
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার খুটিনটি।
বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা সবাই তাদের নিজ নিজ প্রস্তুতি নিয়ে ব্যস্ত । বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ন অংশ হল প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুটিনাটি বিষয় জানা । কারন সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ম ও বিষয় এক নয় । আবার কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় । তাই তোমাদের ভর্তি প্রস্তুতিকে আরো বেগবান করতে আমরা তৈরি করছি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সার্কুলার রিভিউ। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের খুটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব ।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি অনুষদ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। স্নাতক (সম্মান) প্রােগ্রামে ফার্মেসী অনুষদে ৫ (পাঁচ) বছর মেয়াদী এবং অন্যান্য অনুষদ ও ইনস্টিটিউট-এ ৪ (চার) বছর মেয়াদী।
গুরুত্বপূর্ন তথ্যাবলী |
---|
ভর্তি পরীক্ষার তারিখ: ০১ ফেব্রুয়ারী ২০২৫
ভর্তি পরীক্ষার সময়: সকাল ১১.০০ থেকে ১২.৩০ প্রযোজ্য বিভাগ: বিজ্ঞান বিভাগ মোট অনুষদ: ১০টি মোট বিভাগ: ৩২টি আসন সংখ্যা: ১৮৯৬ টি আবেদন ফি: ১০৫০/- টাকা আবেদনের লিংক: admission.eis.du.ac.bd
|
আবেদনের ন্যূনতম যোগ্যতা
ক) প্রার্থীকে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক অথবা সমমান এবং ২০২৪ সালে বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় IGCSE/O-Level এবং IAL/GCE/A-Level অথবা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের গ্রেডভিত্তিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৩.৫ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ হতে হবে। IGCSE/O-Level এবং IAL/GCE/A-Level অথবা বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে।
খ) বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড হতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক অথবা সমমান এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় মানবিক/সাধারণ ও ব্যবসায় শিক্ষা শাখা হতে উত্তীর্ণ শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের গ্রেডভিত্তিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৩.০ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ হতে হবে। IGCSE O-Level এবং IAL/GCE/A-Level অথবা বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে
আরও পড়ুন: কোন বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি পরীক্ষা নিবে
ভর্তি পরীক্ষার মানবন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ভর্তি পরীক্ষা MCQ এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০ তন্মাধ্যে ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিটের হবে।
বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার মান বন্টন
MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে। একজন প্রার্থী যে ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিলে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ/ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবে।
বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য
বিষয়ের নাম | এমসিকিউ | লিখিত |
পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) | ১৫ | ১০ |
রসায়ন (আবশ্যিক) | ১৫ | ১০ |
গণিত | ১৫ | ১০ |
জীববিজ্ঞান | ১৫ | ১০ |
বাংলা | ১৫ | ১০ |
ইংরেজি | ১৫ | ১০ |
(গণিত/জীববিজ্ঞান/বাংলা/ইংরেজি থেকে যেকোন দুটি বিষয়) | মোট ১০০ |
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য
বিষয়ের নাম | এমসিকিউ | লিখিত |
বাংলা (আবশ্যিক) | ১৫ | ১০ |
ইংরেজি (আবশ্যিক) | ১৫ | ১০ |
আইসিটি (আবশ্যিক) | ১৫ | ১০ |
গণিত/পরিসংখ্যান/ভূগোল/ মনোবিজ্ঞান/অর্থনীতি (যেকোন একটি) | ১৫ | ১০ |
মোট | ১০০ |
আপনি জানেন কি?
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ক ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন অংশগ্রহন করেন এবং মাত্র ৮ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেন।
- যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন
করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে কোনাে পরীক্ষার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনাে একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। এখানে উল্লেখ্য যে, পদার্থ
বিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা দেয়া আবশ্যিক। - A-Level পর্যায়ে অধ্যয়নকৃত পরীক্ষার্থী পদার্থ বিজ্ঞান ও রসায়নসহ অন্য (গণিত/জীববিজ্ঞান/বাংলা/ইংরেজি বিষয়ের
মধ্যে) যেকোনাে দুইটি বিষয়ে পরীক্ষা দিয়ে মােট চারটি বিষয় পূর্ণ করবে।
লিখিত পরীক্ষার মান বন্টন
লিখিত অংশে মোট নম্বর ৪০ এবং সময় ৪৫ মিনিট। প্রতিটি বিষয়ে মোট নম্বর ১০। প্রতিটি প্রশ্নের মান ২ থেকে ৫ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট প্রশ্নব্যাংক পিডিএফ
ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর
ভর্তি পরীক্ষার MCQ অংশের পাস নম্বর ২৪। উল্লেখ্য, MCQ পরীক্ষায় ২৪ নম্বরে পেলে কেবল লিখিত পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়নের জন্য বিবেচিত হবে। তবে MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে ‘ক’ ইউনিট এর মোট আসনের কমপক্ষে ৫ গুন লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। লিখিত অংশের পরীক্ষায় পাস নম্বর ১২। তবে ১০০ নম্বরের মধ্যে MCQ এবং লিখিত পরীক্ষার মোট পাস নম্বর ৪০। যারা ৪০ এর কম নম্বর পাবে তাদের কে ভর্তির জন্য বিবেচনা করা হবে না
মেধাস্কোর ও মেধাক্রম
- মােট ১২০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অর্জিত মেধাস্কোরের ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে। এজন্য
মাধ্যমিক/o-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএকে ২ দিয়ে গুণ; উচ্চ মাধ্যমিক/A-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএকে ২ দিয়ে গুণ করে এই দুইয়ের যােগফল ভর্তি পরীক্ষায় ১০০-তে প্রাপ্ত নম্বরের সাথে যোগ দিয়ে ১২০ নম্বরের মধ্যে মেধাস্কোর নির্ণয় করে ক্রমানুসারে মেধা তালিকা তৈরা করা হবে।
আরও পড়ুন: মেডিকেল ভর্তির প্রয়োজনীয় সকল পিডিএফ বই
- মেধাস্কোর সমান হলে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম তৈরি করা হবে :
-
-
-
- ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোর
- HSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA without 4th subject
- HSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA with 4″ Subject
- SSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA without 4″ Subject
- SSC/ সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA with 4″ Subject
- HSC/সমমানের পরীক্ষায় চারটি বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত GPA এর যােগফল।
-
-
মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ৪ (চার) সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েব সাইটেও admission.eis.du.ac.bd পাওয়া যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে।
আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা
ঢাবি বিজ্ঞান ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট ভিত্তিক ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া সহ সকল তথ্য দেখে নিন।







অন্যান্য ইউনিটের ভর্তি নোটিশ
ঢাবি কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি | দেখুন এখান থেকে |
ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি | দেখুন এখান থেকে |
ঢাবি চারুকলা ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি | দেখুন এখান থেকে |
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক তথ্য ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি বইয়ের বিভিন্ন আপডেট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।