এসাইনমেন্ট

১১তম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান ২০২১ (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির)

সকল শ্রেণির (৬ষ্ঠ,৭ম,৮ম ও ৯ম )  অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা উত্তর ২০২১ । ১১তম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান আমাদের ওয়েবাসাইটে যুক্ত করা হয়েছে । এখানে একাদশ এসাইনমেন্ট  প্রশ্নপত্র ও উত্তরের পিডিএফ বা অন্যান্য সম্পর্কিত তথ্য বিস্তারিত আলোচনা করা হল ।

১১তম সপ্তাহের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান

করোনা মহামারীতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সাপ্তাহিক এসাইনমেন্ট মূল্যায়নের পরিকল্পনা গ্রহন করে । এরই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর এসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হয় , শিক্ষাথীরা তাদের অপির্ত কাজ সম্পাদন করে নিজ নিজ বিদ্যালয়ে জমাদান করে । অর্থ্যাৎ পূর্ববর্তী কাজ জমা দিয়ে নতুন এসাইনমেন্ট গ্রহন করতে হয় । এখন পর্যন্ত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির মোট দশ সপ্তাহের এসাইনমেন্ট সম্পন্ন হয়েছে এবং গত এগার আগষ্ট ১১তম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করা হয়েছে ।
Notice

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১

ষষ্ঠ,সপ্তম , অষ্টম ও নবম শ্রেনির এসাইনমেন্ট একসাথে প্রকাশ করা হয় । অন্যান্য সপ্তাহের মত একাদশ সপ্তাহেও প্রতিটি শ্রেণির জন্য দুইটি করে এসাইনমেন্ট প্রশ্ন প্রদান করা হয়েছে । ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির জন্য ইংরেজী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ৯ম শ্রেণির জন্য গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় । নিচে সকল বিষয়ের প্রশ্নের ছবি যুক্ত করা হল ।

৬ষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট

৬ষ্ঠ শ্রেণির ১১তম সপ্তাহে ইংরেজী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ দুটি বিষয়ের উপর নির্ধারিত কাজ প্রদান করা হয়েছে ।

ইংরেজী

৬ষ্ঠ শ্রেণির ইংরেজী ৪র্থ এসাইনমেন্ট টপিক মূল বইয়ের ৬ষ্ঠ অধ্যায় – It Smells Good থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : Fahmida loves eating. Both of her parents are good cook but she is very fond of her father’s cooking. Mr. Rahman tries different new items. It was a weekend and raining heavily outside. Mr. Rahman declared, “Hey guys, I’m going to cook for you today”. Fahmida along with her brothers and sisters cheered- Yeeh! Mrs. Rahman said….

Now complete the story in 150 words.

6-9-Assignment11week-compressed-02

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)

৬ষ্ঠ শ্রেণির আইসিটি ১ম এসাইনমেন্ট টপিক মূল বইয়ের প্রথম অধ্যায়- তথ্য ও যোগাযােগ প্রযুক্তি পরিচিতি থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : “কোভিড ১৯ পরিস্থিতিতে তােমার স্কুল বন্ধ আছে। তােমার বাবা তার জমির ফসলের উন্নয়নে পরামর্শের জন্য কৃষি অফিসে যেতে পারছেন না। তােমার দাদী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তােমার মা, তােমার বাবাকে প্রয়ােজনীয় সহযােগিতার জন্য ডাক্তারকে ফোন করতে বলেন।”

উপরের প্রেক্ষাপটের আলােকে- ‘দৈনন্দিন জীবনযাপনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যবহার’ শিরােনামে একটি প্রবন্ধ লিখ (২০০ শব্দ)

6-9-Assignment11week-compressed-05

৭ম শ্রেণির এসাইনমেন্ট

১১তম সপ্তাহে ৭ম শ্রেণির জন্য ইংরেজী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ দুটি বিষয়ের উপর নির্ধারিত কাজ প্রদান করা হয়েছে ।

ইংরেজী

৭ম শ্রেণির ইংরেজী ৪র্থ এসাইনমেন্ট টপিক মূল বইয়ের Unit-4: People who Make a Difference থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন:  Read the poem attentively and critically. Now
1. Write a summary with a suitable title except “Whose Child is This”
2. Explain whose contribution is the most to build up a child? Give your own reasons.

6-9-Assignment11week-compressed-03

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)

৭ম শ্রেণির আইসিটি ১ম এসাইনমেন্ট টপিক মূল বইয়ের প্রথম অধ্যায়- প্রত্যহ জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন: ব্যক্তি, কর্ম ও সমাজ জীবনের উল্লেখযােগ্য ক্ষেত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি কর। (অনুর্ধ ২৫০ শব্দ)

6-9-Assignment11week-compressed-06

৮ম শ্রেণির এসাইনমেন্ট

একাদশ সপ্তাহে ৭ম শ্রেণির জন্য ইংরেজী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ দুটি বিষয়ের উপর নির্ধারিত কাজ প্রদান করা হয়েছে ।

ইংরেজী

৮ম শ্রেণির ইংরেজী ৪র্থ এসাইনমেন্ট টপিক মূল বইয়ের Unit-3: Health and Hygiene থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন:  Priya lives in a village. Now-a-days, she is confined to the four walls as her school has been closed since 17 March 2020. She became scared when she came to know that a deadly virus named Corona spread all over the world and the Government of Bangladesh requested people to stay at home to stop the spread widely. To maintain personal health and hygiene, people need to eat nutritious food and take regular physical exercise, wash hands frequently and maintain social distance to be safe. However, it makes her sad seeing many people not following the safety rules.
Now, think of the existing worldwide corona pandemic situation. List 10 protective measures and make a poster to stop the spread of coronavirus disease, COVID-19.

6-9-Assignment11week-compressed-04

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)

৮ম শ্রেণির আইসিটি ১ম এসাইনমেন্ট টপিক মূল বইয়ের প্রথম অধ্যায়- তথ্য ও যােগাযােগ প্রযুক্তির গুরুত্ব থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন: “তথ্য ও যােগাযােগ প্রযুক্তির বিস্তারের ফলে বাংলাদেশে কর্মসংস্থানের নতুন দিক। উন্মােচিত হয়েছে’- উক্তিটির আলােকে একটি প্রতিবেদন লিখ।

6-9-Assignment11week-compressed-07

৯ম শ্রেণির এসাইনমেন্ট

একাদশ সপ্তাহে ৯ম শ্রেণির জন্য ৯ম শ্রেণির জন্য গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ তিনটি বিষয়ের উপর নির্ধারিত কাজ প্রদান করা হয়েছে ।

গণিত

নবম শ্রেণির গণিত ৩য় নির্ধারিত কাজ মূল বইয়ের ষষ্ঠ অধ্যায়: রেখা, কোণ ও ত্রিভুজ থেকে নেওয়া হয়েছে ।

6-9-Assignment11week-compressed-08

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নবম শ্রেণির ১১তম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় নির্ধারিত কাজ মূল বইয়ের ষষ্ঠ অধ্যায়: রাষ্ট্র, নাগরিকতা ও আইন থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন: রাষ্ট্র ও নাগরিকের সম্মিলিত প্রয়াস ব্যতীত নাগরিক জীবনের কোনাে সমস্যা সমাধান সম্ভব নয়। কোভিড১৯ পরিস্থিতির আলােকে এ বিষয়ে তােমার মতামত যুক্তিসহ তুলে ধর।

6-9-Assignment11week-compressed-09

বিজ্ঞান

নবম শ্রেণির বিজ্ঞান ৩য় নির্ধারিত কাজ মূল বইয়ের দ্বিতীয় অধ্যায়: জীবনের জন্য পানি থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন: প্রজ্ঞা তার বাবার সাথে বুড়িগঙ্গা নদীতে। নৌকায় করে বেড়াতে গেল। দাদা। বাড়িতে যাওয়ার সময় নদীর পাড়ের যে ছবি তার মনে গেঁথে ছিল তার সঙ্গে এই মুহুর্তে দেখা চিত্রের সঙ্গে কোন মিল খুঁজে পেল না। নদীর কোন পাড় নেই, আছে অসংখ্য দালান কোঠা, দোকান পাট, শিল্প কারখানা। পানির রঙ একেবারেই কালাে, দুর্গন্ধময়। যে বিশুদ্ধ বাতাস নেবার উদ্দেশ্যে সে বের হয়েছিল, উল্টো দুর্গন্ধে তার দম বন্ধ হয়ে আসতে লাগলাে। প্রজ্ঞার খুব মন খারাপ হল। দেশের এত বড় নদীর এই দুরবস্থা।

ক) বুড়িগঙ্গা নদীর পানি মাছসহ অন্যান্য জীব বসবাসের জন্য উপযুক্ত কি না? ব্যখ্যা কর।
খ) বুড়িগঙ্গার পাড়ে যদি কোন ফসলী জমি থাকে তাহলে তার সেচ কার্যক্রম কি বুড়িগঙ্গার পানি দিয়ে করা সম্ভব? তােমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
গ) বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগনের সহায়তায় তুমি কি করতে পারাে? উপস্থাপন কর।

6-9-Assignment11week-compressed-10


সকল শ্রেণির সাপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট বা ফেসবুক পেইজে চোক রাখুন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!