বেসিক ইংরেজী কোর্স

Right From of Verbs পরিবর্তনের সহজ নিয়ম (Part-2)

Right From of Verbs পরিবর্তনের যত সহজ নিয়ম আছে তা নিয়ে আজ আলোচনা করব । গত পর্বে  Right From of Verbs এর ১৩ টি নিয়ম আলোচনা করা হয়েছে । আজ আরও ১৩ টি নিয়ম সহজভভাবে আলোচনা করা হল । আপনি যদি কোনভাবে গত পর্বটি না পেয়ে থাকেন তবে নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

Right From of Verbs পরিবর্তনের সহজ নিয়ম (Part-2)

 Rule-14 : No sooner had –than , Scarcely had – when ,Hardly had – when প্রথম অংশে past perfect tense অনুযায়ী হয় অর্থাৎ verb এর past participle form হবে । দ্বিতীয় অংশে past Indefinite tense অনুযায়ী হয় অর্থাৎ verb এর past form হয় ।

☄  No sooner had the ball (ring) than the teacher (enter) the classroom.

Ans: No sooner had the ball rung than the teacher entered the classroom

Rule-15 : সাধারনত Since দ্বারা দুটি Clause যুক্ত থাকলে এবং Since এর আগে clause বা বাক্যের অংশ    present Indefinite/present perfect tense হলে পরের অংশে  past Indefinite tense হয় ।

☄  It is many years since he (gave) up smoking

Ans: It is many years since he gave up smoking

Rule-16 : আবার Since দ্বারা clause যুক্ত থাকলে এবং Since –এর আগে   Clause বাক্যের অংশে past Indefinite tense হলে পরের অংশে verb এর past perfect tense হয় ।

☄ Many years passed since I (meet) him last.

Ans:  Many years passed since I had met him last.


Rule-17 : Passive voice সর্বদা verb এর past participle from হয় ।

☄  This work was (do) by him

Ans : This work was done by him .

Rule-18 : Simple sentence এ দুটি verb থাকলে দ্বিতীয় verb এর সঙ্গে ing যোগ হয় অথবা দ্বিতীয় verb টির আগে to বসে ।

☄  He saw the boy (play) in the field.

Ans : He saw the boy playing in the field .

Note: দ্বিতীয় verb টি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় , তবে দ্বিতীয় verb এর আগে to বসে

☄  I went to the library (read) Newspaper .

Ans: I went to the library to read Newspaper .


Rule-19 : Sentence টি Active voice হলে can ,could , may might ,shall, should ,will, would , must ,need, dare, used to , ought to প্রভূতি Modal Auxiliary verb এর পরে verb এর present from হয় যেমন-

☄  He can (do) it easily.

Ans : He can do it easily

Ruale-20 : Sentence টি Passive voice হলে can, could ,may ,might, shall, should , will, would ,must, need, dare, used to, ought to , প্রভৃতি Modal Auxiliary Verb– এর পরে be+ verb এর past participle form হয় ।

☄  The work can (do ) immediately.

Ans: The work can be done immediately .

Rule-21: Adjective এর আগে the বসলে Subject টি plural হয় এবং তদনুযায়ী verb বসে ।

☄  The virtuous (to be) blessed.

Ans : The virtuous are blessed .


Rule -22 : Sentence এর Subject Singular Number হলে Verb singular হয় এবং Subject plural হলে verb plural Number হয় ।

☄ The flower of the garden (to do ) beautiful.

Ans: The flower of the garden are beautiful .

Rule 23 : মূল verb এর আগে to be /having /got থাকলে verb এর past participle form হয় ।

☄  The thief ran away  having (take) the bag.

Ans: The thief ran away  having taken the bag

Rule-24 : সাধারনত It is time ,It is high time , wish ,fancy ইত্যাদি পরে  subject ও bracket এ মূল verb থাকলে verb এর past from হয় ।

☄  It is time you (finish ) a course on English language.

Ans : It is time you finished a course on English language .

☄ I wish I (sing) .

Ans : I wish I sang

☄ I wish I (win) the first prize in the lottery .

Ans : I wish I won the first prize in the lottery .

আবার, It is time , It is high time , এর পর যদি bracket এ মূল verb থাকে ,তবে ওই এর আগে to বসবে  এবং ওই verb অপরিবর্তিত থাকবে । যেমন –

☄  It is time (play ) .

Ans : It is time to play

Rule-25 : ব্রাকেটে (be ) থাকলে person ,Number এবং tense অনুযায়ী am/is /are /was /were/been হবে ।

☄ Allah (be) everywhere .

Ans : Allah is everywhere

☄ It (be ) – twenty years ago

Ans : It was twenty years ago

Rule -26 : As if , as though ,wish ইত্যাদি থাকলে Subject এর পরে be verb এর পরির্বতে Were বসে

☄ He behaves as if he (be ) a leader .

Ans : He behaves as if he were a leader .

Rule -27 : As if ,as though দ্বারা দুটি Clause যুক্ত থাকলে প্রথম  Clouse  টি Present tense হলে পরর্বতী Clouse টি past Indefinite হয় । প্রথম Clouse টি past tense হলে পরের Clouse টি past perfect tense হয় ।

☄  He behaves as if he (buy ) the car .

Ans: He behaves as if he bought the car .

☄  Rima proceeded as if we not (speak).

Ans: Rima proceeded as if we had not spoken.


Right From of Verbs এর পরবর্তী নিয়মগুলো পেতে নিচের লিংকে ক্লিক করুন ।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button