ফলাফল

২০২৪ সালের এইচএসসি ফলাফল (অনলাইন ও এসএমএস)

এইচ এস সি ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২৪ । ২০২৪ সালের এইচএসসি ফলাফল  www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে । HSC ফলাফল 2024 দেখার অনলাইন ও এসএমএস পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।

২০২৪ সালের এইচএসসি ফলাফল (অনলাইন ও এসএমএস)

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০ টায় এইচএসসি ফলাফল প্রকাশের অনুমতি প্রদান করবেন এবং শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন । এইচএসসি ফলাফল ২০২৪ এর সকল আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১১টায় পর সারাদেশের সকল শিক্ষার্থীরা তাদের HSC ফলাফল দেখতে পারবেন ।

একনজরে
মোট পরীক্ষার্থী: ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী

ফলাফল প্রকাশ: 

ফলাফল লিংক: www.educationboardresults.gov.bd

এইচএসসি ফলাফল ২০২৪

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) (HSC) ও সমমানের পরীক্ষা গত ৩০ জুন শুরু হয় কিন্তু দেশের বিশৃংখল পরিবেশের কারণে শেষ হতে পারেনি । উল্লেখ্য যে, সিলেট  শিক্ষাবোর্ডের পরীক্ষা কিছুদিন পর থেকে শুরু হয়। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী, এইচ এস সি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল ষোষণা করতে হয় । এরই ধারাকাহিকতায় … অক্টোবর ২০২৪ তারিখে ফলাফল প্রকাশ করা হবে । পরীক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বাদেও অনলাইন ও এসএমএস (SMS) এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন ।

অনলাইনের এইচ এস সি রেজাল্ট ২০২৪ দেখার উপায়

দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে । একটি www.educationboardresults.gov.bd এবং অন্যটি হল eboardresults.com ।

  • প্রথমে এই www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  •  HSC/ALIM নির্বাচন করুন।
  • বছর হিসেবে ২০২৪ নির্বাচন করুন।
  • আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
  • আপনার Roll নম্বর লিখুন।
  • আপনার Registration No লিখুন।
  • উল্লেখিত ২ সংখ্যার যোগফল লিখুন।
  • সব শেষে “Submit” বাটনে ক্লিক করুন

সকল ধাপ সফলভাবে সম্পন্ন করার পর এইচ এস সি ফলাফল দেখা যাবে ।

আরও পড়ুন: এইচ এস সি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

এসএমএসের মাধ্যমে এইচ এস সি ফলাফল দেখার উপায়

আপনার মোবাইলেরে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে আপনার পরীক্ষার রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর ২০২৪ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ—HSC DHA 123456 2024 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

বাংলাদেশের সব শিক্ষার বোর্ডের শর্টকোড
শিক্ষা বোর্ডের নাম প্রথম ৩ অক্ষর
বরিশাল শিক্ষা বোর্ড BAR
কুমিল্লা শিক্ষা বোর্ড COM
চট্টগ্রাম শিক্ষা বোর্ড CHI
ঢাকা শিক্ষা বোর্ড DHA
দিনাজপুর শিক্ষা বোর্ড DIN
যশোর শিক্ষা বোর্ড JES
রাজশাহী শিক্ষা বোর্ড RAJ
সিলেট শিক্ষা বোর্ড SYL
মাদ্রাসা শিক্ষা বোর্ড MAD
টেকনিক্যাল শিক্ষা বোর্ড TEC

আরও পড়ুন:  দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি নোটিশ

প্রতিষ্ঠানভিত্তিক এইচ.এস.সি ফলাফল দেখার পদ্ধতি

নির্দিষ্ট পরীক্ষার্থীর ফলাফল বাদেও আপনি চাইলে যেকোন বোর্ডের অধীনে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৪ সালের এইচএসসি ফলাফল দেখতে পারবেন । সেক্ষেত্রে আপনাকে শিক্ষা মন্ত্রনালয়ের eboardresults.com এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে ।

  • প্রথমে এই eboardresults.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
  •  আপনার প্রতিষ্ঠানের EIIN নম্বর লিখুন।
  • রেজাল্ট টাইপ নির্বাচন করুন।
  • এবং তারপর “Institution Result” বাটনে ক্লিক করুন।
২০২৩ সালের এইচএসসি ফলাফল
২০২৪ সালের এইচএসসি ফলাফল


আপনার ২০২৪ সালের এইচএসসি ফলাফল দেখতে কোন সমস্যাা হলে, আপনার সমস্যাটি নিচের মতামত সেকশনে লিখে আমাদের জানান, আমাদরে টিম আপনার সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!