট কার্ড Download করতে প্রথমে আপনাকে এই লিঙ্কে rajuk.teletalk.com.bd প্রবেশ করতে হবে। এডমিট কার্ড প্রকাশিত হলে আপনি এডমিট কার্ড Download করার অপশন দেখতে পাবেন। এডমিট কার্ড Download করতে,

  • প্রথম বক্সে User ID লিখুন।
  • দ্বিতীয় বক্সে Password লিখুন।
  • শেষে Submit বাটনে ক্লিক করুন। আপনার এডমিট কার্ড Download হওয়া শুরু হয়ে যাবে।

আমি User ID অথবা Password ভুলে গেছি। এখন কিভাবে পুনরুদ্ধার করবো?

আপনি যদি User ID অথবা Password ভুলে যান তাহলে ভয়ের কোন কারণ নেই। আপনি সহজেই পুনরুদ্ধার করতে পারবেন। শুধুমাত্র Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

  • User ID জানা থাকলেঃ RAJUK<space>Help<space>User<space>User ID লিখে 16222 নাম্বারে সেন্ড করুন। যেমনঃ SMS অপশনে গিয়ে RAJUK HELP USER ABCDEF টাইপ করে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে।
  •  PIN Number জানা থাকলেঃ RAJUK<space>Help<space>PIN<space>PIN Number লিখে 16222 নাম্বারে সেন্ড করুন। যেমনঃ SMS অপশনে গিয়ে RAJUK HELP PIN 12345678 টাইপ করে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সংক্ষেপে রাজউক) বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যেটি আমাদের রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে। পূর্বে এর নাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (সংক্ষেপে ডিআইটি)। পরে এর নাম পরিবর্তন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাখায় হয়। যেটি অনেকে রাজউক নামেও চিনে থাকেন।

এক নজরে রাজউক
  • গঠিতঃ ৩০ এপ্রিল ১৯৮৭
  • পূর্ব সংস্থাঃ ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি), ১৯৫৬
  • পরিবর্তিত সংস্থাঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
  • সদর দপ্তরঃ রাজউক ভবন, রাজউক অ্যাভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০
  • মূল সংস্থাঃ বাংলাদেশ সরকার
  • অফিশিয়াল ওয়েবসাইটঃ www.rajuk.gov.bd

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!