সাজেশন

এইচএসসি উচ্চতর গণিত ২য় পত্র সাজেশন ২০১৮

উচ্চতর গণিত বিষয়টির কথা মাথায় আসলেই কেটা ভয় কাজ করে ।  অনেকেই ভেবে কুল কিনারা পায় না কিভাবে উচ্চতর গণিতকে বসে আনবে । আবার অনেকের তো পাশ নিয়েই ভয় । তবে এটা ঠিক যে বেশির ভাগ শিক্ষার্থীই উচ্চতর গণিত নিয়ে একটু দ্বিধায় থাকে । তাই আজকে আমরা  তাদের একটু অভয় দেওয়ার  চেষ্ঠা করব।

উচ্চতর গণিত বিষয়টা অনেক জটিল । এটা খুব কম সময়ে শেষ করা কঠিন ব্যাপার । তবে পরীক্ষার আগে সব পড়ার সময় পাওয়া যায় না । তাই আমরা যদি গুরুত্বের দিক থেকে বিষয়টাকে একটু সংক্ষিপ্ত করতে পারি তবে ভালই হয় । বিগত বছর ও গুরুত্বের উপর ভিত্তি করে আমরা তৈরী করেছি এইচএসসি উচ্চতর গণিত সাজেশন ।

এইচএসসি উচ্চতর গণিত ১ম পত্র সাজেশন ২০১৮ সাজেশনটি মিস করেছ তারা দেখে নাও ।

এইচএসসি উচ্চতর গণিত ১ম পত্র সাজেশন ২০১৮

 

এইচএসসি উচ্চতর গণিত ২য় পত্র সাজেশন ২০১৮

প্রথম অধ্যায় : বাস্তব সংখ্যা

বাস্তব সংখ্যার মূল ধারণা , সরলরেখার সাহায্যে সমাধান। (*)

দ্বিতীয় অধ্যায় : যোগাশ্রয়ী প্রোগ্রাম

যোগাশ্রয়ী প্রোগ্রামের  সংজ্ঞা ও প্রয়োজনীয় সমস্যা সমাধান এবং লেখচিত্র (*)

তৃতীয় অধ্যায় :   জটিল সংখ্যা

জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট , বর্গমূল ও এককের ঘনমূল(**)

চতুর্থ অধ্যায় : বহুপদী ও বহুপদী সমীকরন

দ্বিঘাত সমীকনণের সমাধান ,  ত্রিঘাত  সমীকনণের সমাধান, মূল-সহগ  সম্পর্ক ও প্রকৃতি নির্ণয় । (**)

পঞ্চম অধ্যায় : দ্বিপদী বিস্তুতি

দ্বিপদী সূত্র,  সাধারন পদ, মধ্যপদ ও অসীম ধারা বিস্তৃতি ।(***)

ষষ্ঠ অধ্যায় :কণিক

কণিকের বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত ও অধিবৃত্তের সূত্রসমূহের ব্যবহার ।(***)

সপ্তম অধ্যায় : বিপরীত ত্রিকোনমিতি ফাংশন  ও ত্রিকোণমিতিক সমীকরণ

বিপরীত ত্রিকোনমিতি ফাংশনের লেখচিত্র, ত্রিকোনমিতির সাধারন সমীকরনের সমাধান , নির্দিষ্ট ব্যবধিতে সমাধান (***)

অষ্টম অধ্যায় :  স্থিতিবিদ্যা

বলজোটের সাম্য ব্যবস্থা , সাম্যব্যবস্থা ত্রিভুজ সুত্র , লামির সূত্র, সমতলীয় জলজোটের সূত্র(***)

নবম অধ্যায় : সরলরেখা / সমতলে চলমান কণার গতি ।

প্রাস সংক্রান্ত সূত্র, সমস্যা ও সমাধান(***)

দশম অধ্যায় : বিস্তার পরিমাপ সম্ভাবনা ।

সম্ভাবনার সূত্রসমূহ , সমস্যা ও সমাধান , বিস্তার পরিমাপ(***)

[ বি:দ্র: * মার্ক দ্বারা গুরুত্ব নির্ধারন করা হয়েছে ]

 

এইচএসসির অন্যান্য সাজেশনসমূহ নিচ থেকে ডাউনলোড করে নাও ।

 English 1st &2nd Paper Suggestion 

 ICT Suggestion 

Physics 1st Part Suggestion 

Physics 2nd Part Suggestion 

Chemistry 1st Part Suggestion 

Chemistry 2nd Part Suggestion 

Finance & Banking Suggestion 

Biology 1st Part Suggestion 

Biology 2nd Part Suggestion  

 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!